ফিফা বর্ষসেরা পুরস্কার হাতে নিয়ে যা বলেছেন মেসি

ফিফা দ্য বেস্টের পুরস্কার হাতে মেসিছবি: এএফপি
কাতারে গত বছরের ডিসেম্বরে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছেন লিওনেল মেসি। বিশ্বকাপে আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে শিরোপা জিতিয়েছেন এই মহাতারকা। বিশ্বকাপের পরই অনুমান করা যাচ্ছিল, এবার ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের লড়াইগুলোতে দাপট থাকবে মেসিরই। ফিফা দ্য বেস্টেও সেটি প্রমাণিত হলো। গতকাল রাতে ফিফা সভাপতির হাত থেকে বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারটি নেন মেসি। পুরস্কার হাতে নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে নিজের সতীর্থ, কোচ, পরিবার এবং দেশের মানুষকে ধন্যবাদ দেন মেসি। তাঁর বক্তব্যের বেশির ভাগজুড়েই ছিল বিশ্বকাপ জয়ের প্রসঙ্গ। বলেছেন, নিজের স্বপ্ন পূরণ হওয়ার কথাও। ফিফা দ্য বেস্ট পুরস্কার পাওয়ার পর মেসি যা বলেছেন, প্রথম আলোর পাঠকদের জন্য তা তুলে ধরে হলো এখানে—

আজ আমার সতীর্থদের ধন্যবাদ দিতে চাই। আজ আমি, দিবু (এমিলিয়ানো মার্তিনেজ) এবং লিওনেল স্কালোনি এখানে উপস্থিত আছি। আমরা তাঁদের (সতীর্থদের) প্রতিনিধিত্ব করছি। তাঁদের ছাড়া আমরা এখানে উপস্থিত থাকতে পারতাম না, যেমনটা আমার কোচ স্কালোনি বলছিলেন। আমার জন্য পাগুলে একটা বছর ছিল।

আরও পড়ুন
আরও পড়ুন

অনেক লড়াইয়ের পর আমি আমার স্বপ্নপূরণ করতে পেরেছি। অনেক চাওয়ার পর অবশেষে সেটি ধরা দিয়েছে। এটা (বিশ্বকাপ জয়) আমার ক্যারিয়ারে ঘটা সুন্দর জিনিসগুলোর একটি। আমার মনে হয়, সব ফুটবলারই এটার স্বপ্ন দেখে এবং খুব কম মানুষই এটি অর্জন করতে পারে। আমি যথেষ্ট সৌভাগ্যবান যে সেটা করে দেখাতে পেরেছি। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, আমি পেরেছি।

ফিফা সভাপতি ইনফান্তিনোর হাত থেকে পুরস্কার নিচ্ছেন মেসি
ছবি: এএফপি

অবশেষে আমি আমার পরিবার এবং আর্জেন্টিনার জনগণকে ধন্যবাদ জানাতে চাই, যারা এ অর্জনকে আমাদের মতো করে উদ্‌যাপন করেছে। সেটা খুবই বিশেষ একটা মাস ছিল, যা কি না অনেক দিন পর্যন্ত আমাদের সবার স্মৃতিতে থেকে যাবে।

আরও পড়ুন
আরও পড়ুন

আর বেশি কিছু নয়, আমি আমার সন্তানদের চুমু পাঠাতে চাই। যারা এটা দেখছে। থিয়াগো, মাতেও এবং চিরো—আমি তোমাদের ভালোবাসি। এখন ঘুমুতে যাও। সবাইকে অনেক ধন্যবাদ।

আরও পড়ুন