সৌদি আরবে রোনালদোর সতীর্থ হওয়ার ডাক পেতে পারেন নাভাস
বয়সটা ৩৬। আগের সেই ধার আর নেই। বর্তমান ক্লাব পিএসজিতেও কোচ ক্রিস্তফ গালতিয়েরের প্রথম পছন্দ নন। কোস্টারিকার গোলরক্ষক কেইলর নাভাস তাই ক্যারিয়ারের পড়ন্ত বেলায় হাঁটতে পারেন তাঁর বন্ধুর পথেই। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, নাভাস আরও একবার হতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোর সতীর্থ।
পাঁচ বছর (২০১৪-২০১৯) রিয়াল মাদ্রিদে খেলেছেন নাভাস। যখন রিয়াল মাদ্রিদে যোগ দেন, তত দিনে রোনালদো রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা। রোনালদো ২০১৮ সালে রিয়াল ছেড়ে জুভেন্টাসে যোগ দেওয়ার আগপর্যন্ত দুজনের রসায়নটা ভালোই ছিল। রিয়ালের সঙ্গে চুক্তি শেষ হওয়ার পর নাভাস পিএসজিতে যোগ দেন ২০১৯ সালে। শুরুর দিকে গোলরক্ষক হিসেবে দলের প্রথম পছন্দ থাকলেও, বর্তমানে সেই জায়গাটা হারিয়েছেন। সে কারণেই নাকি নতুন ক্লাব খুঁজছেন নাভাস।
নাভাসের মতো কাউকেই নাকি খুঁজছে সৌদি আরবের ক্লাব আল নাসর। কলম্বিয়ার গোলকিপার ডেভিড ওসপিনা চোটে পড়ার পর আরও একজন গোলকিপার খুঁজছে রোনালদোর এই ক্লাব। পর্তুগিজ তারকাকে দলে নেওয়ার পর থেকে ইউরোপের যেকোনো তারকাকে কিনতে আত্মবিশ্বাসী আল নাসর।
আগামী বৃহস্পতিবার রিয়াদে পিএসজির সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলবে সৌদি অলস্টার একাদশ। আল নাসর ও আল-হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া হয়েছে সৌদি অলস্টার একাদশ। মার্কা জানিয়েছে, পিএসজির নাভাসকে এই প্রীতি ম্যাচের পর প্রস্তাব দিতে পারে আল নাসর। আল নাসর নাভাসকে ফ্রি এজেন্ট হিসেবে দলে ভেড়াতে চায়।
তবে সে ক্ষেত্রে বাধা হতে পারে নাভাসের সঙ্গে পিএসজির চুক্তি। ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত ফরাসি ক্লাবটির সঙ্গে চুক্তিবদ্ধ নাভাস। চলতি মৌসুমে নাভাস পিএসজির হয়ে মাঠে খেলেছেন মাত্র ১ ম্যাচ। আর সব মিলিয়ে পিএসজির হয়ে খেলেছেন ১০৭ ম্যাচ। এর আগে রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন ১৬২ ম্যাচ।