যুক্তরাষ্ট্রের ফুটবলে মেসির অভিষেক হতে পারে আর্সেনালের বিপক্ষে

ইন্টার মায়ামির হয়ে অভিষেকের আগেই যুক্তরাষ্ট্রের ফুটবলে খেলতে নামতে পারেন মেসিছবি : ইনস্টাগ্রাম

বার্সেলোনায় ফিরবেন, নাকি আল হিলালের বিপুল অর্থের প্রস্তাবে রাজি হয়ে সৌদি আরবে পাড়ি জমাবেন—লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়ে এমন দুটি প্রশ্ন ভেসে বেড়াচ্ছিল ফুটবল আকাশে। তবে বার্সা বা আল হিলাল কোনোটিই নয়, মেসি বেছে নিয়েছেন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিকে

পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ না হওয়ায় ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে নাম লেখাননি মেসি। তবে ডেভিড বেকহামের ক্লাবে যাওয়ার বিষয়টা পাকা করে ফেলেছেন। আনুষ্ঠানিক চুক্তি না হওয়ায় আপাতত মেজর লিগ সকারে ইন্টার মায়ামির হয়ে নামতে পারছেন না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। তবে লিগে খেলার আগেই যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে অভিষেক হতে পারে তাঁর।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম জানিয়েছে, প্রাক্‌-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে মেজর লিগ সকার কর্তৃপক্ষ ইংল্যান্ডের ক্লাব আর্সেনালের সঙ্গে একটা প্রদর্শনী ম্যাচের আয়োজন করবে। সেই ম্যাচে মেসিকে রাখতে চায় তারা। মেজর লিগ সকারের তারকাদের নিয়ে গড়া এমএলএস অল স্টারসের হয়ে খেলতে পারেন মেসি।

প্রাক্‌-মৌসুম প্রস্তুতি নিতে যুক্তরাষ্ট্রে যাবে আর্সেনাল
ছবি : এএফপি

ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ ছিল আর্সেনালের। মৌসুমের বেশির ভাগ সময় গানাররা ছিল পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু এপ্রিল থেকে ছন্দ হারিয়ে শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটির পেছনে পড়ে যায় মিকেল আরতেতার দল। আগামী মৌসুমের আগে সম্ভাব্য সেরা প্রস্তুতি নিতে এবার যুক্তরাষ্ট্রে যাবে লন্ডনের ক্লাবটি। মার্কিন মুলুকে খেলবে তিনটি ম্যাচ। এর একটি এমএলএস অল স্টারসের বিপক্ষে। ওয়াশিংটন ডিসির অডি ফিল্ডে ম্যাচটি হবে ২০ জুলাই। এমএলএস অল স্টারসের হয়ে মেসি খেললে কোচ হিসেবে পাবেন ওয়েন রুনিকে।

আরও পড়ুন

আর্সেনালের বিপক্ষে মেসি যদি নাও খেলেন, তবু যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হতে দীর্ঘ অপেক্ষা করতে হবে না। ২১ জুলাইয়েই যে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ আছে ইন্টার মায়ামির।

তবে মেসি যদি এমএলএস অল স্টারসের হয়েই যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক ম্যাচ খেলেন, তাহলে একসময়ের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে একটা জায়গায় মিল পাওয়া যাবে।

কীভাবে? আল নাসরে নাম লেখানোর পর রোনালদোর সৌদি ফুটবলে অভিষেক হয়েছিল রিয়াদ অল স্টার একাদশের হয়ে। মূলত আল হিলাল ও আল নাসর খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছিল রিয়াদ অল স্টার একাদশ। রোনালদোরা ম্যাচটি খেলেছিলেন মেসি-নেইমার-এমবাপ্পেদের পিএসজির বিপক্ষে। সময়ের দুই সেরা ফুটবলার মেসি-রোনালদোর সেটাই ছিল সর্বশেষ দেখা।

আরও পড়ুন