হারলে তো এমনিতেই সবার মন খারাপ থাকে। তার ওপর সেই হার যদি হয় টেস্ট ক্রিকেটে এবং মাত্র দুই দিনে! এর মধ্যে যদি আবার কেউ সেই হার নিয়ে খোঁচা দেয় বা রসিকতা করে, তাহলে সেটা সহ্য করা কঠিন বৈকি।
২১ বছরে টেস্ট খেলার মৌলিক বিষয়গুলোই ঠিকঠাক প্রতিষ্ঠিত হতে পারেনি। তাহলে কীভাবে টেস্ট ক্রিকেটে ভালো করবে বাংলাদেশ? আর এসব দেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক ভালো জানেন বলেই নির্বিকারভাবে সংবাদ সম্মেলনে ...