বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে থাকছে ইতালিও

ইতালিয়ান রেফারি দানিয়েল অরসাতোছবি: টুইটার

কাতার বিশ্বকাপে ইতালি নেই। ইউরো চ্যাম্পিয়নরা ইউরোপের বাছাইপর্ব পার হতে পারেনি। তবে ইতালির ফুটবল দল না থাকলেও বিশ্বকাপ শুরুর ম্যাচেই ইতালির প্রতিনিধিত্ব থাকছে।

কাতার–ইকুয়েডর ম্যাচে প্রধান রেফারির দায়িত্ব পালন করবেন ইতালির দানিয়েল অরসাতো। আজ ফিফার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ইউরোপীয় ক্লাব ফুটবলের দর্শকদের অনেকে অরসাতোকে চিনে থাকতে পারেন। ২০২০ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি–বায়ার্ন মিউনিখ ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি।

তবে পিএসজি বা বায়ার্ন মিউনিখের তুলনায় ম্যানচেস্টার ইউনাইটেড দর্শকদের আরও বেশি মনে থাকার কথা।

আরও পড়ুন

২০১৮–১৯ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় পিএসজি–ইউনাইটেড প্রথম লেগে রেফারির দায়িত্ব পালন করেছিলেন। ওল্ড ট্রাফোর্ডের ম্যাচটিতে ম্যানচেস্টার ইউনাইটেডের ছয়জন ফুটবলারকে হলুদ কার্ড দেখান অরসাতো। পল পগবাকে দেখান লাল কার্ড।

এ ছাড়া পিএসজির চার ফুটবলারও দেখেন হলুদ কার্ড। এক ম্যাচে ১০ হলুদ কার্ড দেখিয়ে ব্যাপক আলোচনার জন্ম দেন ৪৬ বছর বয়সী এই রেফারি।
অবশ্য ভালোভাবে ম্যাচ পরিচালনার কৃতিত্বও আছে তাঁর। নিয়মিতই উয়েফার বিভিন্ন প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনার দায়িত্ব পান তিনি।

আরও পড়ুন

২০১৮ রাশিয়া বিশ্বকাপের ক্রোয়েশিয়া–ডেনমার্ক ম্যাচে ভিএআর রেফারি হিসেবেও কাজ করেছিলেন। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিকস (আইএফএফএইচএস) ২০২০ সালের সেরা রেফারির স্বীকৃতি দেয় তাঁকে।

আরও পড়ুন

কাতার বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে অরসাতোর সহকারী হিসেবে কাজ করবেন তাঁরই স্বদেশি সিরো কারবোন ও আলেসান্দ্রো জিয়ালাতিনি। ভিএআরের দায়িত্বে থাকবেন আরেক ইতালিয়ান মাসিমিলিয়ানো ইরাতি।

আল বায়াত স্টেডিয়ামের ম্যাচটিতে চতুর্থ রেফারির দায়িত্ব পালন করবেন রোমানিয়ার ইসভান কোভাস।