টুইটারে অপরিচিতদের টুইটও দেখা যাবে

অপরিচিতদের টুইটও দেখা যাবে টুইটারেরয়টার্স

টুইটারে সাধারণত অনুসরণ করা অ্যাকাউন্টগুলোর টুইট (টুইটারে দেওয়া বার্তা) দেখা যায়। এখন থেকে ব্যবহারকারী ব্যক্তিদের পছন্দ বুঝে অনুসরণ না করা অ্যাকাউন্টগুলোর টুইটও দেখাবে টুইটার। এ জন্য টুইট রিকমেন্ড সুবিধা চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।

আরও পড়ুন

প্রাথমিকভাবে আইওএস অপারেটিং সিস্টেমের জন্য এ সুবিধা চালু করা হয়েছে। নতুন এ সুবিধা ব্যবহারের জন্য টাইমলাইনের ওপরে থাকা ‘ফর ইউ’ বাটনে ক্লিক করতে হবে। অর্থাৎ বাটনটিতে ক্লিক করলেই ব্যবহারকারী ব্যক্তিদের পছন্দ বুঝে অপরিচিত ব্যক্তিদের টুইটগুলো আলাদা ফিডে দেখাবে টুইটার। অপরিচিত ব্যক্তিদের টুইট দেখতে না চাইলে ‘ফলোইং’ বাটনে ক্লিক করে পুনরায় আগের টাইমলাইনে ফিরে যাওয়া যাবে।

আরও পড়ুন

আগামী কয়েক দিনের মধ্যেই পর্যায়ক্রমে সব আইওএস ব্যবহারকারীর জন্য এ সুবিধা চালু করা হবে। টুইটারের তথ্যমতে, পছন্দের টুইটগুলো দ্রুত খুঁজে দিতেই এ উদ্যোগ। তবে কবে নাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা এ সুবিধা পাবেন, সে বিষয়ে কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন