কেইনের বায়ার্নে যাওয়া মানতে পারছেন না ওয়েন

বায়ার্নের হয়ে ট্রফি জেতা কেইনের জন্য বড় অর্জন হবে না বলে মনে করেন ওয়েনছবি : টুইটার

হ্যারি কেইন তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন। তাই গতকাল মাইকেল ওয়েন তাঁকে পরামর্শ দিয়ে যে টুইট করেছিলেন, সেটির এখন আর কতটুকুই বা দাম! কিন্তু টুইটকারীর নাম যেহেতু ওয়েন, আর যা যা বলেছেন, সেসব বিষয়ে ভাবনার জায়গাও আছে। তাই টুইটটি নিয়ে আলোচনা হচ্ছে।

বায়ার্ন মিউনিখ ‘অ্যাড অনস’ মিলিয়ে ১০ কোটি ইউরোর বেশি দিতে চেয়েছিল। কাল টটেনহাম সে প্রস্তাবে রাজি হওয়ার পর বাকি ছিল হ্যারি কেইনের সম্মতি। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টাইমস’ ও যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’ আজ জানিয়েছে, টটেনহাম ছেড়ে ৪ বছরের চুক্তিতে বায়ার্নে যেতে রাজি হয়েছেন কেইন।

মিউনিখে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে চুক্তির চূড়ান্ত কাজগুলো শেষ করবেন। ওয়েনের তাতে একটু মন খারাপ হওয়া অস্বাভাবিক কিছু নয়। কালই যে কেইনের এই দলবদল নিয়ে করা টুইটে ভিন্নমত জানিয়েছিলেন ইংল্যান্ড, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এ স্ট্রাইকার।

আগে ওয়েনের টুইটটি জানিয়ে দেওয়া যাক, ‘আমি জানি বায়ার্ন মিউনিখ অনেক বড় ক্লাব এবং তাদের অনেক সম্মানও করি। কিন্তু আমি হ্যারি কেইনের জায়গায় থাকলে নড়াচড়া করতাম না। তাদের সঙ্গে ট্রফি জেতাটা অসাধারণ কোনো অর্জন নয়। রিয়াল মাদ্রিদ হলে মেনে নিতাম কিংবা প্রিমিয়ার লিগের একটি–দুটি ক্লাব হলেও হতো। একটি দেশে যেখানে শুধু একটি ক্লাবেরই রাজত্ব, সেখানে লিগ জয়ের চেয়ে স্পার্সের হয়ে প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলদাতা হওয়া বড় অর্জন।’

ইউনাইটেডের হয়ে ২০১০–১১ মৌসুমে প্রিমিয়ার লিগজয়ী ওয়েন বোঝাতে চেয়েছেন, জার্মান বুন্দেসলিগায় বায়ার্নের একক রাজত্ব। বাভারিয়ান ক্লাবটি এই মুহূর্তে জার্মান লিগে রেকর্ড টানা ১১ বারের চ্যাম্পিয়ন। টটেনহামে বয়সভিত্তিক দল মিলিয়ে ১৯ বছরের ক্যারিয়ারে কোনো ট্রফি না জেতা কেইনের বায়ার্নে যাওয়ার পেছনে যে শিরোপা জয়ের ইচ্ছাও একটা কারণ, তা না বললেও চলে।

আরও পড়ুন

কিন্তু ওয়েন মনে করিয়ে দিয়েছেন, টটেনহামে কেইন কিছু না জিতলেও ক্লাবটির ইতিহাসে তিনি সর্বোচ্চ গোলদাতা। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালান শিয়ারারের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ভাঙার সুযোগও তাঁর সামনে ছিল। দরকার ছিল আর ৪৮ গোল।

৩০ বছর বয়সী কেইন প্রিমিয়ার লিগে গোলের রেকর্ডে অমরত্ব নিশ্চিতের সুযোগটা ছেড়ে যোগ দিচ্ছেন বায়ার্নে। ওয়েনের আপত্তিটা এখানেই। টটেনহামের হয়ে কিংবা প্রিমিয়ার লিগে অন্য কোনো ক্লাবের হয়ে কোনো অর্জনকে বায়ার্নে শিরোপা জয়ের চেয়ে বড় মনে করেন কেইন।

২০১১ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছেন মাইকেল ওয়েন
ছবি : টুইটার

ওয়েনের সাবেক লিভারপুল সতীর্থ জেমি ক্যারাঘারও মোটামুটি একই মত দিয়েছেন। তাঁর যুক্তি, কেইনের জন্য শিয়ারারের রেকর্ড ভাঙা হবে ‘অনেক বড় অর্জন।’

বুন্দেসলিগার চেয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার চেষ্টা করতে কেইন বায়ার্নে যাচ্ছেন বলে মনে করেন ক্যারাঘার। বর্তমানে টিভিতে ফুটবল–পণ্ডিতের ভূমিকা নেওয়া ক্যারাঘার বলেন, ‘শিয়ারারের প্রিমিয়ার লিগ জয়ের পদকের চেয়ে তার গোলের রেকর্ড নিয়ে বেশি আলোচনা হয়। হ্যারি কেইনের জন্য এই রেকর্ড হতো অনেক বড় কিছু। সে বায়ার্নে যাচ্ছে। কারণ, চ্যাম্পিয়নস লিগে খেলতে পারবে এবং প্রতি মৌসুমেই শিরোপা জয়ের সুযোগ পাবে। বিষয়টা তাই ঘরোয়া লিগ জেতা নিয়ে নয়, সেটা তারা এমনিতেই জিতবে। তবে আমি নিশ্চিত, বুন্দেসলিগা জয়ের চেয়ে প্রিমিয়ার লিগে গোলের রেকর্ডটা তাকে বেশি আনন্দ দিত।’