মোহামেডানকে হারিয়ে ফাইনালে মেরিনার্সের সামনে আবাহনী

মোহামেডানকে হারিয়ে ফাইনালে ওঠার উল্লাস আবাহনীরপ্রথম আলো

পারল না মোহামেডান। হেরে গেল আবাহনীর কাছেও। আর এই হারে ক্লাব কাপ হকির সেমিফাইনাল থেকে বিদায় নিল সাদা-কালোরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ মোহামেডানকে দ্বিতীয় সেমিফাইনালে ৩-২ গোলে হারিয়ে ফাইনাল উঠেছে আবাহনী। আজই প্রথম সেমিফাইনালে ঊষা ক্রীড়া চক্রকে ৮-৪ গোলে উড়িয়ে ফাইনালে উঠে আসে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন মেরিনার ইয়াংস।

২০২১ সালে ক্লাব কাপের সর্বশেষ ফাইনালে মুখোমুখি হয়েছিল মেরিনার্স-আবাহনী। সেই ফাইনালে আবাহনীকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় মেরিনার্স। দুই দলের এবারের শিরোপানির্ধারণী ম্যাচটি হবে ২ মার্চ।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে মোহামেডান ১-৫ গোলে উড়ে গিয়েছিল মেরিনার্সের কাছে। যদিও আজ আবাহনীর বিপক্ষে শুরুটা ভালোই করেছিল সাদা–কালোরা। শুরুতেই আমিরুল পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন মোহামেডানকে। পরপরই সেই গোল শোধ করে আবাহনী, সম্মিলিত আক্রমণ থেকে গোল করেন পুষ্কর খীসা মিমো।

আবাহনীর হয়ে দুটি গোল করেন রোমান সরকার
প্রথম আলো

প্রথম কোয়ার্টারে স্কোর থাকে ১-১। দ্বিতীয় কোয়ার্টারে গোল হয়নি। তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে দুই গোল করে আবাহনীকে ৩-১ গোলে এগিয়ে নেন রোমান সরকার।

আরও পড়ুন

মনে হচ্ছিল মোহামেডানের পক্ষে আর ফিরে আসা সম্ভব নয়। কিন্তু হকিতে শেষ পাঁচ মিনিটে ৫ গোল হতে পারে। এদিন ম্যাচ শেষ হওয়ার ৩ মিনিট আগে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করেন মোহামেডানের নিউজিল্যান্ডের ডিফেন্ডার চার্লস উদরিচ। স্কোর হয় ৩-২। বাকি সময়ে মোহামেডান আর তৃতীয় গোলটি আদায় করতে পারেনি।

আবাহনীর বিপক্ষে মোহামেডানের আনন্দের উপলক্ষ এসেছে দুইবার
প্রথম আলো

শুরু থেকে শান্তিপূর্ণভাবে চলতে থাকা ম্যাচ একেবারে শেষ দিকে দুই দলের হাতাহাতিতে রূপ নেয়। ম্যাচের শেষ বাঁশি বেজে ওঠার মুহূর্তে মোহামেডানের রাসেল মাহমুদ জিমি একটি ফাউলের রিভিউ চান। আবাহনীর এক খেলোয়াড় ইঙ্গিত করেন কিসের এই রিভিউ। এটা রিভিউ হয় না। জিমি ওই খেলোয়াড়কে গিয়ে ধাক্কা মারেন। তাতে দুই দলের খেলোয়াড় কর্মকর্তাদের মধ্যে লেগে যায় হাতাহাতি।

আরও পড়ুন

কিছুক্ষণ পর আবাহনী ফাইনালে ওঠার আনন্দ নিয়ে মাঠ ছেড়ে গেলেও মোহামেডানের খেলোয়াড়েরা ঠায় দাঁড়িয়ে ছিলেন মাঠে। মোহামেডান যে রিভিউর দাবি করেছিল, তা বড় পর্দায় ভিডিও দেখে নাকচ করে দেন আম্পায়ার। শেষ পর্যন্ত মোহামেডানকে হার মেনেই মাঠ ছাড়তে হয়েছে।

ম্যাচের শেষ দিকে হাতাহাতিতে জড়ান আবাহনী–মোহামেডানের খেলোয়াড়েরা
প্রথম আলো

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস থেকে তিন খেলোয়াড় এনেও এবারের ক্লাব কাপে নামের প্রতি সুবিচার করে খেলতে পারেনি মোহামেডান। এ নিয়ে তাদের আক্ষেপ থাকতে পারে, তবে মেরিনার্সের কাছে মোহামেডান যেভাবে ১-৫ গোলে উড়ে গিয়েছিল, সে তুলনায় আজ আবাহনীর বিপক্ষে ভালোই খেলেছে।