ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ মেনেজেস প্রথম দল দেবেন ৩ মার্চ

ব্রাজিলের অন্তর্বর্তীকালিন কোচ রামন মেনেজেসছবি: ব্রাজিল ফুটবল কনফেডারেশন

বিশ্বকাপ–ব্যর্থতার পর ব্রাজিল দল আবার মাঠে নামবে ২৫ মার্চ। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে হেরে ছিটকে পড়ার পর দলটির কোচের পদ থেকে সরে দাঁড়ান তিতে। আগামী মাসে মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে তাই ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন নতুন কোচ।

মরক্কোর সঙ্গে প্রীতি ম্যাচে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াতে যাওয়া সেই নতুন কোচ রামন মেনেজেস অবশ্য নেইমার–ভিনিসিয়ুসদের স্থায়ী গুরু নন। স্থায়ী হিসেবে কাউকে নিয়োগ দেওয়ার আগ পর্যন্ত ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন মেনেজেস।

আরও পড়ুন

সদ্য শেষ হওয়া অনূর্ধ্ব–২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলকে শিরোপা জেতানো ৫০ বছর বয়সী মেনেজেস মরক্কোর বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করবেন ৩ মার্চ। খেলোয়াড়ি জীবনে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলা মেনেজেসের সেই দল কেমন হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে এখনই।

অনেকেই মনে করছেন, মেনেজেস দলকে আক্রমণাত্মক ফুটবলই খেলাবেন। ব্রাজিলের ক্লাব ভাস্কো দা গামার সাবেক এই কোচকে নিয়ে উচ্ছ্বসিত দেশটির ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) প্রধান এদনালদো রদ্রিগেজ, ‘আমাদের নতুন কোচ খুব সম্ভাবনাময়। আমরা জাতীয় দলে নতুন ও সাহসী পরিকল্পনার আরও মানুষ চাই।’

আরও পড়ুন
রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। কিছুদিন আগে খবর এসেছিল তিনি ব্রাজিলের কোচ হতে রাজি হয়েছেন!
ফাইল ছবি

মেনেজেসের কোচিং দর্শন নিয়েও কথা বলেছেন এদনালদো, ‘তিনি অসাধারণ বুদ্ধিমত্তা নিয়ে কাজ করেন এবং আমাদের ফুটবলের সব স্বকীয়তা ধরে রেখে দলকে আধুনিক ফুটবল খেলান।’

তাহলে কি ভবিষ্যতে ব্রাজিল দলের অন্তর্বর্তীকালীন কোচ থেকে পূর্ণকালীন হওয়ার সম্ভাবনা আছে মেনেজেসের? এ ব্যাপারে অবশ্য কিছু বলেননি এদনালদো। তবে কিছুদিন আগে ইএসপিএন ব্রাজিল খবর দিয়েছিল, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি নেইমারদের কোচ হতে রাজি হয়েছেন। কিন্তু আনচেলত্তি ও সিবিএফ, দুই পক্ষই এ খবর উড়িয়ে দিয়েছিল।

আরও পড়ুন