এনরিকের পিএসজি ছাড়ার গুঞ্জন, ইঙ্গিতে যা বললেন এই কোচ
সময়টা পিএসজির এখন একটু খারাপই যাচ্ছে। লিওনেল মেসির বিদায়ের পর দলবদলের সময় যাচ্ছে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে সমস্যা মোকাবিলায়। এমবাপ্পে পিএসজিতে থাকবেন, নাকি থাকবেন না—তা এখনো নিশ্চিত নয়। এসবের মধ্যেই আগামী মৌসুম সামনে রেখে দল গোছাতে হচ্ছে ক্লাবটিকে। প্রাক্–মৌসুম সফরে গিয়ে দলের পেছনে বেশ সময়ও দিচ্ছেন নতুন কোচ লুইস এনরিকে। দল শক্তিশালী করতে তিনি মার্কো আসেনসিও এবং উসমান দেম্বেলের মতো তারকাদের দলে নিয়ে আসছেন। কিন্তু এর মধ্যেই গতকাল রাতে বাজ পড়ার মতো এক খবর সামনে এসেছে। এনরিকে নাকি পিএসজির কোচের পদ থেকে সরে দাঁড়াতে যাচ্ছেন।
এমবাপ্পেকে নিয়ে টানাপোড়েন এবং পিএসজির ভেতরকার বিশৃঙ্খলার জন্যই নাকি স্প্যানিশ কোচের এমন সিদ্ধান্ত। এনরিকের ক্লাব ছাড়তে চাওয়ার এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে পিএসজির সমর্থকদের মধ্যে দেখা দেয় অস্থিরতা। তবে এই গুঞ্জন ডালপালা মেলার আগেই তা উড়িয়ে দিয়েছে পিএসজি কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ক্লাব ছাড়ার খবর যে মিথ্যা, সে ইঙ্গিত দিয়েছেন এনরিকেও।
গত মৌসুমের শেষের দিক থেকে লুইস এনরিকের পিএসজির কোচ হওয়ার কথা শোনা যায়। মৌসুম শেষে একপর্যায়ে তাঁর নিয়োগ চূড়ান্ত করে পিএসজিও। ক্রিস্তফ গালতিয়েরের জায়গাতেই মূলত কোচ হন এনরিকে। বার্সেলোনার সাবেক এই কোচ পিএসজির দায়িত্ব নেন গত মাসের ৫ তারিখে। দায়িত্ব গ্রহণ করে দল নিয়ে প্রাক্–মৌসুম সফরে যান এই স্প্যানিশ কোচ। কিন্তু এর মধ্যে বৃহস্পতিবার রাতে তাঁর পিএসজি ছাড়ার খবর আসে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, এমবাপ্পেকে নিয়ে তৈরি হওয়া জটিলতা এবং ক্লাবের সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণেই প্যারিস ছাড়তে চান এনরিকে। শুধু এটুকুই নয়, এনরিকের জায়গায় তাঁর সহকারী রাফায়েল পোলের দায়িত্ব নেওয়ার কথা বলে জানায় স্প্যানিশ সংবাদমাধ্যমটি।
কিন্তু দ্রুতই পিএসজির এক মুখপাত্র এ খবরকে গুজব বলে দাবি করেছেন। দলবদলে বিশেষজ্ঞ সাংবাদিক ফাব্রিজিও রোমানোকে সেই মুখপাত্র বলেছেন, ‘আজকের গুজবটি পুরোপুরি হাস্যকর। এটা মোটেই সত্য নয়।’
এ খবর যে সঠিক নয়, এক পোস্টে সেই ইঙ্গিত দিয়েছেন এনরিকে নিজেও। ইনস্টাগ্রাম স্টোরিতে দলের সঙ্গে একটি ছবি পোস্ট করেন এই কোচ। সেই স্টোরিতে স্প্যানিশ ভাষায় যা লেখা ছিল, তার অর্থ হচ্ছে, দলের সবাই একে অপরকে সাহায্য করছেন। আবার দলের একজন সদস্য পুরো দলের শক্তি প্রদান করছেন।
শুধু এই একটি ছবিই অবশ্য নয়, স্টোরিতে আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন এনরিকে। একটিতে গোটা দলকে একসঙ্গে দেখা যাচ্ছে। অন্যটিতে দেখা যাচ্ছে, মাঠে বল নিয়ে একা বসে আছেন এনরিকে। সব মিলিয়ে এনরিকের ক্লাব ছাড়ার গুঞ্জন কয়েক ঘণ্টার মধ্যে গুজবেই মিলিয়ে গেল।