সম্প্রচার শেষ ২৪ জুন ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধানে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

০১: ১২ , জুন ১৯

ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জড়াবে কি না, ‘শেষ মুহূর্তে’ সিদ্ধান্ত: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইরানে ইসরায়েলের চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জড়াবে কি না, সে সিদ্ধান্ত এখনো নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব।’

হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলেও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে।

ট্রাম্প জানিয়েছেন, তাঁর সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক ‘পদক্ষেপ’ তুলে ধরা হয়েছে। তবে, এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আমরা ট্রাম্পকে বলতে শুনেছি, তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। সেই সিদ্ধান্ত কী হবে বা কবে তা নেওয়া হবে, সে সম্পর্কে কিছুই অনুমান করা যাচ্ছে না।

আরও পড়ুন
০১: ৩৬ , জুন ১৯

ইসরায়েলের হামলায় ইরানে এ পর্যন্ত নিহত ৬৩৯, আহত ১৩২০: হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস

তেহরানে ইসরায়েলি হামলা চলার সময়কার ছবি
ছবি: এক্স থেকে

ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে এক হাজার ৩২০ জনের বেশি। ইসরায়েল ও ইরানের সংঘাত সপ্তম দিনের মতো চলছে। খবর আল জাজিরার

হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস আরও বলেছে, নিহতদের মধ্যে ২৬৩ জন বেসামরিক নাগরিক এবং ১৫৪ জন নিরাপত্তা বাহিনীর সদস্য। বাকিদের পরিচয় দেয়নি সংস্থাটি। ২০২২ সালে মাসা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে হতাহতের তথ্য জানিয়েছিল হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস।

সংস্থাটি বলেছে, হতাহতের তথ্য তারা ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনের সঙ্গে মিলিয়ে দেখেছে। ইরানে গড়ে তোলা নিজেদের নেটওয়ার্কের সহায়তায় তথ্য যাচাই করা হয়েছে।

ইরান এখনও পর্যন্ত ইসরায়েলের হামলা চলাকালে নিয়মিতভাবে হতাহতের তথ্য দেয়নি। ইরানের সর্বশেষ তথ্য অনুসারে, ইসরায়েলি হামলায় ২২৪ জন নিহত এবং ১ হাজার ২৭৭ জন আহত হয়েছে।

০২: ৩৮ , জুন ১৯

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ

ইসরায়েল ও ইরানের সংঘাতে জড়িত না হওয়ার দাবিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ
ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করছেন। তাঁদের দাবি, ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয়।

বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। বিক্ষোভকারীরা যুদ্ধে সরাসরি জড়িত না হতে ট্রাম্পের প্রতি আহ্বান জানান।

হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ
ছবি: রয়টার্স

এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী তিনটি রণতরী বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। বিক্ষোভকারীরা দাবি করেন, এই বহরগুলো যেন কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে। হামলা না চালায়।

আরও পড়ুন
০২: ৫৯ , জুন ১৯

পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্ক নেই—ইরানের এমন স্থানে হামলা বন্ধের আহ্বান মাখোঁর

প্যারিসে এক অনুষ্ঠানে এমানুয়েল মাখোঁ। ১৮ জুন ২০২৫
ছবি: এএফপি

ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত আলোচনার মাধ্যমে নিরসনের প্রস্তাব দিতে যাচ্ছে ফ্রান্স ও দেশটির ইউরোপীয় মিত্ররা। ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

ফ্রান্সের জাতীয় নিরাপত্তা পরিষদের এক বৈঠকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারোকে এ উদ্যোগের খসড়া তৈরির নির্দেশও দিয়েছেন মাখোঁ। খবরে বলা হয়েছে, ইউরোপীয় মিত্রদের সঙ্গে সমন্বয় করে একটি আলোচনাভিত্তিক সমাধান প্রস্তাব করা হবে, যাতে দ্বন্দ্বের অবসান ঘটানো সম্ভব হয়। তবে এ পরিকল্পনার বিস্তারিত জানানো হয়নি।

একই সঙ্গে মাখোঁ ইরানভিত্তিক এমন সব স্থাপনায় ইসরায়েলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন, পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে যেগুলোর কোনো সংশ্লিষ্টতা নেই।

এলিসি প্রাসাদ জানিয়েছে, ইরানের পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে সম্পর্কহীন লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা ক্রমশ বৃদ্ধি এবং ইরান ও ইসরায়েল—উভয় দেশেই বেসামরিক প্রাণহানি বাড়তে থাকায় ফরাসি প্রেসিডেন্ট উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁর মতে, এ সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করা প্রয়োজন, কারণ এগুলো গোটা অঞ্চলের নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি তৈরি করছে।

এমন পরিস্থিতিতে ইসরায়েল ও ইরান থেকে ফরাসি নাগরিকদের স্বেচ্ছায় দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন মাখোঁ। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

০২: ৫৯ , জুন ১৯

ইরানের দুটি গ্রামে হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ ইসরায়েলের

ইরানে ইসরায়েলি হামলার পর ধোঁয়ার কুণ্ডলী উড়ছে। তেহরান, ১৭ জুন
ছবি: এএফপি

ইরানের দুটি গ্রামে অবস্থিত ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালানোর আগেই বাসিন্দাদের সরে যেতে পরামর্শ দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। আজ বৃহস্পতিবার ভোরে আরবি ও ফারসি ভাষায় এক টেলিগ্রাম বার্তায় এই পরামর্শ দেওয়া হয়। খবর এএফপির।

জরুরি সতর্কবার্তায় বলা হয়, ইরানি শাসকগোষ্ঠীর সামরিক অবকাঠামো লক্ষ্য করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলা চালানোর আগেই ইরানের দুটি গ্রাম—আরাক ও খন্দাবের বাসিন্দা, শ্রমিকসহ সেখানে অবস্থানরত সবাই যেন অবিলম্বে সরে যান।

০৪: ০০ , জুন ১৯

ইরানের তেহরান ও কারাজে বিস্ফোরণের শব্দ

ইরানের মধ্যাঞ্চলীয় ইস্পাহান এলাকায় ভূমি থেকে আকাশে ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত ইসরায়েলের হার্মিস ড্রোন। গতকাল ইরানের সেনাবাহিনী এ ছবি প্রকাশ করেছে
ছবি: এএফপি

ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানে নতুন করে হামলার ঘোষণা দেওয়ার পর পর দেশটির রাজধানী তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিস্ফোরণের শব্দ শোনা গেছে তেহরানের পশ্চিমাঞ্চলে কারাজ শহরের পাশেও। লেবাননের সংবাদমাধ্যম আল মায়াদেনের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, কারাজ শহর এবং এর উপকণ্ঠে আকাশে ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি লক্ষ্যবস্তু ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, তেহরানসহ ইরানের বিভিন্ন এলাকায় নতুন করে অভিযান শুরুর কথা নিশ্চিত করেছে ইসরায়েলের বিমান বাহিনী। এক এক্স পোস্টে এ তথ্য নিশ্চিত করা হলেও লক্ষ্যবস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

‘ইরানে নাক গলিও না’–প্ল্যাকার্ড হাতে এবার বিক্ষোভ নিউইয়র্কে

ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে নিউইয়র্কেও। এর আগে হোয়াইট হাউসের সামনে যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে।

সামাজিক মাধ্যম এক্সে বিক্ষোভকারীরা তাঁদের বিক্ষোভের ভিডিও পোস্ট করছেন। এতে দেখা গেছে, শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করেছে। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। তাঁদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘ইরানে নাক গলিও না’, ‘গণহত্যায় অর্থায়ন বন্ধ কর।’

০৪: ৫৫ , জুন ১৯

ইসরায়েলের হার্মিস ড্রোনের ধ্বংসাবশেষের ফুটেজ প্রচার করল ইরানি টিভি 

ইরানের টেলিভিশনে ইসরায়েলের হার্মিস ৯০০ মডেলের ড্রোনের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করা হয়েছে। দাবি করা হয়েছে, ইস্পাহান শহরের পাশে এই হার্মিস ৯০০ ড্রোনটি ভূপাতিত করেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। খবর আল–জাজিরার।

এবারই প্রথম ধ্বংস হওয়া কোনো ইসরায়েলি ড্রোনের ভিডিও ফুটেজ প্রকাশ করল ইরান।

ইরান গতকাল বুধবার রাজধানী তেহরান ও ইস্পাহানসহ দেশটির বিভিন্ন স্থানে ১৪টি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল।

০৫: ২৬ , জুন ১৯

ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ, অংশ নেবে ইসরায়েল

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ
ফাইল ছবি: এএফপি

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত নিয়ে আগামীকাল শুক্রবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েল এই বৈঠকে অংশ নেবে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত ড্যানি ড্যানন।

ইরান, রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়ার অনুরোধে এ বৈঠক হবে। চলমান উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে ইসরায়েল অংশ নেবে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। খবর বিবিসির

০৬: ০০ , জুন ১৯

ইরানের আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলা চালাল ইসরায়েল

ইরানের আরক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লি। ২০০৬ সালে তোলা।
ছবি: রয়টার্স

ইরানের আরাক শহরে ভারী পানির (ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত থাকে) পারমাণবিক চুল্লিতে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে ইরানের ওই চুল্লির আশপাশের এলাকায় বসবাস করা মানুষদের অবিলম্বে অন্যত্র সরে যাওয়ার হুমকি দেওয়া হয়েছিল।

অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) খবর বলছে, ডিউটেরিয়াম অক্সাইড মিশ্রিত এই ভারী পানি পারমাণবিক চুল্লি শীতল করার কাজে ব্যবহার হয়। তবে উপজাত পণ্য হিসেবে ওই পানি থেকে প্লুটোনিয়াম পাওয়া যায়। এই উপাদান পারমাণবিক অস্ত্র তৈরিতে কাজে লাগে।

২০১৫ সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে সই হওয়া পারমাণবিক চুক্তিতে আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নকশা নতুন করে করার বিষয়ে রাজি হয়েছিল ইরান। এর মধ্য দিয়ে পারমাণবিক ইস্যুতে ক্রমবর্ধমান উদ্বেগ দূর করার চেষ্টা করা হয় বলেও এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ইরান বরাবরই জানিয়ে এসেছে, তাদের পারমাণবিক প্রকল্প বেসামরিক উদ্দেশ্যে এগিয়ে নেওয়া হচ্ছে। এমনকি আরাক পারমাণবিক স্থাপনায় ভারী পানির চুল্লির নতুন নকশা প্রণয়নে ইরানকে সহায়তা করছিল যুক্তরাজ্য সরকার। এপি জানিয়েছে, নতুন নকশায় প্লুটোনিয়াম উৎপাদন কমিয়ে আনাকে লক্ষ্য ঠিক করা হয়েছে।

২০১৫ সালে সই হওয়া পারমাণবিক চুক্তি বিষয়ে আলোচনার এক পর্যায়ে ইরান পশ্চিমা দেশগুলোর কাছে ভারী পানি বিক্রি করতেও রাজি হয়। এপি আরও জানিয়েছে, চুক্তির আওতায় ইরানের কাছে থেকে যুক্তরাষ্ট্র প্রায় ৩২ টন ভারী পানি কিনেছিল। এজন্য যুক্তরাষ্ট্রের গুণতে হয়েছিল ৮০ লাখ ডলারের বেশি। তথ্যসূত্র: আল–জাজিরা

এদিকে বিবিসি জানিয়েছে, আরাকে ভারী পানির পারমাণবিক চুল্লিতে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।

ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, এই চুল্লিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন প্লুটোনিয়াম উৎপাদনের নকশা রয়েছে। এসব প্লুটোনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরিতে উপাদান হিসেবে ব্যবহার করা হয়।

০৬: ৪৪ , জুন ১৯

ইসরায়েলে হাসপাতালে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ধসে পড়েছে ছাদ

ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের সরোকা হাসপাতালের ভবন। ১৯ জুন,
ছবি: এক্স থেকে

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তা বিবিসিকে জানান, হাসপাতালটি ছাড়াও আরও তিনটি বেসামরিক স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র।

ইসরায়েলের জরুরি পরিষেবা জানিয়েছে, তাঁদের সদস্যরা ঘটনাস্থলগুলোতে যাচ্ছেন।

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর সরোকা হাসপাতাল থেকে ধোঁয়া উড়তে দেখা যায় । ১৯ জুন
ছবি: রয়টার্স

বৃহস্পতিবার ইসরায়েলের দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এর ফলে ইসরায়েলের বেশির ভাগ অংশ সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। বিস্ফোরণের শব্দ শোনা গেছে জেরুজালেম ও তেল আবিবে।

এদিকে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল–জাজিরা জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে সরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ।

হাসপাতালটির মুখপাত্র স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, ক্ষেপণাস্ত্র হামলায় কয়েকজন আহত হয়েছেন। হাসপাতালটির ‘ব্যাপক ক্ষয়ক্ষতি’ হয়েছে। তাই স্থানীয়দের ওই হাসপাতালে চিকিৎসা নিতে যেতে মানা করে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করে হাসপাতালে হামলার এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত’ ও ‘অপরাধমূলক’ কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন ইসরায়েলের উপপররাষ্ট্রমন্ত্রী শ্যারেন হাসকেল।

প্রতিক্রিয়া জানাতে গিয়ে সামরিক বাহিনীর রেডিওকে ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী উরিয়েল বুসো বলেন, ‘এটা যুদ্ধাপরাধ।’ হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান সীমা অতিক্রম করেছে বলে মন্তব্য করেন তিনি।

০৭: ০০ , জুন ১৯

ছবিতে ইরানের হামলায় তেল আবিবের রামাত গান এলাকা 

বিবিসির খবর বলছে, সরোকা হাসপাতাল ছাড়াও ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় হামলা চালিয়েছে ইরান। হামলায় ক্ষতিগ্রস্ত তেল আবিবের রামাত গান এলাকার কয়েকটি ছবি প্রকাশ করেছে রয়টার্স।

১ / ৬
রামাত গানের একটি ভবনছবি: রয়টার্স
০৭: ৩৯ , জুন ১৯

নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের স্থাপনায় বিমান হামলা: ইসরায়েলি বাহিনী 

তেহরান থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এক বিবৃতিতে জানিয়েছে, গত রাতে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের একটি স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে। তাঁদের দাবি, ওই কেন্দ্রটি পারমাণবিক অস্ত্র তৈরির কাজে ব্যবহার করা হচ্ছে।

বিবৃতিতে আইডিএফ বলেছে, ‘সেখানে পারমাণবিক অস্ত্র তৈরির জন্য ব্যবহৃত উপাদান ও সরঞ্জাম রয়েছে। সেখানে এমন সব প্রকল্প বানানো হচ্ছে, যা পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে ত্বরান্বিত করতে সক্ষম।’

এবারই প্রথম নাতাঞ্জে হামলার খবর জানা গেল, তা নয়। এর আগে চলতি সপ্তাহের শুরুতে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ)–এর প্রধান বিবিসিকে জানান, গত শুক্রবার নাতাঞ্জে একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। হামলায় নাতাঞ্জে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের সেন্ট্রিফিউজগুলো ‘পুরোপুরি ধ্বংস না হলেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত’ হওয়ার আশঙ্কা রয়েছে।

নিজেদের পারমাণবিক কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেই বিষয়ে গত রোববার ইরানের পক্ষ থেকে আগের অবস্থান পুর্ণব্যক্ত করা হয়েছে। ৩৫ সদস্যের আইএইএর পর্ষদকে ইসরায়েলি হামলার জোরালো প্রতিবাদ জানাতে আহ্বান জানিয়েছে তেহরান।

ইরানের রাজধানী তেহরান থেকে প্রায় ২৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাতাঞ্জ ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এটি গভীরভাবে সুরক্ষিত (বাংকারযুক্ত) একটি স্থাপনা। কেন্দ্রটির অস্তিত্ব প্রথম সামনে আসে ২০০২ সালে। এই স্থাপনার দুটি সমৃদ্ধকরণ কেন্দ্রে প্রায় ৭০টি সেন্ট্রিফিউজের সারি আছে। ২০২১ সালের এপ্রিলে নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় একদফা হামলা হয়েছিল। খবর বিবিসি ও এএফপির।

আরও পড়ুন
০৭: ৫২ , জুন ১৯

সরোকা হাসপাতাল নয়, ইসরায়েলের সেনা ও গোয়েন্দা স্থাপনা ছিল হামলার লক্ষ্য : আইআরএনএ

আইআরএনএ ইংলিশ–এর লোগো
ছবি: আইআরএনএ–এর ফেসবুক পেজ থেকে

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, আজ বৃহস্পতিবার সকালে ইসরায়েলে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রের ‘মূল লক্ষ্য’ ছিল দেশটির সেনাবাহিনী ও গোয়েন্দা দপ্তরের একটি প্রধান কেন্দ্র।

আইআরএনএ আরও বলেছে, এই ঘাঁটি বিরসভা শহরের সোরোকা হাসপাতালের কাছে অবস্থিত। তাদের দাবি, ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ধাক্কায় সোরোকা হাসপাতালে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

সামাজিকমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘এ ক্ষেপণাস্ত্র হামলার প্রধান লক্ষ্য ছিল, ইসরায়েলি সেনাবাহিনীর কমান্ড ও গোয়েন্দা সদর দপ্তর (আইডিএফ সি৪আই) এবং গাভ-ইয়াম প্রযুক্তি পার্কে অবস্থিত সামরিক গোয়েন্দা ঘাঁটি।’

বিবৃতিতে বলা হয়, ‘সামরিক অবকাঠামো ছিল এ হামলার অত্যন্ত নির্ভুল ও সরাসরি লক্ষ্যবস্তু।’ খবর আল জাজিরার।

০৮: ১৬ , জুন ১৯

নেতানিয়াহু ট্রাম্পের ‘নিরাপত্তাহীনতার অনুভূতি’ নিয়ে খেলছেন: সাবেক উপদেষ্টা

হোয়াইট হাউসের সাবেক যোগাযোগ পরিচালক অ্যান্থনি স্কারামুচি
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ইরানে হামলার সিদ্ধান্ত নেবে কি না, তা নিয়ে আলোচনা চলছে সারা বিশ্বে। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালকের দায়িত্বে থাকা অ্যান্থনি স্কারামুচ্চি বলেছেন ট্রাম্প কীভাবে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেন।

স্কারামুচ্চি বিবিসি নিউজনাইট-কে বলেন, ‘যুক্তি খাঁটিয়ে কিংবা নৈতিকতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার বালাই নেই... কৌশলগত চিন্তাভাবনা ছাড়া বলতে গেলে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়’।

স্কারামুচ্চি আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের নিরাপত্তাহীনতার অনুভূতি নিয়ে খেলছেন। ইরান ও ইসরায়েলের মধ্যেকার সংঘাতে জড়িত হওয়ার বিষয়ে তিনি ট্রাম্পের নিরাপত্তাহীনতার মনোভাবকে কাজে লাগাবেন।

ইরানে শাসনব্যবস্থা পরিবর্তনে সম্ভাব্য মার্কিন সম্পৃক্ততা নিয়ে স্কারামুচ্চি বলেন, ‘গত দুই দশকে আমরা কিছুই শিখিনি… যুক্তরাষ্ট্রেরই শাসন পরিবর্তনের জন্য চাপ দেওয়া উচিত কি না সে বিষয়ে আমি পরিষ্কার নই।’

আরও পড়ুন
০৯: ২১ , জুন ১৯

তেল আবিবে লিথুয়ানিয়ার দূতাবাসের ২০০ মিটারের মধ্যে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত ভবনের সামনে জড়ো হয়েছেন উদ্ধারকর্মীরা। ১৯ জুন, ইসরায়েলের তেল আবিবের রামাত গান এলাকায়
ছবি: রয়টার্স

ইসরায়েলের তেল আবিবের রামাত গান এলাকায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তাদের দূতাবাস ক্ষতিগ্রস্ত হয়নি।

লিথুয়ানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘আমাদের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন যে, দূতাবাসে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে সেখানে যেসব ভবনে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে, তা দূতাবাস থেকে মাত্র ২০০ মিটার দূরে।’

স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের তথ্য, রামাত গান এলাকায় আজকের ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ জন ‘সামান্য আহত’ হয়েছেন। খবর আল জাজিরার।

আরও পড়ুন
০৯: ৪৭ , জুন ১৯

তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে হবে: হুঁশিয়ারি নেতানিয়াহুর 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরানকে চড়া মূল্য দিতে হবে।

আজ বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এরপর ইরানকে এই হুঁশিয়ারি দেন নেতানিয়াহু।

এক্স পোস্টে ইসরায়েলি প্রধানমন্ত্রী লিখেন, ‘আজ সকালে, ইরানের সন্ত্রাসী স্বৈরশাসকেরা বিরসেভা শহরের সরোকা হাসপাতালে ও দেশের মধ্যাঞ্চলে বেসামরিক নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র ছুড়েছে।’ তিনি আরও লেখেন, ‘আমরা তেহরানের শাসকদের চড়া মূল্য দিতে বাধ্য করব’।

আরও পড়ুন
০৯: ৫৮ , জুন ১৯

ইরানের হামলায় ইসরায়েলে আহত ১৩৭: আল জাজিরা 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ধার তৎপরতায় ব্যস্ত চিকিৎসাকর্মীরা। ১৯ জুন, ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেভা শহরের সরোকা হাসপাতালে
ছবি: রয়টার্স

ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যমের বরাতে আল জাজিরার খবর বলছে, ইরান যেসব জায়গায় হামলা চালিয়েছে সেখান থেকে ১৩৭ জনকে চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

এদিকে বিবিসির খবর বলছে, ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মেগান ডেভিড অ্যাডম বলেছে, ইরানের হামলায় আজ বৃহস্পতিবার ইসরায়েলে ৮৯ জন আহত হয়েছেন। তেল আবিব ও ইসরায়েলের দক্ষিণাঞ্চলে হামলায় তাঁরা আহত হন।

১০: ৩৮ , জুন ১৯

এই কঠিন সময় পার হতে পারব: ইরানের প্রেসিডেন্ট 

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ছবি: রয়টার্স

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরকার ও প্রশাসনের সব বিভাগকে ইরানের জনগণের পাশে থাকতে বলেছেন। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই আহ্বান জানান।

ওই পোস্টে মাসুদ পেজেশকিয়ান লেখেন, ‘সব মন্ত্রণালয় ও সরকারি সংস্থাকে দেশের সেবা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের ধৈর্যের সঙ্গে জনগণকে সেবা দিয়ে যেতে হবে।’

পেজেশকিয়ান আরও লেখেন, ‘একে অন্যের প্রতি সহানুভূতি ও ঐক্যের মাধ্যমে আমরা এই কঠিন সময় পার হতে পারব।’ খবর বিবিসির।

১১: ৪৮ , জুন ১৯
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ
ফাইল ছবি: এএফপি

ইরানের সর্বোচ্চ নেতাকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’: ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির সোরোকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ার পর তিনি এই হুমকি দিলেন।

এএফপির খবরে জানা যায়, তেল আবিবের কাছে হোলন শহরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী এই হুমকি দেন। তিনি বলেন, ‘খামেনি প্রকাশ্যে ঘোষণা দেন, তিনি ইসরায়েলকে ধ্বংস করতে চান। হাসপাতালের ওপর হামলার নির্দেশও তিনিই ব্যক্তিগতভাবে দিয়েছেন।”

কাৎজ আরও বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তাঁর (খামেনি) লক্ষ্য... এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না।’

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সকালে ক্ষেপণাস্ত্র হামলার মূল লক্ষ্য ছিল সোরোকা হাসপাতালের পাশের একটি সামরিক স্থাপনা, হাসপাতাল নয়।

১২: ১৭ , জুন ১৯
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ফাইল ছবি: রয়টার্স

জনগণকে দৃঢ় থাকার আহ্বান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির

ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

বিবিসির খবরে বলা হয়, এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান খামেনি। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’

১৩: ০২ , জুন ১৯
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (বাঁয়ে) ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিং
ফাইল ছবি: রয়টার্স

ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট চিনপিংয়ের ফোনালাপ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। চলমান ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে কথা হয়েছে এই দুই বিশ্বনেতার মধ্যে।

সিএনএনের খবরে বলা হয়, চীনের প্রেসিডেন্ট এই সংঘাত নিরসনে ‘বড় শক্তিগুলোর’ প্রতি উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। যা ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হস্তক্ষেপ বিবেচনায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি পরোক্ষ বার্তা বলে ধারণা করা হচ্ছে।

ফোনালাপে ইসরায়েলের ইরানবিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন দুই বিশ্ব নেতা। চলমান সংঘাতে পুতিন আবারও মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানানো হয়, যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করেই শি চিনপিং বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়—বিশেষ করে যেসব বড় শক্তির সংঘাতরত পক্ষগুলোর ওপর বিশেষ প্রভাব আছে—তাদের উচিত পরিস্থিতি ঠান্ডা করার উদ্যোগ নেওয়া, উল্টোটা নয়।’

চীনের প্রেসিডেন্ট চিনপিং তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতির জন্য ইরান ও ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। চলমান উত্তেজনা কমানোর জন্য বিশেষভাবে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

ফোনালাপে পুতিনকে চিনপিং বলেন, ‘সংঘাতে জড়িত পক্ষগুলো—বিশেষ করে ইসরায়েল—যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতিতে যাক; যাতে পরিস্থিতি আরও না বেড়ে যায় এবং যুদ্ধ অন্য কোথাও ছড়িয়ে পড়া ঠেকানো যায়।’

রাশিয়ার বক্তব্য

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও চিনপিং একমত যে এই সংঘাতের বা ইরানের পারমাণবিক কর্মসূচির কোনো সামরিক সমাধান নেই; এগুলোর সমাধান কেবল রাজনৈতিক ও কূটনৈতিক উপায়েই সম্ভব।

ক্রেমলিন উপদেষ্টা ইউরি উশাকভ বলেন,‘(পুতিন) যদি প্রয়োজন হয়, রাশিয়ার পক্ষ থেকে মধ্যস্থতার যেকোনো সম্ভাব্য উদ্যোগ নেওয়ার প্রস্তুতির কথা নিশ্চিত করেছেন। চীনের নেতা এমন মধ্যস্থতাকে সমর্থন জানিয়েছেন, কারণ এটি বর্তমান অত্যন্ত উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রশমনে সহায়ক হতে পারে।’

দুই দেশ একমত হয়েছে যে, আগামী দিনগুলোতে তাদের কূটনৈতিক ও নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় থাকবে।

১৩: ১৭ , জুন ১৯
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

নেতানিয়াহু আজ রাতেই নিরাপত্তা বৈঠকে বসছেন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ বৃহস্পতিবার রাতে নিরাপত্তা বৈঠক ডেকেছেন। ইসরায়েলের স্থানীয় সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ স্থানীয় সময় রাত ১০টায় সীমিত পরিসরের নিরাপত্তা বৈঠক ডাকছেন।

নেতানিয়াহু এমন সময় এই বৈঠকে বসার সিদ্ধান্ত নিলেন, যখন ইরান একদিনেই ইসরায়েলের একাধিক স্থানে হামলা চালিয়েছে এবং এসব হামলায় শতাধিক বেশি মানুষ আহত হয়েছেন। হামলা হয়েছে ইসরায়েলের হাসপাতালেও। তবে ইরান বলেছে, ওই হাসপাতাল নয়, তার হামলার লক্ষ্য ছিল হাসপাতালের পাশের সামরিক স্থাপনা।

১৩: ৫২ , জুন ১৯
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সাহায্য চাওয়া ইসরায়েলের দুর্বলতার লক্ষণ: আয়াতুল্লাহ আলি খামেনি

যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলর দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি এক এক্স (সাবেক টুইটার) বার্তায় এ মন্তব্য করেন বলে জানিয়েছে আল–জাজিরা।

খামেনি বলেছেন, এটা সত্য যে জায়নিস্ট শাসনের মার্কিন বন্ধুদের এখন হস্তক্ষেপ করতে হচ্ছে। এ ধরনের কথা (সাহায্য চাওয়া) বলতে হচ্ছে—যা প্রমাণ করে, ওই (ইসরায়েল) শাসনব্যবস্থা কতটা দুর্বল ও অক্ষম।

খামেনি আরও বলেন, ‘আমি আমাদের প্রিয় জাতিকে বলতে চাই, ‘শত্রু যদি বুঝতে পারে আপনি তাদের ভয় পাচ্ছেন, তাহলে তারা আপনাকে ছাড়বে না।’ তিনি আরও বলেন, ‘আপনারা এখন পর্যন্ত যেভাবে আচরণ করেছেন, তা অব্যাহত রাখুন; সেই আচরণই আরও দৃঢ়তার সঙ্গে চালিয়ে যান।’

এর আগে খামেনিকে হত্যার হুমকি দিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেন, খামেনিকে ‘আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না’। তিনি আরও বলেন, ‘ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করা তাঁর (খামেনি) লক্ষ্য... এমন একজন মানুষকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না।’

১৪: ০৫ , জুন ১৯

ইসরায়েল লক্ষ্য করে আবার ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান

ইসরায়েল লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলি সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইরান থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেটা শনাক্ত করা হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এসব হামলা প্রতিহত করতে কাজ করছে।

একইসঙ্গে ইসরায়েলি বাহিনী জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলেছে।

১৪: ৪১ , জুন ১৯
ইসরায়েলের সরোকা মেডিকেল সেন্টারে আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইরান বলেছে, তার লক্ষ্য ছিল পাশের সামরিক স্থাপনা। ইসরায়েল, ১৯ জুন ২০২৫
ছবি: রয়টার্স

গত রাতে ইরানের হামলায় আহত ২৭১ জন হাসপাতালে: ইসরায়েল

ইরানের গত রাতের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত কমপক্ষে ২৭১ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ কথা জানিয়েছে। গতকাল রাতভর ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া ১৬ জনের মাঝারি ধরনের জখম হয়েছে আর ২৪ জনকে ভর্তি করা হয়েছে মানসিক চাপে ভোগার কারণে। বাকি ব্যক্তিরা হালকা আঘাত পেয়েছে। কারও কারও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।

ইসরায়েলের সরোকা হাসপাতালে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর সেখানে ৭১ জন সামান্য আহত হয়েছেন, বলে জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। ইরান দাবি করেছে, তারা ওই হাসপাতালের কাছে থাকা একটি ইসরায়েলি গোয়েন্দা ও কমান্ড সেন্টারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হাসপাতাল তাদের লক্ষ্য ছিল না।

ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানায়, ইরানে ইসরায়েলের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ২ হাজার ৩০০-এর বেশি মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে বেশির ভাগই ইতিমধ্যে ছাড়া পেয়েছেন।

১৫: ০৬ , জুন ১৯
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

রহস্যজনক বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক রহস্যজনক বার্তা দিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনের বিষয়ে তিনি বলেছেন, পত্রিকাটি তাঁর ভাবনা সম্পর্কে কিছুই জানে না।

আল–জাজিরার খবরে বলা হয়, ওয়াল স্ট্রিট জার্নালের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ট্রাম্প নাকি ইরানে হামলার পরিকল্পনায় ব্যক্তিগতভাবে সম্মতি দিয়েছেন, তবে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত রেখেছেন—আশায় ছিলেন, ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসবে।

ট্রাম্প তাঁর নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে-এ লিখেছেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল ইরান বিষয়ে আমার চিন্তাভাবনা সম্পর্কে কিছুই জানে না!’

গতকাল পর্যন্ত ট্রাম্প জানান, ট্রাম্প এখনো ইরানে হামলার বিষয়ে সিদ্ধান্ত নেননি। তিনি সাংবাদিকদের বলেছিলেন, ‘দেখা যাক কী হয়। সবাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।’

১৫: ৫৮ , জুন ১৯
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ইসরায়েলের সরোকা হেলথ সেন্টার। ইসরায়েল, ১৯ জুন ২০২৫
ছবি: রয়টার্স

ক্ষেপণাস্ত্র ও শতাধিক ধরনের ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চলছে: ইরান

ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ওই হামলার কথা জানিয়েছে।

আইআরজিসি বলছে, ইসরায়েলের হাইফা ও তেল আবিব শহরে হামলা শুরু হয়েছে। সামরিক লক্ষ্যবস্তু এবং সামরিক শিল্প-সম্পর্কিত কেন্দ্রগুলোর বিরুদ্ধে নতুন একটি সমন্বিত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।

আইআরজিসি আরও জানিয়েছে, ড্রোন অভিযান চলমান রয়েছে, যেখানে ১০০টিরও বেশি ধরনের যুদ্ধ ও আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিরুদ্ধে হামলায় ব্যবহার করা হচ্ছে।

বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক ও সামরিক শিল্পক্ষেত্রের লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে।

১৬: ৩৬ , জুন ১৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ফাইল ছবি : এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংযত হওয়ার আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, এই সংঘাতে ‘উত্তেজনা বৃদ্ধির একটি সত্যিকারের ঝুঁকি’ রয়েছে। তাই তিনি সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে অনুরোধ করেছেন।

বিবিসির খবরে বলা হয়, স্টারমার উল্লেখ করেছেন, এর আগে ‘যুক্তরাষ্ট্রের সাথে কয়েক দফা আলোচনা’ হয়েছে (ইরানের) এবং ‘আমার কাছে মনে হয়, এটিই এই সমস্যা সমাধানের পথ।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই মন্তব্য এমন এক সময়ে এল, যখন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ওয়াশিংটনে উত্তেজনা কমানোর জন্য যুক্তরাজ্যের মতামত তুলে ধরতে যাচ্ছেন। সেখানে তিনি ট্রাম্পের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ করবেন।

ল্যামি এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও আজ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

১৭: ৪০ , জুন ১৯
ইরানে গত বৃহস্পতিবার থেকে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
ফাইল ছবি: এএফপি

তেহরানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

তেহরানে থাকা নিজেদের সংবাদকর্মীদের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়েছে, তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। সেখানে টানা বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

১৭: ৫৭ , জুন ১৯
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: এএফপি

ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন ‘আমাদের আনুষ্ঠানিক লক্ষ্য নয়’, বললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তন বা সেই শাসনের পতন মূলত ইরানি জনগণের বিষয়। এর কোনো বিকল্প নেই।

সংবাদমাধ্যম কান-কে দেওয়া সাক্ষাৎকারের নেতানিয়াহু বলেন, ইরানের ওপর ইসরায়েলের হামলার ফলে শাসন পরিবর্তন ‘ঘটতে পারে’, তবে এটি ‘আমাদের ঘোষিত বা আনুষ্ঠানিক কোনো লক্ষ্য নয়’।

এর আগে নেতানিয়াহু বেশ কয়েকবার জোর দিয়ে ইরানের শাসকগোষ্ঠীর পরিবর্তনের কথা বলেছিলেন।

১৮: ০২ , জুন ১৯
কানাডায় জি–৭ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনীতির জন্য দুই সপ্তাহ সময় দেবেন ট্রাম্প: হোয়াইট হাউস

হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সিএনএনের খবরে বলা হয়, বৃহস্পতিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন ল্যাভিট এ বিষয়ে ব্রিফিং করেন।

হোয়াইট হাউসে অনুষ্ঠিত ওই ব্রিফিংয়ে প্রেস সচিব বলেন, ইরান–ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র ‘সরাসরি যুক্ত’ হবে কিনা তা নিয়ে ‘নানা জল্পনা–কল্পনা’ চলছে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘নিকট ভবিষ্যতে ইরানের সঙ্গে আলোচনা হওয়ার যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। আলোচনা না-ও হতে পারে। এর ওপর ভিত্তি করে (সংঘাতে) যাব কি যাব না, সে বিষয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেব।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেন, ইরানের সঙ্গে যেকোনো চুক্তির ক্ষেত্রে ‘ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি’ অন্তর্ভুক্ত থাকতে হবে। তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না।

২১: ১৭ , জুন ১৯

তেল আবিবে নরওয়ের রাষ্ট্রদূতের আবাসস্থলে বিস্ফোরণ

ইসরায়েলের তেল আবিব শহরে বৃহস্পতিবার সন্ধ্যায় নরওয়ের রাষ্ট্রদূতের আবাসস্থলে একটি বিস্ফোরণ ঘটেছে। নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।

নরওয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় এক ইমেইল বিবৃতিতে জানায়, ‘আমরা আজ রাতেই দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছি। এ ঘটনায় দূতাবাসের কোনো কর্মী আহত হননি।’

এক্স-এ দেওয়া এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদন সার বলেন, তিনি কিছুক্ষণ আগে নরওয়ের রাষ্ট্রদূত পার এগিল সেলভাগের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ‘সেলভাগের বাসভবনের আঙিনায় একটি গ্রেনেড ছোড়া হয়েছে। এটি একটি গুরুতর অপরাধ।’

নরওয়ের পত্রিকা ভিজি জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে তেল আবিবে অবস্থিত নরওয়ের দূতাবাস সোমবার বন্ধ রাখা হয়েছিল।

খবর আল–জাজিরা ও রয়টার্সের।

২১: ৫৮ , জুন ১৯

ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে: খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করা হয়েছে, যার শুরুতেই দেখানো হয়েছে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতার দৃশ্য। এরপর দেখানো হয়েছে ইসরায়েলের ওপর ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর মানুষের উল্লাস এবং সেসব ক্ষেপণাস্ত্রের ফলে ইসরায়েলে সৃষ্ট ধ্বংসের চিত্র।

ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে: ক্ষেপণাস্ত্রগুলো বিশ্বের সম্মানিতদের আনন্দিত করেছে। আল-জাজিরা।

২২: ৩১ , জুন ১৯

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলের একটি গ্রামকে খালি করার হুমকি

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশে গিলানের একটি গ্রামের বাসিন্দাদের হুমকি দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা সেখানকার কোলেশ তালেশান গ্রামের শিল্প এলাকার বাসিন্দাদের দ্রুত অন্যত্র চলে যেতে বলেছে। সেখানে হামলার পরিকল্পনা রয়েছে বলেন জানান, ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদরি।

আদরি বলেন, তাঁরা ইরানে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েক দিনে ইসরায়েলি বিমান হামলায় ইরানের বিভিন্ন স্থানে শত শত বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

২৩: ১৬ , জুন ১৯

উত্তেজনা হ্রাসের আহ্বান ব্রিটিশ প্রধানমন্ত্রী ও বাহরাইনের যুবরাজের

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লন্ডনে বাহরাইনের যুবরাজ সালমান বিন হামাদ আল খলিফার সঙ্গে বৈঠক করেছেন। এতে তাঁরা মধ্যপ্রাচ্যে চলমান সংকট প্রশমনের ওপর গুরুত্বারোপ করেছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের একজন মুখপাত্র বলেন, স্টারমার ও সালমান আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে টেকসই ও ঘনিষ্ঠ সম্পর্কের প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন। তাঁরা উভয়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের আহ্বান জানিয়েছেন।

২৩: ৪০ , জুন ১৯

অস্থায়ী আশ্রয়ে ইসরায়েলি বেদুইনেরা (ছবি)

১ / ৩
ইরানের চলমান ক্ষেপণাস্ত্র হামলার ক্ষতি থেকে বাঁচতে অস্থায়ী আশ্রয় গড়ছেন ইসরায়েলের বেদুইনেরা। ছবিতে সেখানকার দক্ষিণ নেগেভ অঞ্চলে কার্গো ট্রেলারের কাঠামো মাটিতে পুঁতে তৈরি একটি অস্থায়ী সুড়ঙ্গে একদল বেদুইন শিশু।রয়টার্স
২৩: ৫৩ , জুন ১৯

তেহরানে দূতাবাস বন্ধ করল অস্ট্রেলিয়া

নিরাপত্তা পরিস্থিতির অবনতি ঘটায় তেহরানে দূতাবাসের কার্যক্রম স্থগিত করেছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ইরানে নিযুক্ত অস্ট্রেলীয় সব কর্মকর্তাকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ইরানে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত আঞ্চলিক পর্যায়ে অবস্থান করবেন। যাতে নাগরিকদের সংকট মোকাবিলায় সরকারের সহায়তা অব্যাহত রাখা যায়।

বিবৃতিতে ওয়ং বলেন, ‘ইরানে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের সহায়তার জন্য আমাদের পরিকল্পনা চলমান। (তাঁদের সরিয়ে নিতে) আমরা অংশীদার দেশগুলোর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রক্ষা করছি।’

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও বাণিজ্য দপ্তর জানিয়েছে, তারা আজারবাইজানে, বিশেষ করে ইরান সীমান্ত এলাকায় কনসুলার কর্মী পাঠাবে। যাতে অস্ট্রেলীয় নাগরিকেরা ইরান ত্যাগ করতে সহযোগিতা পান।

০০: ০৭ , জুন ২০

যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করলেও জানি কী করতে হবে: ইসরায়েলি প্রেসিডেন্ট

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ
ছবি: রয়টার্স

ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ বলেছেন, ইরানের সঙ্গে চলমান সংকট মোকাবেলায় কূটনৈতিক পথ সবসময়ই সমাধানের অংশ হতে পারে।

যদি যুক্তরাষ্ট্র এ যুদ্ধে না জড়ায়, তাহলে কী হবে?—পলিটিকোর এমন প্রশ্নের জবাবে হারজগ বলেন, ‘আমরা জানি কী করতে হবে। আমরা আগেও দেখিয়েছি যে, আমরা জানি কীভাবে পদক্ষেপ নিতে হয়।’

০১: ০৬ , জুন ২০

মৃত সাগরে আরও দুটি ড্রোন প্রতিহত ইসরায়েলের

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া আরও দুটি ড্রোন তারা মৃত সাগর অঞ্চলে প্রতিহত করেছে।

এর কিছুক্ষণ আগে, একই এলাকায় আরও একটি ড্রোন প্রতিহতের খবর পাওয়া গিয়েছিল। খবর আল–জাজিরার।

০১: ২৪ , জুন ২০

কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে আগামী দুই সপ্তাহে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি
ছবি: রয়টার্স

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, ইরান–ইসরায়েলের সংঘাত নিয়ে আগামী দুই সপ্তাহে কূটনৈতিক সমাধানের সমাধানের সুযোগ রয়েছে।

আজ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে আলোচনার জন্য জেনেভা যাচ্ছেন ল্যামি। এর আগে তিনি ইসরায়েল–ইরান পরিস্থিতি নিয়ে বিবৃতি দেন।

বিবৃতিতে ল্যামি বলেন, ‘আমরা চাই না ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করুক। … আগামী দুই সপ্তাহের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ তৈরি হয়েছে।’ তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের ভয়াবহতা শেষ হওয়ার সময় এখনই। এই আঞ্চলিক সংঘাত থামাতে হবে। এটি কারও উপকারে আসবে না।’

এর আগে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ইরান–ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ল্যামি।

ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে হামলা শুরুর বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি তিনি। গতকাল রাতে হোয়াইট হাউস জানিয়েছে, ইরানের বিষয়ে দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট।

০২: ৫৬ , জুন ২০

‘ট্রাম্প এক কথা বলেন, আরেকটা করেন’, বললেন ইরানি বংশোদ্ভূত  মার্কিন বিশ্লেষক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান বদলে যাওয়ায় অনেক বিশ্লেষক মনে করছেন, এ ইস্যুতে তাঁর কোনো সুস্পষ্ট কৌশল বা লক্ষ্য নেই। খবর আল জাজিরার

বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিতে চাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর প্রভাবেই এখন এ পথে যেতে বাধ্য হচ্ছেন ট্রাম্প।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানি বংশোদ্ভূত মার্কিন বিশ্লেষক নেগার মরতাজাভি বলেন, ‘নেতানিয়াহু ট্রাম্পকে কৌশলে পেছনে ফেলে দিচ্ছেন।’

মরতাজাভি আরও বলেন, ‘আমি নিশ্চিত নই, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানেন কি না, তিনি আসলে কী চান। নির্বাচনী প্রচারে তিনি নিজেকে ‘‘শান্তির প্রেসিডেন্ট’’ হিসেবে উপস্থাপন করেছিলেন…বলেছিলেন, যুদ্ধাবস্থার ইতি টানবেন। কিন্তু এখনো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামেনি, গাজায় সংঘাত আরও বেড়েছে, আর তাঁর চোখের সামনেই মধ্যপ্রাচ্যে তৃতীয় বড় যুদ্ধ শুরু হয়ে গেছে; যেটি দৃশ্যত শাসনব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যেই হচ্ছে।’

ট্রাম্পকে নিয়ে এই বিশ্লেষকের সোজাসাপ্টা মন্তব্য, ‘তিনি এক কথা বলেন, আর আরেকটা করেন।’

আল জাজিরাকে দেওয়া বিশ্লেষকদের সাক্ষাৎকার ধরে বিশেষ প্রতিবেদন পড়তে ক্লিক করুন ‘বলে এক, করে আরেক’: ইরান ইস্যুতে ট্রাম্প শেষমেশ কী করবেন’

০৩: ২২ , জুন ২০

জেনেভা বৈঠকে কারা থাকতে পারেন, কী হতে পারে 

ইসরায়েলের হামলার পর ইরানের কেরমানশাহ থেকে ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। ইসরায়েল ও ইরানের সংঘাত নিয়ে আজ হবে জেনেভা বৈঠক
ছবি: রয়টার্স

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন। সূত্র জানায়, আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী। এরপর তাঁরা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। খবর রয়টার্সের।

জার্মানির একটি সূত্র জানায়, এ বৈঠক যুক্তরাষ্ট্রের সমন্বয়ে অনুষ্ঠিত হচ্ছে। এর লক্ষ্য হলো ইরানকে বোঝানো, তাদের পারমাণবিক কর্মসূচি যেন শুধুই বেসামরিক কাজে ব্যবহৃত হয়—এ নিশ্চয়তা দেওয়া জরুরি। বৈঠকের পর বিশেষজ্ঞ পর্যায়ে আরও বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হবে বলেও সূত্রটি জানায়।

জেনেভা বৈঠকে কারা অংশ নিতে যাচ্ছেন তার একটি তালিকা দিয়েছে আল জাজিরা। একনজরে দেখে নেওয়া যাক তালিকাটি–

  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি

  • ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি

  • ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বাহো 

  • জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুল

  • ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কায়া কালাস

ইসরায়েলের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে এমন আশঙ্কা রয়েছে। যদিও এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প দুই সপ্তাহ সময় চেয়েছেন। এই পরিস্থিতিতে জেনেভা বৈঠকে ইউরোপীয় নেতারা ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা নিরসনের আহ্বান জানাবেন।

২০১৫ সালে ইরান পরমাণু চুক্তিতে স্বাক্ষরদাতা দেশ হলো ফ্রান্স, জার্মানি, ব্রিটেন ও ইইউ। ওই চুক্তির আওতায় তেহরান পারমাণবিক কর্মসূচি সীমিত করলে তাদের ওপর থেকে বৈশ্বিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

২০১৮ সালে প্রেসিডেন্ট হিসেবে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে এই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন।

০৩: ২৬ , জুন ২০

ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে নরক নেমে আসবে: ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে
ছবি: ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে। বিবিসিকে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে।

সাঈদ খতিবজাদে বলেন, ‘এটা আমেরিকার যুদ্ধ নয়।’

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান, তাহলে তিনি ইতিহাসে চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন, যিনি এমন এক যুদ্ধে পা রেখেছিলেন, যা তাঁর যুদ্ধ নয়।

যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এই সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে। এ প্রসঙ্গে তিনি বলেন, এতে আগ্রাসন চলতে থাকবে। নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে। বিবিসিকে দেওয়া ইরানের উপপররাষ্ট্রমন্ত্রীর পুরো সাক্ষাৎকারটি পড়তে ক্লিক করুন

০৫: ০৬ , জুন ২০

ইসরায়েলের বিরসেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, রেলস্টেশন বন্ধ 

ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই হামলার কারণে ইসরায়েলের উত্তরাঞ্চলে রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েলের রেলওয়ে কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন । এই স্টেশনটি তেল আবিব থেকে বিরসেবা–ডাইমোনা অঞ্চলে আন্তঃনগর লাইনের অংশ ।

এক বিবৃতিতে বিরসেবা পৌরকর্তৃপক্ষ বলেছে, উদ্ধারকারী দল সেখানে কাজ করছে। স্থানীয় সময় আজ শুক্রবার ভোরে বিরসেবায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এ সময় পুরো শহরে সতর্কসংকেত বেজে ওঠে।

ইসরায়েলের উদ্ধারকারী দল মেগান ডেভিড অ্যাডম সামাজিক মাধ্যমে ক্ষেপণাস্ত্র হামলার ছবি প্রকাশ করেছে। মেগান অ্যাডম বলেছে, হামলায় কেউ হতাহত হয়নি।

০৬: ২৭ , জুন ২০

ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতির সময় ইসরায়েলের হামলায় ইরানি কমান্ডার নিহত: ইসরায়েলি বাহিনী 

বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর পরিদর্শনে দুই ইসরায়েলি সেনা। ২০ জুন
ছবি: রয়টার্স

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, তাঁরা ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার তিনটি কেন্দ্রে হামলা চালিয়েছে। এতে ক্ষেপণাস্ত্র ছোড়ার কেন্দ্রে থাকা ইরানের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

ওই তিনটি কেন্দ্র থেকে ইসরায়েলের উদ্দেশে ক্ষেপণাস্ত্র ছোড়ার ঠিক আগ মুহূর্তে হামলা চালানো হয় বলে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে। তাঁদের দাবি, কেন্দ্রে থাকা কমান্ডার ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। হামলায় তিনি নিহত হন। খবর আল জাজিরার।

০৭: ০৩ , জুন ২০

ইসরায়েলে মাইক্রোসফটের অফিস ও গাভ ইয়াম টেক পার্কের কাছে ইরানের হামলা, জ্বলছে আগুন 

ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পরে ক্ষেপণাস্ত্রের টুকরো দেখছেন এক পুলিশ কর্মকর্তা। ২০ জুন
ছবি: রয়টার্স

ইসরায়েলের বিরসেবা শহরে মাইক্রোসফটের কার্যালয়ের একদম কাছে আগুন জ্বলতে দেখা গেছে। আবাসিক ভবনগুলোতে আগুনে ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনাস্থলে গেছেন অগ্নিনির্বাপককর্মী ও প্যারামেডিকসরা।

ইসরায়েলি জরুরি সেবা সংস্থা বলেছে, হামলায় আহত পাঁচজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইসরায়েলের গাভ–ইয়াম টেকনোলজি পার্ক লক্ষ্য করে ইরান হামলা চালিয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কাছাকাছি অবস্থিত সোরোকা হাসপাতালে ইরান হামলা চালায়। তবে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, হাসপাতাল নয়, ইসরায়েলের সামরিক ও গোয়েন্দা কার্যালয় তাঁদের হামলার লক্ষ্যবস্তু ছিল। খবর বিবিসির।

আল জাজিরার খবর বলছে, গাভ–ইয়াম পার্কে রোবোটিকস ও তথ্যবিজ্ঞান নিয়ে গবেষণা হয়। বেন গুরিয়ন ইউনিভার্সিটির ওয়েবসাইট অনুসারে, এটি ইসরায়েলি সেনাবাহিনীর সি৪আই শাখার ক্যাম্পাসের কাছে।

০৭: ১৮ , জুন ২০

এখনই ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে বলল মার্কিন ইহুদি অধিকার সংগঠন

যুক্তরাষ্ট্রভিত্তিক প্রগতিশীল ইহুদি অধিকার সংগঠন জিউইশ ভয়েস ফর পিস (জেভিপি) ইসরায়েলকে ইরানের ওপর হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। সংগঠনটি বলেছে, এই হামলা পুরো অঞ্চলে পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি তৈরি করছে। যুক্তরাষ্ট্রকে এখনই ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে বলেছে সংগঠনটি। খবর আল জাজিরার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে জেভিপি আরও বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল সরকারের যুদ্ধাপরাধে আন্তর্জাতিক সমর্থনে দীর্ঘদিনের দায়মুক্তি ও যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সামরিক সহায়তা আজকের এই পরিস্থিতিতে নিয়ে এসেছে।

যুক্তরাষ্ট্র প্রতি বছর ইসরায়েলকে অন্তত ৩৮০ কোটি মার্কিন ডলার সামরিক সহায়তা দেয়। ২০২৩ সালের অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আরও কয়েক বিলিয়ন ডলারের অতিরিক্ত সহায়তা ইসরায়েলকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

জেভিপি বলেছে, ইরানের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যেও যুক্তরাষ্ট্রের অর্থায়ন, সমর্থনে ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর নৃশংস হত্যাযজ্ঞ এবং ফিলিস্তিনিদের অনাহারের মাত্রা বাড়িয়ে চলছে। ইসরায়েল গণহত্যা চালাচ্ছে। আঞ্চলিক যুদ্ধ উসকে দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে এখনই ইসরায়েলকে অস্ত্র দেওয়া বন্ধ করতে হবে।

০৮: ০৯ , জুন ২০

ইসরায়েলের হামলায় খোনদাব পরমাণু স্থাপনায় ভবনে ক্ষতি, তেজস্ক্রিয়তার ঝুঁকি নেই 

ইরানের আরাক শহরে খোনদাব পরমাণু স্থাপনা
ছবি: রয়টার্স

ইরানের আরাক শহরে খোনদাব পরমাণু স্থাপনায় ইসরায়েলের বৃহস্পতিবারের হামলায় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) এ তথ্য জানিয়েছে।

খোনদাবে ভারী পানির পারমাণবিক চুল্লির পানিশোধন ইউনিটও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আইএইএ বলছে, পারমাণবিক চুল্লিটি এখনো নির্মাণাধীন এবং চালু হয়নি। এতে কোনো পারমাণবিক উপাদান ছিল না।

আইএইএ এর প্রধান রাফায়েল গ্রোসি এক বিবৃতিতে বলেন, ইসরায়েলের হামলার পর তেজস্ক্রিয়তা ছড়ানোর আশঙ্কা নেই।

বিবৃতিতে বলা হয়, খোনদাব পারমাণবিক চুল্লিটি আগে আরাক নামে পরিচিত ছিল। হামলার পরেই এর ক্ষয়ক্ষতি বোঝা যায়নি। পরে বিশ্লেষণে দেখা যায়, স্থাপনাটির বেশ গুরুত্বপূর্ণ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, ভারী পানির চুল্লিগুলো প্লুটোনিয়াম তৈরির কাজে ব্যবহার করা হয়। তাই এটি লক্ষ্য করেই হামলা হয়েছে।

০৮: ১৮ , জুন ২০

হয়তো মেয়েকে জড়িয়ে সাহস দিতে চেয়েছিলেন ইরানি মা, তখনই পড়ল ইসরায়েলি বোমা

প্রতীকী ছবিএআই দিয়ে তৈরি

১৭ বছর বয়সী কিশোরী মেয়েকে বাসায় রেখে কাজে যেতেন ইরানি মা তাবাসসুম পাক। ইসরায়েলের চালানো বোমা ও বিমান হামলার শব্দে ভয় পেত মেয়ে। এ কারণে ১৫ জুন কাজ শেষে দ্রুত বাসায় ফিরছিলেন ৪৫ বছর বয়সী তাবাসসুম। হয়তো ভেবেছিলেন, বাসায় ফিরে মেয়েকে জড়িয়ে ধরে বলবেন, যুদ্ধের শব্দে ভয় পেয়ো না। সব ঠিক হয়ে যাবে। কিন্তু তা আর হলো না। বাসায় ফেরার পথে ইসরায়েলি হামলায় তাঁর মৃত্যু হয়েছে। তেহরান টাইমসের খবর থেকে ইরানি এই মাকে নিয়ে লেখা প্রতিবেদন পড়তে ক্লিক করুন

০৮: ৪১ , জুন ২০

ইরান নতুন প্রজন্মের সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র এখনো ব্যবহার করেনি: তাসনিম নিউজ

ইরানের প্রতিরক্ষা খাতের অর্জন নিয়ে একটি অনুষ্ঠানে দূরপাল্লার ‘হজ কাসিম’ ও খোররমশাহর’ ক্ষেপণাস্ত্র প্রদর্শন করা হয়। তেহরান, ইরান, ২২ আগস্ট ২০২৩
ছবি: ইরানিয়ান প্রেসিডেন্সি/এএফপি

ইসরায়েলি লক্ষ্যবস্তুর ওপর পাল্টা ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইরানের সশস্ত্র বাহিনী ‘জায়নবাদীদের’ কড়া বার্তা দিলেও সামরিক বিশ্লেষকদের ধারণা, তেহরান এখনো তার নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যুদ্ধক্ষেত্রে নামায়নি। খবর ইরানের তাসনিম নিউজ এজেন্সির।

গত শুক্রবার (১৩ জুন) বিনা উসকানিতে ইরানের ওপর আগ্রাসী হামলা চালায় ইসরায়েল। পারমাণবিক স্থাপনা, সামরিক ঘাঁটি ও আবাসিক এলাকার ওপর চালানো এ হামলায় নিহত হয়েছেন ইরানের বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী ও সাধারণ নাগরিক।

ইসরায়েলের এ কর্মকাণ্ডের জবাবে ইরানের সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা হামলা শুরু করে। ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ‘অপারেশন ট্রু প্রমিস থ্রি’র অংশ হিসেবে ১৩ দফায় ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

সামরিক বিশ্লেষকেরা বলছেন, ইরানের এ হামলাগুলোর বিশেষ ১০টি বৈশিষ্ট্য ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একপ্রকার অকার্যকর করে দিয়েছে।

০৯: ২০ , জুন ২০

কাজেমি নিহত হওয়ার পর আইআরজিসির গোয়েন্দা শাখায় নতুন প্রধান নিয়োগ

ইরানের অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের অভিজাত ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কোরের (আইআরজিসি) গোয়েন্দা শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামি। খবর এএফপির।

গতকাল বৃহস্পতিবার এই নিয়োগ দেওয়া হয় বলে জানায় ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ। গত সপ্তাহে ইসরায়েলি হামলায় আইআরজিসির গোয়েন্দা শাখার প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কাজেমি নিহত হওয়ার পর এই পদে নতুন নিয়োগ দেওয়া হলো।

আইআরএনএ জানায়, ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদামিকে গোয়েন্দাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন আইআরজিসির কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর।

এই নিয়োগের মধ্য দিয়ে মোহাম্মদ কাজেমির স্থলাভিষিক্ত হলেন মাজিদ খাদামি। কাজেমি গত রোববার ইসরায়েলি হামলায় নিহত হন।

ইসরায়েলি হামলায় কাজেমির সঙ্গে আইআরজিসির গোয়েন্দা শাখার আরও দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নিহত হন। তাঁরা হলেন হাসান মোহাক্বিক ও মোহসেন বাঘেরি। হাসান আইআরজিসির গোয়েন্দা শাখার উপপ্রধান ছিলেন। আর মোহসেন ছিলেন জ্যেষ্ঠ কর্মকর্তা।

আইআরজিসির কমান্ডার হিসেবে মেজর জেনারেল মোহাম্মদ পাকপুরও দিন কয়েক আগে নিয়োগ পেয়েছেন। ১৩ জুন ইসরায়েলি হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি নিহত হন। এরপর তাঁর স্থলাভিষিক্ত হন মোহাম্মদ পাকপুর।

আরও পড়ুন
০৯: ২৯ , জুন ২০

ইরান-ইসরায়েল সংঘাত: গত সাত দিনে কী ঘটেছে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি বিধ্বস্ত ভবন। মধ্য ইসরায়েল, ১৫ জুন
ছবি: রয়টার্স

ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাত এক সপ্তাহ পার হয়েছে। ১৩ জুন (শুক্রবার) ভোররাতে ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাসহ বিভিন্ন স্থানে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালালে এ সংঘাতের সূত্রপাত হয়। এর পর থেকে প্রতিদিনই হামলা, পাল্টা জবাব ও হুমকি চলছে।

গত সাত দিনে ইরান-ইসরায়েল সংঘাতে কী কী ঘটেছে একনজরে দেখতে ক্লিক করুন ইরান-ইসরায়েল সংঘাত: গত সাত দিনে যা যা ঘটেছে

০৯: ৫৯ , জুন ২০

তেহরানে আবাসিক ভবনে ড্রোন হামলা  

ইরানে ইসরায়েলের হামলা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের গিশা এলাকায় আবাসিক একটি ভবনে ড্রোন হামলা হয়েছে। ইরানের সংবাদ সংস্থা আসরিরান এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।

ইরান ও ইসরায়েলের সংঘাত আজ শুক্রবার অষ্টম দিনে গড়িয়েছে। দুই পক্ষই পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে।

১০: ১৯ , জুন ২০

ইসরায়েল হামলা চালিয়ে গেলে কারও সঙ্গে আলোচনা নয়: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইসরায়েল হামলা চালিয়ে গেলে তিনি কারও সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত নন। ইউরোপীয় দেশের নেতাদের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে জেনেভা রওনা হওয়ার আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে এ কথা বলেছেন আরাগচি। খবর আল জাজিরার।

আরাগচি আরও বলেন, ‘ইসরায়েলের বিরুদ্ধে আমরা যে প্রতিরোধ গড়ে তুলেছি, তারপর অন্যান্য দেশ নিজেদের দূরে সরিয়ে রাখবে বলেই আমার মনে হয়।’

জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা আজ শুক্রবার জেনেভায় ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক ইস্যুতে আলোচনা করতে যাচ্ছেন। সূত্র জানায়, আলোচনা শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিক কায়া কালাসের সঙ্গে জার্মানির স্থায়ী মিশনে একটি বৈঠক করবেন ইউরোপের ওই তিন মন্ত্রী। এরপর তাঁরা একসঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন।

বৃহস্পতিবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে আলোচনা করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি। ওই বৈঠকের পর ল্যামি বলেছেন, তাঁর বিশ্বাস, আগামী দুই সপ্তাহের মধ্যে একটি কূটনৈতিক সমাধান অর্জনের সুযোগ আছে।

১০: ৪৬ , জুন ২০

তেহরানে হামলায় ইরানের পরমাণুবিজ্ঞানী নিহত: ইসরায়েলি সংবাদমাধ্যম

ইরানের রাজধানী তেহরানে একটি ভবনে ইসরায়েলি হামলায় দেশটির একজন পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম কান। ইসরায়েলের আরও কয়েকটি সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে।

আল-জাজিরা এ কথা জানিয়ে বলেছে, তারা ইসরায়েলি সংবাদমাধ্যমের এ তথ্য নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি। ইসরায়েলি সামরিক বাহিনী বা ইরান কর্তৃপক্ষের পক্ষ থেকেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য আসেনি।

১৩ জুন থেকে ইরানে ইসরায়েলের হামলা চলছে। সেই হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানের বেশ কয়েকজন পরমাণুবিজ্ঞানীকে হত্যা করেছে ইসরায়েল।

আরও পড়ুন
১১: ০১ , জুন ২০
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ
ফাইল ছবি: এএফপি

ইরানের সরকারি লক্ষ্যবস্তুতে হামলা জোরদারের নির্দেশ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

ইরানের ‘শাসনব্যবস্থার প্রতীক’ হিসেবে চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। এক বিবৃতিতে তিনি বলেন, এসব হামলার উদ্দেশ্য হচ্ছে ইরান সরকারকে দুর্বল করে ফেলা।

ওই বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, কাৎজ বলেছেন, ‘আমরা (ইরানের) শাসনব্যবস্থার সব প্রতীক ও জনগণের ওপর দমন-পীড়নের জড়িতদের, যেমন বাসিজ (মিলিশিয়া); এবং রেভল্যুশনারি গার্ডের মতো ক্ষমতার কেন্দ্রগুলোতে আঘাত হানব।’

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্য ইসরায়েলের যুদ্ধনীতিতে একটি স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে—পরমাণু কর্মসূচির ওপর সীমিত হামলা থেকে এখন ইরান সরকারকে অস্থিতিশীল করার কৌশলের দিকে যাচ্ছে দেশটি।

১১: ১৫ , জুন ২০

তেহরানে হাসপাতাল লক্ষ্য করে হামলা হয়েছে: ইরান

তেহরানের একটি হাসপাতালে আবারও ইসরায়েলি বোমা হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের প্রধানের বিবৃতির বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায়, হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত এটা তৃতীয় হাসপাতাল, যা ইসরায়েলি হামলার শিকার হলো। হামলায় ছয়টি অ্যাম্বুলেন্স ও একটি পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা কেন্দ্র নির্মম হামলার শিকার হয়েছে।

বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, সাত দিনের কাপুরুষোচিত আগ্রাসনে ইসরায়েল ছয়টির বেশি আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন করেছে।

সূত্র: আল-জাজিরা

১১: ৪১ , জুন ২০
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধই সংঘাত থামানোর একমাত্র উপায়: ইরানের প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেছেন, ইসরায়েলের আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করাই এ সংঘাত বন্ধের একমাত্র উপায়।

আজ শুক্রবার এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া পোস্টে পেজেশকিয়ান লিখেছেন, ‘আমরা সব সময় শান্তি ও স্থিতিশীলতা চেয়েছি। চলমান চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের একমাত্র পথ হলো শত্রুর আগ্রাসন নিঃশর্তভাবে বন্ধ করা এবং জায়নিস্ট সন্ত্রাসীদের দুঃসাহসিক তৎপরতা চিরতরে বন্ধের সুনির্দিষ্ট নিশ্চয়তা।’

আল–জাজিরার খবরে বলা হয়, ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েলি শাসকগোষ্ঠীর আগ্রাসন যদি থামানো না হয়, তাহলে ইরান আরও কঠোর জবাব দেবে। সেই জবাব এমন হবে, যা আগ্রাসনকারীকে এ দেশের ওপর হামলার জন্য অনুতপ্ত করবে।

১২: ০৫ , জুন ২০
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

‘হতাশ’ নেতানিয়াহু ও তাঁর জোট, দ্রুত যুদ্ধের মাঠে চান ট্রাম্পকে: বিশ্লেষক

ইসরায়েলি দৈনিক হারেৎজ-এর কলাম লেখক ও বিশ্লেষক গিডিওন লেভি বলেছেন, ইরান-ইসরায়েল সংঘাত নিয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্প কয়েক সপ্তাহ অপেক্ষা করতে পারেন—এই ইঙ্গিতে নেতানিয়াহু ও তাঁর জোট গভীর হতাশায় পড়ছেন। কারণ নেতানিয়াহু চান, ট্রাম্প যেন যত দ্রুত সম্ভব এই যুদ্ধে যুক্ত হন।

গিডিওন লেভি আল-জাজিরাকে বলেন, ‘এই বাস্তবতায় দুই সপ্তাহ মানে অনন্তকাল। যদি ট্রাম্প সত্যিই দুই সপ্তাহ অপেক্ষা করতে চান এবং এটা কোনো ছলচাতুরী না হয়, তাহলে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে জড়ানোর সম্ভাবনা ক্রমেই কমে যাচ্ছে।’

লেভি আরও বলেন, ইসরায়েল যদি ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস কিংবা ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় ব্যাপক ক্ষতি করতে সক্ষমও হয়, তবু দীর্ঘ মেয়াদে ইসরায়েল নিজেদের আরও নিরাপদ ভাবতে পারবে না।

এই বিশ্লেষক বলেন, ‘কিছুই সমাধান হবে না, কারণ ইরান তার সক্ষমতা পুনরায় অর্জন করতে পারবে।’ তিনি আরও যোগ করেন, ইসরায়েলের আরও অনেক নিরাপত্তা সমস্যা রয়েছে, যেগুলো শেষ হয়ে যাচ্ছে না—যেমন গাজা।

১৩: ০৯ , জুন ২০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিরসেরা এলাকায় এমন গর্তের সৃষ্টি হয়েছে। তা পর্যবেক্ষণ করছেন দুই ইসরায়েলি সেনা। ইসরায়েল, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি

ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, ইসরায়েলজুড়ে বেজে উঠল সাইরেন

ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি এ কথা জানিয়েছে।

এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, অল্প কিছুক্ষণ আগে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে বিভিন্ন এলাকায় সাইরেন বেজে উঠেছে।

আল-জাজিরা জানায়, ইসরায়েলি সামরিক বাহিনী এক্স-এ (সাবেক টুইটার) জানিয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। দেশবাসীকে আশ্রয়কেন্দ্রে ঢোকার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন
১৩: ৪৪ , জুন ২০
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র তেল আবিবের আকাশে। ইসরায়েল, ২০ জুন, ২০২৫
ছবি: এএফপি

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১৭ :এমডিএ

ইরান থেকে ছোড়া সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১৭ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। দেশটির জরুরি সেবাদাতা প্রতিষ্ঠান মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে আল জাজিরা এ কথা জানিয়েছে।

এমডিএর বিবৃতির বরাত দিয়ে অবশ্য এএফপি প্রাথমিকভাবে জানিয়েছিল, দুজন আহত হয়েছে। তাদের দুজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ১৬ বছর বয়সী তরুণকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হচ্ছে। তার শরীরের ওপরের অংশে আঘাত রয়েছে। আর এক ৫৪ বছর বয়সী ব্যক্তির অবস্থা খুব বেশি গুরুতর নয়। তিনি পায়ের নিচের অংশে আঘাত পেয়েছেন।

আল–জাজিরার খবরে এই দুজনসহ ১৪ বছর বয়সী এক কিশোর গুরুতর আহত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।

তবে আহত ব্যক্তিরা কোথায় আহত হয়েছে, অর্থাৎ ইরানের ক্ষেপণাস্ত্র কোথায় আঘাত করেছে, তা প্রকাশ করেনি এমডিএ।

আরও পড়ুন
১৪: ০৮ , জুন ২০

ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে ইসরায়েলের হাইফা শহরে

আল-জাজিরার খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। ভিডিওটি কিছুক্ষণ আগের বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন
১৪: ৪৫ , জুন ২০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরে বিধ্বস্ত ভবনের সামনে উদ্ধারকর্মীদের তৎপরতা। ইসরায়েল, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি

ইরানে নতুন হামলা শুরু করেছে ইসরায়েল

ইসরায়েল নতুন করে ইরানে হামলা শুরু করেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির অধীন ইয়াং জার্নালিস্টস ক্লাব। তারা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলীয় শহরে বুশেহরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দেশটির সামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে।

১৫: ৪৩ , জুন ২০
রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে বক্তব্য দেন। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি

ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে: জাতিসংঘে রাশিয়ার দূত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তৃতায় রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া বলেছেন, ইসরায়েল কূটনৈতিক প্রচেষ্টার প্রতি ‘স্পষ্ট অবজ্ঞা’ দেখিয়েছে। শুধু তাই নয়, ইসরায়েল জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়ে সার্বভৌম রাষ্ট্র ইরানের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে।

আজ শুক্রবার নিরাপত্তা পরিষদের জরুরী অধিবেশনে বক্তব্য দেন রাশিয়ার দূত ভাসিলি নেবেনজিয়া। তাঁর দেওয়া বক্তব্যের কিছু বিষয় পয়েন্ট আকারে তুলে ধরা হলো:

* ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পরমাণু স্থাপনাগুলো এখনো হামলার লক্ষ্য হচ্ছে, যা আমাদের এক নজিরবিহীন পারমাণবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে।

* জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত পরিস্থিতি সম্পর্কে একটি নিরপেক্ষ মূল্যায়ন দেওয়া এবং যথোপযুক্ত সমাধানের পথ খুঁজে বের করা।

* ইসরায়েল এমন এক সময়ে ইরানে হামলা চালিয়েছে, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ধারাবাহিকভাবে পরোক্ষ আলোচনা চলছিল। এবং ষষ্ঠ দফা আলোচনা শুরুর আয়োজন করা হচ্ছিল।

* ইসরায়েল শুধু যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা উপেক্ষা করেছে তা নয়, বরং তার প্রধান মিত্র যুক্তরাষ্ট্রের প্রতিও অবজ্ঞা দেখিয়েছে—যে দেশটি এখনো আপসের মাধ্যমে সমাধান খোঁজার কথা বলছে।

* ইরানের পরমাণু স্থাপনাগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রয়েছে এবং কঠোর নজরদারির আওতায় চলমান।

* ইসরায়েল এই (আইএইএ) বিশেষায়িত আন্তর্জাতিক সংস্থার মূল্যায়নকে উপেক্ষা করে নিজস্ব সিদ্ধান্তে একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর একতরফাভাবে হামলা চালিয়েছে। জাতিসংঘ সনদের প্রতি কোনো সম্মান না দেখিয়েই এ হামলা চালিয়েছে ইসরায়েল।

সূত্র: আল–জাজিরা

আরও পড়ুন
১৬: ২৪ , জুন ২০

ইসরায়েল আজ হাসপাতালে ক্ষতির অভিযোগ করেছে, তারা গাজায় ৭০০টির বেশি হাসপাতালে হামলা করেছে: এরদোয়ান

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, ইসরায়েল আজ তাদের হাসপাতাল ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছে। এই ইসরায়েল ফিলিস্তিনের গাজায় এ পর্যন্ত ৭০০টির বেশি হাসপাতাল-চিকিৎসা স্থাপনায় হামলা চালিয়েছে।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান
ফাইল ছবি: এএফপি

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) যুব ফোরামে দেওয়া বক্তৃতায় এরদোয়ান এ কথা বলেন। এ সময় তিনি আবারও যুদ্ধবিরতির আহ্বান জানান।

এরদোয়ান বলেন, গাজায় গণহত্যা ও ইরান-ইসরায়েল সংঘাত দ্রুতই এমন পর্যায়ে পৌঁছাচ্ছে, যেখান থেকে আর ফিরে আসার পথ থাকবে না। তিনি বলেন, ‘এই উন্মাদনা যত দ্রুত সম্ভব বন্ধ করতে হবে।’ এরদোয়ান সতর্ক করে দিয়ে বলেন, এই সংঘাতের পরিণতি মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপ ও এশিয়াতেও বহু বছর ধরে প্রভাব ফেলতে পারে।

আরও পড়ুন
১৬: ৫১ , জুন ২০

তেহরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে হাজারো মানুষ

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভে নামে হাজার হাজার মানুষ। তাঁরা ইরানের জাতীয় পতাকা ও বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড বহন করেন। তেহরান, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি
তেহরানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে একজন বিক্ষোভকারী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ছবি নিয়ে যোগ দেন। ইরান, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি
ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদে বাগদাদের সদর সিটিতে হাজার হাজার মানুষের বিক্ষোভ। ইরাক, ২০ জুন, ২০২৫
ছবি: রয়টার্স
১৭: ০১ , জুন ২০
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)
ফাইল ছবি: এএফপি

নির্ভুল আঘাত প্রমাণ করে ‘আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি বৃদ্ধি পাচ্ছে’: আইআরজিসি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা সর্বশেষ দফার হামলায় ইসরায়েলি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব স্থাপনার মধ্যে নেভাতিম ও হাতজেরিম ঘাঁটিও রয়েছে।

এক বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আইআরজিসি বলছে ‘তেল আবিব, হাইফা ও বিরসেবায় নির্ভুল আঘাত প্রমাণ করে যে আমাদের আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্র শক্তি ক্রমেই বৃদ্ধি পাচ্ছে’।

১৭: ৫৩ , জুন ২০
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে বক্তব্য দেন ইরাকের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি। নিউইয়র্ক, ২০ জুন, ২০২৫
ছবি: এএফপি

নিরাপত্তা পরিষদের বৈঠকের ঠিক আগে আকাশসীমা লঙ্ঘন করেছে ইসরায়েলের ৫০টি যুদ্ধবিমান: জাতিসংঘে ইরাক

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের ঠিক আগে ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে ৫০টি ইসরায়েলি যুদ্ধবিমান। জাতিসংঘে নিযুক্ত ইরাকের প্রতিনিধি এ কথা বলেছেন।

আল-জাজিরার খবরে বলা হয়, ইরাকের জাতিসংঘ মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স আব্বাস কাযম ওবায়েদ আল-ফাতলাওয়ি নিরাপত্তা পরিষদকে বলেন, যুদ্ধবিমানগুলো সিরিয়া-জর্ডান সীমান্ত অঞ্চল থেকে এসেছিল। তিনি জানান, প্রথমে ২০টি যুদ্ধবিমান প্রবেশ করে। পরে আরও ৩০টি যুদ্ধবিমান ইরাকের দক্ষিণাঞ্চলের দিকে যায়। এই বিমানগুলো বসরা, নাজাফ ও কারবালা শহরের আকাশসীমা অতিক্রম করে।

আল-ফাতলাওয়ি আরও বলেন, এই আকাশসীমা লঙ্ঘন আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। তিনি সতর্ক করে বলেন, ‘পবিত্র স্থান ও অঞ্চলগুলোর ওপর এ ধরনের হুমকি আমাদের জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, কারণ এসব ধর্মীয় স্থান আমাদের জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

১৮: ০৮ , জুন ২০

ইরান সমঝোতার আলোচনায় এগিয়ে নিতে আগ্রহী: ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারো বলেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দেশটির পরমাণু কর্মসূচি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনায় এগিয়ে যেতে আগ্রহ প্রকাশ করেছেন। শুক্রবার জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন বলে জানিয়েছে আল–জাজিরা।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি, ইরান আলোচনায় উন্মুক্ত থাকবে, যাতে এই সংকটময় পরিস্থিতি সমাধানে সংলাপের মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানো যায়।’ তিনি বলেন, এই সংকট শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করেছে।

১৮: ২৫ , জুন ২০
ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। জেনেভা, ২০ জুন ২০২৫
ছবি: এএফপি

এটি এক বিপজ্জনক মুহূর্ত: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ল্যামি

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানিয়েছেন, ইরান, ফ্রান্স, জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠকে তাঁরা সবাই চলমান আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।

জেনেভায় অনুষ্ঠিত বৈঠক শেষে ল্যামি সাংবাদিকদের বলেন, এটি এক বিপজ্জনক মুহূর্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো—এই সংঘাত যাতে আঞ্চলিক পর্যায়ে ছড়িয়ে না পড়ে, তা নিশ্চিত করা। তিনি আরও বলেন, ইউরোপীয় নেতারা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না।

১৯: ০০ , জুন ২০
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: রয়টার্স

আগ্রাসন বন্ধ হলে কূটনীতির পথে ফিরতে প্রস্তুত ইরান, জেনেভায় বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ, যা সব সময়ই আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) তত্ত্বাবধানে রয়েছে। ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, কোনো গণবিধ্বংসী অস্ত্রচুক্তিতে অংশ না নেওয়া একটি শাসকগোষ্ঠীর (ইসরায়েল) পক্ষ থেকে এসব নিরাপদ পরমাণু স্থাপনায় হামলা চালানো গুরুতর অপরাধ এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।

জেনেভায় জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধানের সঙ্গে বৈঠক শেষে আরাগচি এ কথা বলেন।

জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইরানের শান্তিপূর্ণ কর্মসূচির পরমাণু স্থাপনায় হামলার নিন্দা না জানানোয় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী আরাগচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগ্রাসন বন্ধ হলে এবং অপরাধীদের জবাবদিহির আওতায় আনা হলে ইরান আবারও কূটনীতির কথা বিবেচনা করতে প্রস্তুত। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে কোনোভাবেই আলোচনা হতে পারে না।

শেষে আরাগচি বলেন, ‘আমরা জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স ও ইইউর সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে। শিগগিরই আবার এই আলোচনায় যোগ দিতে আমরা প্রস্তুত।’

২১: ১৯ , জুন ২০

ইসরায়েলকে হামলা বন্ধে চাপ না দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইরানে ইসরায়েলি বিমান হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চেয়ে যখন ইউরোপীয় কূটনীতিকরা জোর আহ্বান জানাচ্ছেন, ঠিক সেই সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিলেন—তিনি ইসরায়েলকে হামলা বন্ধ করতে বলবেন না।

ট্রাম্পের কাছে এক সাংবাদিক জানতে চান, তিনি কি ইউরোপীয় নেতাদের আহ্বানে সাড়া দিয়ে ইসরায়েলকে চাপ দেবেন যেন তারা হামলা কমিয়ে আনে এবং আলোচনার পথ খুলে দেয়।

এর জবাবে ট্রাম্প বলেন, ইসরায়েল এখন জিতছে এবং তারা খুব ভালো করছে। তাই জয়ী পক্ষকে এমন অবস্থায় কিছু বলা কঠিন। অর্থাৎ, তিনি ইরানে ইসরায়েলের চলমান হামলা বন্ধের জন্য কোনো হস্তক্ষেপ করবেন না।

এটা স্পষ্ট যে, চলমান সংঘাত পরিস্থিতিতে ট্রাম্প পুরোপুরি ইসরায়েলের পক্ষেই অবস্থান নিয়েছেন। তিনি কূটনৈতিক সমাধানের পথে এখনই ঝুঁকছেন না, যদিও শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে আরও দুই সপ্তাহ সময় রাখছেন বলে জানিয়েছেন। খবর আল–জাজিরার।

২২: ৩৮ , জুন ২০

ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা ‘বিপজ্জনক নজির’: জাতিসংঘে চীনের দূত

জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং
ছবি: এএফপি

নিরাপত্তা পরিষদে দেওয়া এক বক্তব্যে জাতিসংঘে নিযুক্ত চীনের দূত ফু কং বলেন, পরিস্থিতি আরও অবনতির দিকে যাওয়ার আগে ইসরায়েলের ‘যত দ্রুত সম্ভব অস্ত্র বিরতি ঘোষণা করা উচিত’।

ফু কং বলেন, ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর হামলা একটি ‘বিপজ্জনক নজির’ স্থাপন করেছে, যার ফলাফল ‘বিপর্যয়কর হতে পারে’।

চীনের দূত আরও বলেন, পারমাণবিক ইস্যুটি অবশ্যই ‘সংলাপ ও আলোচনার পথে ফিরিয়ে আনা’ প্রয়োজন।ইসরা

২৩: ১০ , জুন ২০

ইরানের এক ডজনের বেশি ড্রোন ভূপাতিত

ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, শুক্রবার ২৪ ঘণ্টায় ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া ১৫টির বেশি ড্রোন তারা ভূপাতিত করেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমান ও হেলিকপ্টারের মাধ্যমে এসব ড্রোন প্রতিহত করা হয়েছে ।

এদিকে সর্বশেষ ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা আরও একটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চলে ড্রোনটি প্রতিরোধ করা হয়। খবর আল-জাজিরার।

২৩: ৪৪ , জুন ২০

কীভাবে যুক্তরাষ্ট্রের ওপর বিশ্বাস রাখব, জানি না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, আলোচনার মাধ্যমে সমাধানে পৌঁছাতে যুক্তরাষ্ট্র প্রশাসনের ‘মানসিকতা দেখানোই এখন মূল বিষয়’। জেনেভায় এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

আব্বাস আরাগচি বলেন, অথবা যুক্তরাষ্ট্র প্রশাসনের মাথায় অন্য কিছু আছে। তারা যাই হোক না কেন, ইরানকে আক্রমণ করতেই চায়। তাদের হয়তো আগে থেকেই এই পরিকল্পনা ছিল। এখন তারা সম্ভবত কেবল (সেই মুখোশ উন্মোচন) ঢাকতে বিভিন্ন কথাবার্তা ব্যবহার করছে।

আরাগচি বলেন, ‘আমরা আর জানি না কীভাবে তাদের (যুক্তরাষ্ট্রর) ওপর বিশ্বাস রাখা যায়। তারা যা করেছে, তা আসলে কূটনীতির প্রতি এক ধরনের বিশ্বাসঘাতকতা।

০০: ৪১ , জুন ২১

ইরানের বিক্ষোভ ‘জাতির সাহসিকতার পরিচায়ক’: খামেনি

তেহরানে ইসরায়েলের হামলার পর টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৩ জুন ২০২৫
ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশটিতে চলমান বিক্ষোভের প্রশংসা করেছেন। আজ এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘এই বিক্ষোভগুলো আমাদের প্রিয় জাতির সাহসিকতা, যুক্তিবোধ ও আধ্যাত্মিকতার শক্তিকে তুলে ধরেছে।’

গত সপ্তাহে ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে প্রকাশ্যে আসেননি খামেনি। তবে তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট সক্রিয় রয়েছে।

প্রসঙ্গত, ইসরায়েলি কর্মকর্তারা বারবার ইঙ্গিত দিচ্ছেন, তাঁরা এই সামরিক অভিযানের মাধ্যমে ইরানের নেতৃত্বকে উৎখাত করতে চায়। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ‘খামেনি আর ক্ষমতায় থাকতে পারবেন না’। তাঁকে হত্যার কথা পর্যন্ত বলা হয়েছে। খবর আল-জাজিরার।

আরও পড়ুন
০১: ০০ , জুন ২১

তেল আবিবে বিস্ফোরণের শব্দ 

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে ইসরায়েল
ছবি: এএফপি

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার পর দেশজুড়ে সতর্কতা সংকেত চালু করা হয়েছে। এই মুহূর্তে বিমানবাহিনী হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় স্থানে বাধা দেওয়া ও আঘাত হানার কাজ করছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরায়েলের তেল আবিব শহরের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।

০২: ০৯ , জুন ২১

ইরানের কোম শহরে আবাসিক ভবনে বিমান হামলা, কিশোর নিহত

ইরানের রাজধানী তেহরানের দক্ষিণাঞ্চলে কোম শহরে একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে ১৬ বছর বয়সী এক কিশোরের নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ইরানের আধা–সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে আল–জাজিরা জানিয়েছে, ওই হামলায় আরও দুজন আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে কাকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে, সেটা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইরান ও ইসরায়েলের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের নবম দিন আজ শনিবার। আজ তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তেহরান ও ইস্পাহানের আকাশে বিস্ফোরণের পোস্টগুলো যাচাই করে সত্যতা পেয়েছে আল–জাজিরা। এমনই একটি পোস্টে বলা হয়েছে, নাজাফাবাদ শহরের প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে। তেহরানের মালারদ এলাকার আকাশেও বিস্ফোরণের কথা জানা গেছে একটি পোস্ট থেকে।

০২: ৫৫ , জুন ২১

ইসরায়েলের বন্দরনগরী হাইফায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায়  হামলায় আহত ৩৩: সিএনএন 

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি ভবনে কাজ করছেন ইসরায়েলি উদ্ধারকর্মী। গতকাল শুক্রবার, ইসরায়েলের বন্দরনগরী হাইফায়।
ছবি: রয়টার্স

ইসরায়েলের উত্তরাঞ্চলের বন্দরনগরী হাইফায় গতকাল শুক্রবার ইরানের হামলায় ৩৩ জন আহত হয়েছেন। স্থানীয় হাসপাতালগুলোর তথ্যের বরাতে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

হাইফা শহরের রামবাম হাসপাতালের বরাত দিয়ে সিএনএন বলছে, আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ওই হাসপাতালে সামান্য আঘাত নিয়ে আরও ১৬ জন চিকিৎসা নিয়েছেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এ হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।

০২: ৫৯ , জুন ২১

ইরানে হামলা: যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ১৪ কার্গো বিমান ইসরায়েলে

অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ (কার্গো) গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে বলে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু জানায়।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর এ নিয়ে অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ১৪টি কার্গো ইসরায়েলে পৌঁছেছে। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েল যুদ্ধ শুরু করার পর ৮০০ কার্গো এ ধরনের অস্ত্র ও সামরিক সরঞ্জাম নিয়ে ইসরায়েলে এসেছে। এ নিয়ে বিস্তারিত পড়ুন ‘যুক্তরাষ্ট্র-জার্মানির অস্ত্র নিয়ে ১৪ কার্গো বিমান ইসরায়েলে’ প্রতিবেদনে।

০৩: ১৪ , জুন ২১

ইরানের সঙ্গে সংঘাতের প্রকৃত খবর কি গণমাধ্যমে প্রকাশ করতে দিচ্ছে ইসরায়েলি সরকার

ইরানের ক্ষেপণাস্ত্রে বিধ্বস্ত ইসরায়েলি বিশ্ববিদ্যালয় ওয়েইজমান ইনস্টিটিউট অব সায়েন্স ক্যাম্পাসে সংবাদমাধ্যমের সাক্ষাৎকার দিচ্ছেন অধ্যাপক রোয়ে ওজেরি। রোহেবোট, ইসরায়েল
ছবি: রয়টার্স

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো ইরানের সঙ্গে চলমান যুদ্ধের খবর কীভাবে প্রকাশ করবে, সে বিষয়ে দেশটি একটি নতুন নির্দেশনা জারি করেছে।

গত বুধবার ইসরায়েলি সামরিক বাহিনীর সেন্সরশিপ বিভাগের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কোবি ম্যান্ডেলব্লিট এক বিজ্ঞপ্তিতে কিছু নিয়মনীতি ঘোষণা করেন। ইরানি হামলার প্রভাব নিয়ে ইসরায়েলি সংবাদমাধ্যম ও সাংবাদিকেরা কী প্রকাশ করতে পারবেন এবং কী পারবেন না, তা এসব নিয়মনীতিতে ঠিক করে দেওয়া হয়েছে। পড়ুন আল জাজিরার এক্সপ্লেইনার: ইরানের সঙ্গে সংঘাতের প্রকৃত খবর কি গণমাধ্যমে প্রকাশ করতে দিচ্ছে ইসরায়েলি সরকার

০৩: ৫৭ , জুন ২১

ইরান নিয়ে নিরাপত্তা পরিষদে বাগ্‌বিতণ্ডা, পাল্টাপাল্টি দোষারোপ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়া নিয়ে নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের দৃশ্য
ছবি: জাতিসংঘের ওয়েবসাইট থেকে নেওয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গতকাল শুক্রবারের বৈঠক পরিণত হলো এক উত্তপ্ত বাদানুবাদে। ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপাতে থাকে।

এদিকে বৈঠকে ইরান-ইসরায়েল সংঘাত বন্ধ ও সংকটের কূটনৈতিক সমাধানের আহ্বান জানানো হলেও কীভাবে এগোনো উচিত, সে বিষয়ে পরিষদ কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেনি। দ্য নিউইয়র্ক টাইমসের খবর

জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈদ ইরাভানি তাঁর দেশে ইসরায়েলের আগ্রাসনের সমর্থনে দেশটি এবং এর মিত্রদের তথাকথিত ‘অতর্কিত হামলা ও অস্তিত্বের হুমকি’র (ইরানের তরফে) যুক্তিকে সন্ত্রাসী রাষ্ট্রের অজুহাত বলে বর্ণনা করেন।

ইরানি রাষ্ট্রদূত ইসরায়েলকে এমন একটি দেশ হিসেবে আখ্যা দেন, যারা নিরপরাধ মানুষ হত্যা ও অন্যান্য দেশের ভৌগোলিক অখণ্ডতা লঙ্ঘন করে। বক্তব্যের সময় তিনি ইসরায়েলি হামলায় নিহত শিশুদের ছবি তুলে ধরেন।

জবাবে ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, ইরান ‘ভুক্তভোগী সেজে নাটক করছে’। তিনি ইরাভানিকে উদ্দেশ করে বলেন, ‘আপনারা কী করে আন্তর্জাতিক সমাজের কাছে এমন একটি পরিকল্পনার পরিণতি থেকে সুরক্ষা চাওয়ার সাহস পান, যে পরিকল্পনা গণহত্যার জন্য তৈরি?’ এ নিয়ে বিস্তারিত পড়ুন নিরাপত্তা পরিষদের উত্তপ্ত বৈঠক: ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে ইরান-রাশিয়ার তুলাধোনা –প্রতিবেদনে।

আরও পড়ুন
০৪: ১৮ , জুন ২১

তেহরানে রুদ্ধশ্বাস ৪ দিনের অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশি এই শিক্ষার্থী

ইরানের আল-জাহরা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা খাতুন
ছবি: মুমতাহিনা খাতুনের সৌজন্যে

ইরানে ইসরায়েলি হামলার সময় তেহরানেই ছিলেন আল-জাহরা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা খাতুন। রেড অ্যালার্ট জারির পর রাজধানী ছেড়ে ইরানের তুরস্ক সীমান্তবর্তী একটি শহরে আশ্রয় নিয়েছেন। প্রতিমুহূর্তে মত্যুভয় নিয়ে কেটেছে তার আগের চারটা দিন। রুদ্ধশ্বাস দিনগুলোর কথা জানতে পড়ুন ‘তেহরানে রুদ্ধশ্বাস ৪ দিনের অভিজ্ঞতা শোনালেন বাংলাদেশি এই শিক্ষার্থী

০৫: ১২ , জুন ২১

‘ড্রোন হামলার দায়িত্বে থাকা’ আইআরজিসির আরেক কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলি বাহিনীর 

ইসরায়েলের বিরসেবা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পরে ক্ষেপণাস্ত্রের টুকরো দেখছেন এক পুলিশ কর্মকর্তা। ২০ জুন
ছবি: রয়টার্স

ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) আরেকজন কমান্ডারকে হত্যার কথা জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে বলছে, ওই কমান্ডার ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে ইসরায়েলের দিকে শত শত ইউএভি (চালকবিহীন উড্ডয়ন যান) ড্রোন হামলার দায়িত্বে ছিলেন। ওই কমান্ডারের নাম আমিন পউর জোধকি বলে জানিয়েছে ইসরায়েলি সেনারা।

গত ১৩ জুন আইআরজিসির ড্রােন বাহিনীর আরেকজন কমান্ডার তাহার ফুরকে হত্যার কথা জানায় ইসরায়েলের সামরিক বাহিনী। ধারণা করা হচ্ছে, এরপর থেকে কমান্ডার আমিন ওই বাহিনীর অভিযানে প্রধান দায়িত্বপালন করছিলেন। খবর আল–জাজিরার।

০৬: ০১ , জুন ২১

মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ইরানে ৫৪ গুপ্তচর গ্রেপ্তার: আনাদোলু

মোসাদ
প্রতীকী ছবি

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজিস্তান প্রদেশে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার প্রদেশের প্রসিকিউটর অফিস এ তথ্য জানিয়েছে। খবর আনাদোলুর।

ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে প্রসিকিউটর অফিস জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা ‘শত্রুপক্ষের (ইসরায়েল) জন্য তথ্য সংগ্রহ ও সহায়তা, শাসনব্যবস্থার (তেহরানের) বিরুদ্ধে প্রচার, গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বিপন্ন ও জনগণের মানসিকতা ক্ষতিগ্রস্ত করার’ মতো কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক সংঘাত শুরু হয়। এর পর থেকে একের পর এক হামলা ও পাল্টা হামলা চলছে। ইরানের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ২৪ জন নিহত হয়েছেন। এ হিসাব দেশটির জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ)।

ওয়াশিংটনভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস অ্যাকটিভিস্টস বলেছে, ইসরায়েলের হামলায় ইরানে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ হাজার ৩২০ জনের বেশি।

০৬: ২১ , জুন ২১

৬০ ঘণ্টার বেশিরভাগ সময় ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল ইরান: আল জাজিরা

ইন্টারনেট সংক্রান্ত পর্যবেক্ষক প্রতিষ্ঠান নেটব্লকস মনিটরের তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী ইন্টারনেট প্রবেশাধিকার থেকে গত ৬০ ঘণ্টার বেশিরভাগ সময় বিচ্ছিন্ন ছিল ইরান। খবর আল–জাজিরার।

নেটব্লকস মনিটর বলছে, ইন্টারনেট বন্ধ থাকাটা ইরানের জনগণের ‘রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রকাশ, অবাধে যোগাযোগ এবং নিরাপত্তা সতর্কতা অনুসরণ করার সুযোগ’ মারাত্মকভাবে সীমিত করেছে।

ইরান সরকারের আরোপ করা অবরোধের ফলে ইন্টারনেট ব্যবহারে এ বিভ্রাট দেখা দিয়েছে বলে মনে করা হচ্ছে। ইসরায়েলি সাইবার হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য এ পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে দেশটি।

০৬: ৫১ , জুন ২১

ইসরায়েলি হামলায় কুদস ফোর্সের কমান্ডার নিহত, প্রতিরক্ষামন্ত্রী বললেন বড় অর্জন 

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ
ফাইল ছবি: এএফপি

ইরানি কুদস ফোর্সের ‘প্যালেস্টানিয়ান কোর’–এর কমান্ডার সাঈদ ইজাদিকে হত্যার দাবি করেছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।কোম শহরে একটি আবাসিক ভবনে শনিবার সকালে চালানো হামলায় ইজাদি নিহত হয়েছেন বলে জানান কাৎজ। খবর আল–জাজিরার।

এর আগে আল–জাজিরা জানায়, তেহরান থেকে প্রায় ১৪০ কিলোমিটার (৮৭ মাইল) দক্ষিণের কোম শহরের আবাসিক ভবনে ইসরায়েলের বিমান হামলায় ১৬ বছর বয়সের এক কিশোর নিহত হয়েছে। তবে প্রাথমিকভাবে এটা নিশ্চিত হওয়া যায়নি যে, এই দুজন একই হামলায়, নাকি পৃথক হামলায় নিহত হয়েছেন।

কমান্ডার ইজাদিকে হত্যার কথা নিশ্চিত করে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই ব্যক্তি ৭ অক্টোবরের ‘হত্যাযজ্ঞের আগে হামাসকে অর্থ ও অস্ত্রের’ জোগান দিয়েছিলেন।

ইসরায়েল কাৎজ আরও বলেন, ‘ ইজাদিকে হত্যা ইসরায়েলের গোয়েন্দা ও বিমান বাহিনীর জন্য বড় অর্জন।’ হত্যার শিকার ও জিম্মি হওয়া ব্যক্তিদের জন্য এটি সুবিচার। ইসরায়েলের লম্বা হাত তার সব শত্রুর কাছে পৌঁছাবে।’

০৭: ০৬ , জুন ২১

আইএইএর প্রধানের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ দিল ইরান

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসি
ফাইল ছবি: রয়টার্স

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে অভিযোগ দায়ের করেছে ইরান।

তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিষয়ে রাফায়েল গ্রোসির মনোভাব নিয়ে সমালোচনা করেছেন ইরানের রাষ্ট্রদূত আমির–সায়েদ ইরাভানি। ইসরায়েলের হামলার নিন্দা না জানানোকেও ইরাভানির ব্যর্থতা বলেন তিনি। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি গত বৃহস্পতিবার রাফায়েল গ্রোসির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছিলেন। তিনি রাফায়েল গ্রোসির বিরুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় ইসরায়েলি হামলার সময় ‘নিষ্ক্রিয়তার’ অভিযোগ এনেছেন।

যদিও গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে রাফায়েল গ্রোসি সতর্ক করে দিয়ে বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার ঘটনা ‘পারমাণবিক সুরক্ষা ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।

আরও পড়ুন
০৭: ১১ , জুন ২১

ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা তথ্য কেন বিশ্বাস করেন না ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প নথিপত্রে সই করার সময় পাশে দাঁড়িয়ে আছেন মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ড। ১২ ফেব্রুয়ারি ২০২৫, ওভাল অফিস
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে জাতীয় গোয়েন্দা বিভাগের প্রধান তুলসী গ্যাবার্ড যে বলেছেন, সেটা সঠিক নয়। তিনি ভুল বলেছেন।

নিউজার্সি অঙ্গরাজ্যের মোরিস্টাউনের বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, গ্যাবার্ডের চলতি বছরের শুরুর দিকে করা গোয়েন্দা বিশ্লেষণ তিনি মানেন না। তিনি বলেন, তুলসী ‘ভুল’ বলেছেন। বিস্তারিত প্রতিবেদন পড়তে ক্লিক করুন ইরানের পরমাণু ইস্যুতে মার্কিন গোয়েন্দা তথ্য কেন বিশ্বাস করেন না ট্রাম্প

০৭: ৫০ , জুন ২১

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা, বিস্ফোরণের শব্দ 

ইরানের ইস্পাহান শহরে পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের বিভিন্ন ভবন। স্যাটেলাইট ছবিতে ধারণকৃত, ১৭ মে ২০২৫
ছবি: রয়টার্স

ইরানের ইস্পাহান শহরে পারমাণবিক স্থাপনায় আজ শনিবার ভোরে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, ইরানের বিমান প্রতিরক্ষা তাৎক্ষণিকভাবে এই হামলার জবাব দিয়েছে। এ কারণে ইস্পাহানে জোরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের এ হামলার ফলে ইস্পাহানে পারমাণবিক স্থাপনা থেকে কোনো বিপজ্জনক পদার্থ ছড়িয়ে পড়েনি। যদিও সর্বশেষ পরিস্থিতি নিয়ে এ পর্যন্ত কোনো তথ্য জানাতে পারেনি আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)।

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তারা রাতভর ইরানের মধ্যাঞ্চলে ক্ষেপণাস্ত্রের মজুত এবং স্থাপনায় ‘ধারাবাহিক হামলা’ চালিয়েছে।

২০০৪ সালে নির্মাণকাজ শেষ হওয়ার পর ইস্পাহান কেন্দ্রে শিল্পপর্যায়ে পরীক্ষামূলক কার্যক্রম চালানো হয়।

ইস্পাহান কেন্দ্রটিতে একটি পারমাণবিক জ্বালানি প্রস্তুতকারক কারখানাও রয়েছে, যা ২০০৯ সালে উদ্বোধন করা হয়। এখানে বিদ্যুৎকেন্দ্রের জন্য স্বল্প সমৃদ্ধ জ্বালানি উৎপাদন করা হয়।

২০২২ সালের জুলাইয়ে ইরান ঘোষণা দেয়, তারা ইস্পাহানে একটি নতুন গবেষণা চুল্লি নির্মাণের পরিকল্পনা করেছে।

আরও পড়ুন
আরও পড়ুন
০৮: ৪৮ , জুন ২১

ইরানের ১০ ক্ষেপণাস্ত্রের ৫টিই আঘাত হেনেছে ইসরায়েলের বিভিন্ন নিশানায়: তেহরান

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনে উদ্ধারকাজ করছেন জরুরি পরিষেবার কর্মীরা। ১৬ জুন, ইসরায়েলের তেল আবিবে
ছবি: রয়টার্স

ইরান আজ শনিবার ভোরে নতুন করে ইসরায়েলের বিভিন্ন স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষাকে ফাঁকি দিয়ে তেল আবিব শহরের প্রাণকেন্দ্রে ক্ষেপণাস্ত্র আঘাত হানে বলে দাবি করেছে তেহরান।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) ইসরায়েলের অধিকৃত অঞ্চলের ভেতরে সামরিক ও সরবরাহ ঘাঁটিগুলো লক্ষ্য করে বড় পরিসরের হামলা চালিয়েছে।

তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন আবাসিক এলাকায় সাইরেন বেজে ওঠে। একই সঙ্গে একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

ইসরায়েলের টিভি চ্যানেল ১২ ও দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ইরান থেকে আজ সকালে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার মধ্যে ৫টি নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছে।

একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের দক্ষিণের হোলন শহরে আঘাত হানে বলে খবর পাওয়া যায়। হামলায় সেখানে একটি বহুতল ভবনে আগুন ধরে যায় এবং সেটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, ইরানের পাল্টা হামলার পরিপ্রেক্ষিতে ইসরায়েল তাদের নতুন ‘লাইটনিং’ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বসাতে শুরু করেছে। ইরানি ড্রোন ঠেকাতে এই প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহৃত হবে।

জেরুজালেম পোস্ট জানায়, ইরানে ইসরায়েলের হামলার এক সপ্তাহ পার হলেও তেহরানে সরকারের কোনো অস্থিরতা দেখা যায়নি; বরং তাদের অবস্থান আরও শক্তিশালী হয়েছে।

এই হামলা ছিল ইরানের ১৮তম পাল্টা হামলা। এসব হামলা ইঙ্গিত দিচ্ছে, তেহরান দীর্ঘ মেয়াদে চাপ বজায় রাখতে ও আরও বৃদ্ধি করতে প্রস্তুত, যতক্ষণ না কৌশলগত লক্ষ্য পূরণ হয়েছে বলে তারা মনে করে।

০৯: ১৮ , জুন ২১

ইরানের খোররামাবাদে ইসরায়েলি হামলায় নিহত ৫

ইরানের ইস্পাহান, খোররামাবাদসহ বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে ইসরায়েল
ছবি: ইউটিউবের ভিডিও থেকে বানানো

ইরানের খোররামাবাদ শহরে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। ইরানের অভিজাত ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দেওয়া তথ্যের ভিত্তিতে স্থানীয় সংবাদমাধ্যমগুলো এ কথা জানিয়েছে। খবর আল–জাজিরার।

স্থানীয় সংবাদমাধ্যম নউর জানিয়েছে, ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর ১৫ জন কর্মকর্তা ও সেনা নিহত হয়েছেন।

গত ১৩ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। তখন থেকেই ইরানের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক আর সামরিক স্থাপনায় একের পর এক হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী।

হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ইরানের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ সামরিক নেতা ও পরমাণু বিজ্ঞানীকে। রাষ্ট্রীয় টেলিভিশন স্টেশনসহ ইরানের বিভিন্ন সরকারি দপ্তর ও বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়েছে।

১০: ০৩ , জুন ২১

হাসপাতাল ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েল: ইরানের স্বাস্থ্যমন্ত্রী 

ইরানে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল
ফাইল ছবি: রয়টার্স

ইরানের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মাদরেজা জাফরঘান্দি বলেছেন, চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী দেশটির ছয়টি অ্যাম্বুলেন্স এবং তিনটি হাসপাতালে হামলা চালিয়েছে। এসব হামলায় দুজন স্বাস্থ্যকর্মী এবং এক শিশু নিহত হয়েছেন। ইরানের ফার্স নিউজ এজেন্সির বরাতে আল–জাজিরা এ খবর জানিয়েছে।

এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটিতে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরের সোরোকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের দেওয়া তথ্যের বরাতে আল–জাজিরা জানায়, ক্ষেপণাস্ত্রের আঘাতে সোরোকা হাসপাতালের ছাদের একাংশ ধসে পড়েছে। সেই সঙ্গে ভেঙে গেছে হাসপাতাল ভবনের বাইরের দেওয়ালের কাঁচ।

১০: ২৯ , জুন ২১

ইরানে হামলায় এ পর্যন্ত নিহত ৪৩০, আহত ৩৫০০: স্বাস্থ্য মন্ত্রণালয়

ইসরায়েলের সঙ্গে গত ১৩ জুন সংঘাত শুরুর পর থেকে এ পর্যন্ত ইরানে অন্তত ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৫০০ মানুষ। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় নূর নিউজ এজেন্সি হতাহতের হালনাগাদ এ তথ্য প্রকাশ করেছে। খবর বিবিসির।

ইরানের পক্ষ থেকে গত কয়েকদিনের মধ্যে নিহতের সংখ্যা নিয়ে এই প্রথম সরকারি তথ্য প্রকাশ করা হলো।

সর্বশেষ গত রোববার ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি হামলায় দেশটিতে মোট ২২৪ জন মানুষ নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অধিকার সংগঠনের সংবাদমাধ্যম হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি বলেছে , নিহতের সংখ্যা ৬৫৭ জন।

১১: ১৮ , জুন ২১

যুক্তরাষ্ট্রের জিবিইউ-৫৭ ‘বাংকার বাস্টার’ বোমা কীভাবে কাজ করে

ইসরায়েল ইতিমধ্যে ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবুও ধারণা করা হচ্ছে, এই স্থাপনা এখনো সম্পূর্ণ কার্যক্ষম রয়েছে।

তাই জল্পনা বেড়েছে যে পাহাড়ে ভূপৃষ্ঠ থেকে ৮০ থেকে ৯০ মিটার (২৬০-৩০০ ফুট) গভীরে নির্মিত এই পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে যুক্তরাষ্ট্র কি ইসরায়েলকে অস্ত্র দেবে?

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, অস্ত্র ও সামরিক সরঞ্জামের চালান নিয়ে আরও কয়েকটি পরিবহন উড়োজাহাজ (কার্গো) গত বৃহস্পতিবার ইসরায়েলে পৌঁছেছে। এসব অস্ত্র যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে পাঠানো হয়েছে বলে জানিয়েছে তুরস্কের সরকারি সংবাদমাধ্যম আনাদলু। এখানে কি সেই অস্ত্র আছে?

বলা হয়ে থাকে, যুক্তরাষ্ট্রের হাতে থাকা জিবিইউ-৫৭ ‘বাংকার বাস্টার’ বোমা ব্যবহার করে ফর্দো পারমাণবিক স্থাপনা ধ্বংস করা সম্ভব। দেখা যাক, জিবিইউ-৫৭ ‘বাংকার বাস্টার’ বোমা কীভাবে কাজ করে:

১১: ৫৪ , জুন ২১

ইরানের ইস্পাহানে সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্রে হামলা চালানো হয়েছে: ইসরায়েল

ইরানের ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী ভিডিও ও ছবি প্রকাশ করেছে।

ইসরায়েল বলছে, ওই ছবি ও ভিডিওকে ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় চালানো হামলার প্রমাণ।

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র আবিচাই আদরায়ি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ছবি ও ভিডিওর কথা উল্লেখ করে বলেন, ‘এটাই ইস্পাহানের সেই পারমাণবিক স্থাপনা, যেখানে ইউরেনিয়াম রূপান্তর করা হয়। এটি পরমাণু অস্ত্র তৈরির পথের পরবর্তী ধাপ।’

ওই মুখপাত্র আরও জানান, ইসরায়েলের বিমানবাহিনী ওই কেন্দ্রীয় স্থাপনাসহ সেন্ট্রিফিউজ উৎপাদনের জন্য ব্যবহৃত ভবনগুলোতে হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক প্রকল্পে ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে।

সূত্র: আল-জাজিরা

১২: ২৭ , জুন ২১
ইসরায়েলের বেইত শেইন শহরে ইরানি হামলায় বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসাবশেষ পরীক্ষা করছেন ইসরায়েলি সেনা সদস্য ও জরুরি উদ্ধারকর্মীরা। ইসরায়েল, ২১ জুন ২০২৫
ছবি: এএফপি

প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইরানের ড্রোন হামলায় ‘বিস্মিত’ ইসরায়েল

ইরানের দুটি ড্রোন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে দেশটির উত্তরাঞ্চলে ও দক্ষিণাঞ্চলে পৃথক হামলা চালিয়েছে। যা অনেকটা অবাক করেছে ইসরায়েলকে। হামলার বিষয়টি স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, এটি একটি বিরল ঘটনা, যেখানে ইরানের একমুখী আক্রমণাত্মক ড্রোন সফলভাবে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অতিক্রম করতে সক্ষম হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়, আজ শনিবার ইসরায়েলের উত্তরাঞ্চলে জর্ডান সীমান্তসংলগ্ন বেইত শেইন শহরে একটি ড্রোন আঘাত হানে। এতে একটি দুইতলা বাড়ি বিধ্বস্ত হয়। জরুরি উদ্ধারকর্মীরা জানান, বিস্ফোরণে বাড়িটির পাশে বড় ধরনের গর্ত সৃষ্টি হয়েছে, জানালা ও দরজা উড়ে গেছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড আডম (এমডিএ) জানিয়েছে, তারা ধ্বংসস্তূপের ভেতর তল্লাশি চালিয়ে যাচ্ছে। হতাহত কারও খোঁজ পায়নি।

ইসরায়েলি সামরিক বাহিনীর তথ্যমতে, ইরানের দ্বিতীয় ড্রোনটি ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি খোলা এলাকায় আঘাত হানে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান যে বিপুলসংখ্যক ড্রোন ছুড়েছে, তার মধ্যে বেশির ভাগই লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই প্রতিহত করা হয় বলে দাবি ইসরায়েলি বাহিনীর।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের সর্বশেষ হামলায় অন্তত ছয়টি ড্রোন ছিল। এর মধ্যে কয়েকটি ড্রোন আরাভা মরুভূমি ও গোলান মালভূমিসহ অন্যান্য অঞ্চলে পৌঁছানোর আগেই ঠেকানো হয়।

ইসরায়েলের এক সামরিক কর্মকর্তার মতে, গত সপ্তাহে ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর থেকে ইরান হামলার জন্য হাজারের বেশি ড্রোন পাঠায়। যা লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই নিষ্ক্রিয় করা হয়।

১২: ৪২ , জুন ২১

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইসরায়েলে। ইসরায়েলের সামরিক বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ কথা জানিয়েছে। তবে নির্দিষ্ট কোন এলাকায় হামলা চালানো হচ্ছে, তা স্পষ্ট করা হয়নি।

এর কিছুক্ষণ পর খুজেস্তান প্রদেশের বিভিন্ন এলাকায় বিস্ফোরণে শব্দ শোনা যায় বলে জানিয়েছে আল-জাজিরা। ইরানের স্থানীয় ইরান গণমাধ্যমগুলোর বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, খুজেস্তান প্রদেশের আহভাজ শহর এবং মহশাহর বন্দরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

১৩: ০৯ , জুন ২১

ইরানের অন্তত ৪০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে: ইসরায়েল

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত রাতে ইরান থেকে ছোড়া প্রায় ৪০টি ড্রোন ইসরায়েলের আকাশসীমায় পৌঁছানোর আগেই সেগুলো প্রতিহত করেছে। হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় নিখুঁত প্রতিরক্ষা ব্যবস্থা বজায় রাখা হয়েছে বলেও দাবি করা হয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, গত রাতে ইরান থেকে ইসরায়েলের দিকে ছোড়া আনুমানিক ৪০টি ড্রোন ভূপাতিত করেছে বিমানবাহিনী। এ নিয়ে অভিযানের শুরু থেকে মোট ৪৭০টিরও বেশি ড্রোন প্রতিহত করা হয়েছে, যার সফলতা প্রায় ৯৯ শতাংশ।

আরও পড়ুন
১৩: ২৯ , জুন ২১
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান (বাঁয়ে) ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ
ফাইল ছবি

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট মাখোঁর ফোনালাপ

ইরান–ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত বন্ধ করতে নানামুখী কূটনৈতিক তৎপরতা চলছে। এর অংশ হিসেবে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফ্রান্সের প্রসিডেন্ট এমানুয়েল মাখোঁর ফোনালাপ হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সর্বশেষ বক্তব্যে জানা গেছে, তিনি ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন।

মাখোঁ জানান, ইউরোপীয় শক্তিগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা আরও দ্রুততর করতে তিনি (ইরানের প্রেসিডেন্ট) সম্মত হয়েছেন।

এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে মাখোঁ লেখেন, ‘আমি জোর দিয়ে বলছি, ইরান কখনও পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। এটি ইরানের দায়িত্ব যে, তারা তাদের কর্মসূচি যে শান্তিপূর্ণ, সেটা প্রমাণে সব রকম নিশ্চয়তা দেবে।’ তিনি আরও বলেন, তিনি নিশ্চিত, এই যুদ্ধ থেকে উত্তরণের পথ আছে এবং বড় বিপর্যয় এড়ানো সম্ভব।

এই লক্ষ্যে ফ্রান্স ও ইউরোপীয় অংশীদারদের নেতৃত্বে ইরানের সঙ্গে চলমান আলোচনা ত্বরান্বিত করা হবে বলে উল্লেখ করেন ফরাসি প্রেসিডেন্ট মাঁখো।

আরও পড়ুন
১৪: ৫৫ , জুন ২১
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে সহায়তা দিতে প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া বারবার ইসরায়েলকে জানিয়েছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে—এমন কোনো প্রমাণ নেই। তিনি বলেছেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত।

প্রেসিডেন্ট পুতিন আজ শনিবার স্কাই নিউজ আরবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ভ্লাদিমির পুতিন বলেন, ‘রাশিয়া ও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) কখনোই এমন কোনো প্রমাণ পায়নি যে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির জন্য কাজ করছে। আমরা এই বিষয়টি বহুবার ইসরায়েলি নেতৃত্বকে জানিয়েছি।’ তিনি আরও বলেন, রাশিয়া ইরানকে শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি উন্নয়নে সহায়তা করতে প্রস্তুত। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালানোর অধিকার ইরানের রয়েছে।

গতকাল শুক্রবার সেন্ট পিটার্সবার্গে এক অর্থনৈতিক ফোরামে পুতিন জানান, ইরান-ইসরায়েল সংঘাত বন্ধে রাশিয়া উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছে এবং কিছু প্রস্তাব দিচ্ছে—তবে তিনি বিস্তারিত কিছু জানাননি।

১৫: ১২ , জুন ২১

ইসরায়েলি হামলার পর দক্ষিণ-পশ্চিম ইরানের আহভাজ শহরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী

ইসরায়েলি হামলার পর ইরানের আহভাজ শহরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। আহভাজ শহর খুজেস্তান প্রদেশে অবস্থিত, যা ইরানের প্রধান তেল উৎপাদন অঞ্চল হিসেবে পরিচিত।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও যাচাই করে আল-জাজিরা জানিয়েছে, ইসরায়েলি হামলার পর ইরানের আহভাজ শহরে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে।

১৬: ১৬ , জুন ২১
যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান প্রশান্ত মহাসাগরের দিকে যাচ্ছে: নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের একাধিক বি-২ স্টেলথ বোমারু বিমান দেশটির পশ্চিম উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। এটি ইরানে সম্ভাব্য হামলার প্রস্তুতি, নাকি তেহরানের ওপর কূটনৈতিক চাপ তৈরির কৌশল—তা স্পষ্ট নয়।

এই বিমানগুলো এমন বিশাল বোমা বহনে সক্ষম, যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনায় আঘাত হানতে পারে।

এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বিকেলে নিউ জার্সি থেকে হোয়াইট হাউসে ফিরছেন। গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছেন কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি দুই সপ্তাহ সময় নিচ্ছেন। এর মধ্যেই তিনি সিদ্ধান্ত নেবেন ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালাবে কি না। ইতিমধ্যে ইরানে হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন ট্রাম্প।

নিউইয়র্ক টাইমস জানায়, এয়ার ট্রাফিক কন্ট্রোলের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিজৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে একাধিক বি-২ বোমারু বিমান উড্ডয়ন করেছে। কিছু ফ্লাইট ট্র্যাকার সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছে, বোমারু বিমানগুলো গুয়ামের উদ্দেশে যাচ্ছে। সেখানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা আছে। তবে নিউইয়র্ক টাইমস এই তথ্য নিশ্চিত হতে পারেনি।

আল–জাজিরার খবরে বলা হয়, বি–২ বোমারু বিমানগুলো ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে স্থানান্তরের উদ্দেশ্যে উড্ডয়ন করা হয়েছে। দিয়েগো গার্সিয়াতে এই বিমানগুলো মোতায়েনের মানে হলো, এই ঘাঁটি থেকে উড়ার পর একবার মাত্র জ্বালানি নিয়ে (রিফুয়েলিং) বোমারু বিমানগুলো ইরানে হামলা চালাতে পারবে।

বি-২ বোমারু বিমানগুলো ৩০,০০০ পাউন্ড ওজনের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা বহনে সক্ষম। যা ইরানের ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনায় হামলার জন্য ব্যবহার করা হতে পারে বলে আলোচনা আছে।

১৬: ৪৫ , জুন ২১

হুতি সশস্ত্র গোষ্ঠীর হুঁশিয়ারি, ইরানে হামলা হলে মার্কিন জাহাজে হামলা হবে

ইয়েমেনের হুতি সশস্ত্র গোষ্ঠী হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি ইসরায়েলের হয়ে যুক্তরাষ্ট্র ইরানে হামলায় যুক্ত হয়, তাহলে তারা লোহিত সাগরে মার্কিন জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে।

হুতিদের সামরিক মুখপাত্রের বরাতে ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়। আল–জাজিরার খবরে বলা হয়, ওই মুখপাত্র বলেন, যেকোনো আরব বা মুসলিম দেশের বিরুদ্ধে জায়নবাদী আগ্রাসনের বিরুদ্ধে হুতিরা তাদের অবস্থানে অটল রয়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে
ফাইল ছবি: এএফপি

২০২৩ সাল থেকে হুতিরা গাজাবাসীদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েল ও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর বিভিন্ন সময় হামলা চালিয়ে আসছে।

তবে চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্র ও হুতিদের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়, যেখানে দুই পক্ষ একে অপরকে লক্ষ্য না করার প্রতিশ্রুতি দেয়।

১৭: ৪৩ , জুন ২১

ইসরায়েল থেকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ইতিমধ্যে ফ্লাইট শুরু হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি।

হাকাবি ইসরায়েল ও ফিলিস্তিনের পশ্চিম তীরে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্দিষ্ট ওয়েবসাইটে ঢুকে ফরম পূরণ করার আহ্বান জানিয়েছেন। আকাশপথ ছাড়াও যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের সরিয়ে নিতে নৌপথ ব্যবহার করছে।

১৮: ১৯ , জুন ২১

গুপ্তহত্যার শঙ্কায় উত্তরসূরি ঠিক করলেন খামেনি

ইসরায়েলের হামলার পর নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন। যোগাযোগের জন্য মোবাইল বা কোনো প্রযুক্তির ব্যবহার করছেন না। কেবল একান্ত বিশ্বস্ত দূতের মাধ্যমে সেনা কর্মকর্তা ও অন্যদের সঙ্গে যোগাযোগ করছেন।

তেহরানে ইসরায়েলের হামলার পর টেলিভিশনে ভাষণ দিচ্ছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ১৩ জুন ২০২৫
ছবি: ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়/রয়টার্স

নাম প্রকাশ না করার শর্তে ইরানের তিনজন কর্মকর্তা নিউইয়র্ক টাইমসকে জানিয়েছেন, দেশের শীর্ষ নেতাদের কেউ নিহত হলে যেন শৃঙ্খলা ধরে রাখা যায়, সে জন্য খামেনি বিকল্প নেতৃত্বের একটি তালিকা তৈরি করেছেন। তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো নিজে নিহত হলে যাতে দ্রুত তাঁর উত্তরসূরি নির্বাচন করা যায়, এ জন্য তিনি তিনজন জ্যেষ্ঠ নেতার নাম অনুমোদন দিয়েছেন।

১৯: ৩৫ , জুন ২১

হাসান নাসরুল্লাহর দেহরক্ষী তেহরানে নিহত

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এক সদস্য ও ইরানপন্থী ইরাকি একটি সশস্ত্র গোষ্ঠীর এক সদস্য ইসরায়েলের বিমান হামলায় তেহরানে নিহত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকে লেবাননি এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা ও ওই ইরাকি গোষ্ঠীর সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানায়, নিহত হিজবুল্লাহ সদস্যের নাম আবু আলী খলিল। তিনি হিজবুল্লাহর নিহত প্রধান হাসান নাসরুল্লাহর দেহরক্ষী হিসেবে কাজ করেছিলেন। সূত্রটি আরও জানায়, খলিল একটি ধর্মীয় তীর্থযাত্রায় ইরাকে গিয়েছিলেন এবং সেখানে তিনি কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা নামের গোষ্ঠীর এক সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই নিরাপত্তা সূত্র জানায়, খলিল ও ওই ইরাকি গোষ্ঠীর সদস্য একসঙ্গে তেহরানে যান এবং সেখানে ইসরায়েলি এক হামলায় নিহত হন। এ হামলায় খলিলের ছেলে নিহত হয়েছেন।

সশস্ত্র গোষ্ঠী কাতায়েব সাইয়্যেদ আল-শুহাদা একটি বিবৃতিতে নিশ্চিত করেছে যে, তাদের নিরাপত্তা ইউনিটের প্রধান ও আবু আলী খলিল ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন হাসান নাসরুল্লাহ।

১৯: ১৪ , জুন ২১
যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের উড়াল কী বার্তা দেয়

যুক্তরাষ্ট্রের মিজৌরির ঘাঁটি থেকে একাধিক বি-২ স্টেলথ বোমারু বিমান উড্ডয়ন করেছে। নিউইয়র্ক টাইমস ও আল-জাজিরার খবরে এই উড্ডয়নের কথা বলা হলেও, বিমানগুলোর গন্তব্য নিশ্চিত করতে পারেনি। বিমানগুলো মিজৌরি ঘাঁটি থেকে উড্ডয়ন করে হাওয়াইয়ে জ্বালানি নেওয়ার পরপর যাত্রা অব্যাহত রেখেছে। বিভিন্ন সূত্র বলছে, গুয়াম হয়ে বিমানগুলোর গন্তব্য হতে পারে ভারত মহাসাগরের দিয়েগো গার্সিয়া।

আল-জাজিরা বলছে, বি-২ বিমানগুলোর এই উড্ডয়ন ইঙ্গিত দেয়— যুক্তরাষ্ট্র সম্ভাব্য হামলার প্রস্তুতি নিচ্ছে অথবা তেহরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল গ্রহণ করছে।

বিমানগুলোর গন্তব্য দিয়েগো গার্সিয়া ঘাঁটি হতে পারে—যা ইরানের অনেক কাছাকাছি, এবং সামরিক ও কূটনৈতিক উভয় দিক থেকেই তা অর্থবহ সিদ্ধান্ত হবে।

এই বি-২ স্টিলথ বোমারু বিমানগুলোই ৩০ হাজার পাউন্ড (প্রায় ১৩ হাজার ৬০০ কেজি) ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা বহনে সক্ষম—যা ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার জন্য ব্যবহার করা হতে পারে। এই ধরনের অস্ত্রের উদ্দেশ্যই হলো গভীরভাবে সুরক্ষিত স্থাপনায় প্রবেশ করে ধ্বংস সাধন করা।

এই পরিস্থিতি কীভাবে এগোতে পারে—তা নিয়ে বিশেষজ্ঞরা যে কয়েকটি সম্ভাব্য চিত্র তুলে ধরেছেন, তার মধ্যে একটি হলো:

বি-২ বোমারু বিমানগুলোর দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে অবস্থান নেওয়া নতুন কিছু নয়। তবে এটি অঞ্চলজুড়ে উত্তেজনা বাড়াতে এবং ইরানকে চাপ দেওয়ার একটি কৌশল হতে পারে।

তবে এর পেছনে একটি বড় কূটনৈতিক কারণ আছে। তা হলো মধ্যপ্রাচ্যের কোনো আরব দেশ চায় না তাদের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা শুরু হোক, কারণ সেটি তাদের সরাসরি যুদ্ধের অংশ বানিয়ে ফেলবে।

তাই দিয়েগো গার্সিয়ার মতো একটি মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটি থেকে হামলার হুমকি দেওয়া কৌশলগতভাবে যুক্তরাষ্ট্রের জন্য বেশি সুবিধাজনক।

যেহেতু এই বোমারু বিমানগুলো রিফুয়েলিং ট্যাংকার বিমানসহ যাত্রা করছে, তাই এটাও এক আশঙ্কা—যদিও খুব ক্ষীণ—যে যুক্তরাষ্ট্র ইরানে হামলা শুরুর প্রস্তুতি নিচ্ছে।

এই আশঙ্কা আরও বেড়েছে কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর অবকাশ সংক্ষিপ্ত করে আজ রাতেই হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা কাউন্সিলের জরুরি বৈঠকে যোগ দিয়েছেন। এ ছাড়া রোববারও আরেকটি নিরাপত্তা বৈঠক নির্ধারিত রয়েছে—যা পুরো পরিস্থিতির গুরুত্ব এবং সম্ভাব্য সামরিক সিদ্ধান্তের ইঙ্গিত দিতে পারে।

এটি হতে পারে, তারা এখনো কেবল পরিকল্পনা পর্যালোচনা করছে এবং কী কী সামরিক বিকল্প রয়েছে, তা নিয়ে সিদ্ধান্ত নিচ্ছে।

জাতীয় নিরাপত্তা পরিষদের আজকের বৈঠকের পর হয়তো বিষয়টি আরও স্পষ্ট হবে। বিশেষ করে যদি হোয়াইট হাউস কোনো বিবৃতি দেয় বা প্রেসিডেন্ট ট্রাম্প পরবর্তী পদক্ষেপ সম্পর্কে ইঙ্গিত দেন।

২০: ৩৭ , জুন ২১

ইরানে হামলার বিষয়ে দুই দিকের চাপের মুখে ট্রাম্প: বিশ্লেষক

অধ্যাপক মেহরান কামরাভা
ছবি: কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বি-২ স্টেলথ বোমার দেশত্যাগ নিয়ে যখন জল্পনা বাড়ছে যে, এর পেছনে সামরিক উদ্দেশ্য কী, তখন এক রাজনৈতিক বিশ্লেষক বলেছেন—তিনি বিশ্বাস করেন না যে, ডোনাল্ড ট্রাম্প এখনো ইরানে হামলা চালানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন।

আল-জাজিরাকে কাতারের জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ও বিশ্লেষক মেহরান কামরাভা বলেন, ‘ট্রাম্প তাঁর সমর্থক ঘাঁটি থেকে ইরানে হামলা না করার ব্যাপারে প্রচণ্ড চাপের মুখে আছেন। আবার রিপাবলিকান কট্টরপন্থীদের দিক থেকেও হামলা চালানোর জোরালো চাপ রয়েছে।’

অধ্যাপক মেহরান কামরাভা বলেন, তাঁর ধারণা এ ক্ষেত্রে ট্রাম্প তাঁর সামরিক উপদেষ্টাদের কথা খুব মনযোগের সঙ্গে শুনছেন।

মেহরান বলেন, যদি ওয়াশিংটন থেকে হামলা হয়, তাহলে পাল্টা জবাব দেওয়া সব বিকল্পই তেহরানের বিবেচনায় রয়েছে। এ ব্যাপারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। এ অঞ্চলে যুক্তরাষ্ট্রের অসংখ্য সামরিক ঘাঁটি রয়েছে। সুতরাং ইরানের জবাবের বিষয়টি ট্রাম্পের মনে ‘গুরুত্ব সহকারে ভাবনাযোগ্য’ হয়ে উঠেছে।

তবে অধ্যাপক মেহরানের বিশ্বাস, ইরান যুক্তরাষ্ট্রের সামরিক আগ্রাসনের জবাবে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সরাসরি হামলা চালাবে না। মেহরান বলেন, ‘যদিও যুদ্ধসংক্রান্ত বক্তৃতাগুলো সাধারণত অতিরঞ্জিত ও চরমভাবে উসকানিমূলক হয়, বাস্তবতার বিচারে আমি নিশ্চিত নই যে, ইরানিরা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আক্রমণ চালাবে। ওটা করলে নিঃসন্দেহে সবাই (পশ্চিমা জোট) ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগ দেবে, আর তাতে ইরানের বড় মূল্য দিতে হবে।’

অধ্যাপক মেহরান বলেন, এই সংঘাতে ইসরায়েল ও ইরান—দুই পক্ষের কেউই স্পষ্টভাবে জিতছে বা হারছে বলে মনে হচ্ছে না। বরং প্রকৃতভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, দুই দেশের সাধারণ নাগরিকেরাই। তিনি আরও বলেন, ‘চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে ইরানি ও ইসরায়েলি সাধারণ নাগরিকেরা, সামরিক বাহিনী নয়। আমার মনে হয়, এরা পরস্পরের সঙ্গে প্রায় অনির্দিষ্টকাল ধরে লড়াই চালিয়ে যেতে পারে।’

ইসরায়েলি সামরিক কমান্ডাররা ইরানে তাঁদের দ্রুত ও চূড়ান্ত জয়ের যে ভাবনা ভেবে রেখেছিলেন, নিশ্চিতভাবে এটা হচ্ছে না—যোগ করেন অধ্যাপক মেহরান কামরাভা।

২১: ০০ , জুন ২১

কিছুক্ষণের মধ্যেই হোয়াইট হাউসে পৌঁছাবেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণের মধ্যেই ওয়াশিংটনে পৌঁছার কথা রয়েছে। তিনি নিউ জার্সিতে তাঁর অবকাশ যাপনের সফর সংক্ষেপ করে হোয়াইট হাউসের পথ ধরেছেন। স্থানীয় সময় রাত ৯টায়, বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ৩টায় তাঁর সেখানে পৌঁছার কথা রয়েছে।

হোয়াইট হাউসে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প। সেখানে ইরানে সম্ভাব্য হামলা নিয়ে তাঁর করণীয় নিয়ে আলোচনা হবে। খবর আল–জাজিরার।

২১: ৩৩ , জুন ২১

ইসরায়েলে নতুন করে হামলা ইরানের

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, তেহরান ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে একাধিক হামলা চালিয়েছে। তবে কি ধরনের হামলার করা হয়েছে তা বিস্তারিত জানা যায়নি।

২২: ৩৪ , জুন ২১

উত্তর ইসরায়েলে হামলার সাইরেন

ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, সেখানকার উত্তরাঞ্চলে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হচ্ছে। সন্দেহ করা হচ্ছে, ইরান থেকে সেখানে ড্রোন প্রবেশ করেছে।

২২: ৪৭ , জুন ২১

ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় আবারও হামলা

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এই ছবি দেখিয়ে দাবি করেছেন, ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরান, ২১ জুন, ২০২৫
ছবি: সামরিক বাহিনীর মুখপাত্রের এক্স পোস্ট থেকে

ইরানের ইস্পাহানে একটি বৃহৎ পারমাণবিক স্থাপনায় দ্বিতীয়বারের মতো ইসরায়েলি হামলা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

আইএইএ এক বিবৃতিতে জানায়, আজ যেসব স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে, সেগুলোর কোনোটিতে পারমাণবিক পদার্থ রাখা হয়নি। অথবা কেবলমাত্র স্বল্পমাত্রার প্রাকৃতিক ইউরেনিয়াম ছিল। অর্থাৎ এ হামলার ফলে তেজস্ক্রিয়তা ক্ষতিগ্রস্ত ভবনগুলোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে।

বিবৃতিতে গ্রোসি বলেন, তাঁরা পারমাণবিক পদার্থ বিশ্লেষণের ভিত্তিতে এ হামলার ফলে সেখানে বাইরের পরিবেশে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি দেখছেন না।

আইএইএ এক বিবৃতিতে জানায়, ইরানের মধ্যাঞ্চলের এই স্থাপনাটি প্রথমবার হামলার শিকার হয় ১৩ জুন। তখন সেখানে চারটি ভবন—সেন্ট্রাল কেমিক্যাল ল্যাবরেটরি, ইউরেনিয়াম রূপান্তর সুবিধা কেন্দ্র, একটি রিঅ্যাক্টর জ্বালানি উৎপাদন কেন্দ্র ও নির্মাণাধীন একটি সমৃদ্ধ ইউরেনিয়াম ধাতু প্রক্রিয়াকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ১৩ জুন ওই একই স্থানে আরও ছয়টি ভবনেও হামলা চালানো হয়েছিল। এর মধ্যে ছিল একটি প্রাকৃতিক ও ক্ষয়প্রাপ্ত ইউরেনিয়াম ধাতু উৎপাদন কেন্দ্র (যেটি এখনো চালু হয়নি), একটি জ্বালানি রড উৎপাদন (লম্বা, পাতলা ধাতব নল, যার ভেতরে পারমাণবিক জ্বালানি—সাধারণত ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের ছোট ছোট পিলেট থাকে) কেন্দ্র। খবর আল-জাজিরার।

২৩: ৩২ , জুন ২১

মিসরের প্রেসিডেন্টের নিন্দা

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি
ফাইল ছবি: রয়টার্স

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি আজ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন। এ সময় তিনি ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন।

ফোনালাপে সিসি ইরানে ইসরায়েলে হামলার ‘পূর্ণ বিরোধিতা’ করেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। মিসরের প্রেসিডেন্টের দপ্তর থেকে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

বিবৃতিতে বলা হয়েছে, ‘মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য যে হুমকি তৈরি হয়েছে, সেই সংকটময় সময়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের চলমান উত্তেজনা বৃদ্ধির কঠোর নিন্দা ও সম্পূর্ণ বিরোধিতা জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট।’

বিবৃতিতে মিসরের প্রেসিডেন্টের মুখপাত্র মোহাম্মদ আল-শেনায়ি বলেন, এই সংকটের টেকসই ও শান্তিপূর্ণ সমাধানের উদ্দেশ্যে আলোচনার পথ খুলে দিতে অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার ওপর মিসর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এই সংকটের কোনো সামরিক সমাধান নেই। খবর আল–জাজিরার।

২৩: ৫৭ , জুন ২১

ইরানে টিভি উপস্থাপকের পরিবারের সদস্যদের আটক

লন্ডনভিত্তিক ফারসি ভাষার সংবাদ চ্যানেল ‘ইরান ইন্টারন্যাশনাল’এর এক নারী উপস্থাপকের পরিবারের সদস্যদের ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা আটক করেছেন বলে অভিযোগ উঠেছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদনে পরিবারের আটক সদস্যের সংখ্যা তিনজন বলে উল্লেখ করা হয়েছে।

চ্যানেলটির দাবি, ওই উপস্থাপকের পরিবারের সদস্যদের আটক করে তাঁকে চ্যানেলটির সঙ্গে কাজ বন্ধ করতে চাপ দেওয়া হচ্ছে। তাঁর বাবা মেয়েকে ফোন করে পদত্যাগ করতে বলেছেন। চ্যানেলটির দাবি, ইরানি কর্মকর্তারা ওই ফোনকলে কী বলতে হবে, তা উপস্থাপিকার বাবাকে বলে দিয়েছেন।

ইরান ইন্টারন্যাশনাল এক বিবৃতিতে জানায়, ‘কণ্ঠরোধের এসব চেষ্টার মুখেও আমরা পিছু হটব না।’

উল্লেখ্য, ২০২২ সালের নভেম্বরে তেহরান ঘোষণা দিয়েছিল তারা ইরান ইন্টারন্যাশনালকে ‘সন্ত্রাসী প্রতিষ্ঠান’ হিসেবে বিবেচনা করবে। কারণ চ্যানেলটি সরকারবিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করছিল।

হুমকি ও দমন-পীড়নের উদ্বেগ

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) সম্প্রতি সতর্ক করেছে যে—লন্ডনভিত্তিক ফারসি ভাষার সংবাদমাধ্যমগুলো, বিশেষ করে ইরান ইন্টারন্যাশনাল ও বিবিসি পার্সিয়ান-এর সাংবাদিক ও তাদের ইরানে থাকা পরিবারের সদস্যদের বিরুদ্ধে হুমকি ও হয়রানি বেড়ে গেছে।

এ মাসের শুরুর দিকে বিবিসি অভিযোগ করেছিল, তাদের পার্সিয়ান সার্ভিসের সাংবাদিকদের বিরুদ্ধে ইরান দমনমূলক কার্যক্রম আরও বাড়িয়েছে। তবে তেহরান সাম্প্রতিক এসব অভিযোগের এখনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।

এর আগেও ইরান সরকারের বিরুদ্ধে বিদেশি সাংবাদিকদের প্রতি বেআইনি অভিযান পরিচালনার অভিযোগ উঠেছে। তবে তেহরান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। পাশাপাশি তারা অভিযোগ করছে যে, বিবিসি মিথ্যা তথ্য ছড়িয়ে তাদের সরকারকে উৎখাতের চেষ্টা করছে। খবর বিবিসি ও ইরান ইন্টারন্যাশনালের।

০০: ১৪ , জুন ২২

যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় সফল হামলা হয়েছে। স্থানীয় সময় শনিবার দিবাগত রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প এ কথা জানান।

বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে—খুবই সফলভাবে হামলা সম্পন্ন করেছি। সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে।’ খবর বিবিসির।

ট্রাম্প একটি ওপেন-সোর্স ইন্টেলিজেন্স একাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে যে, ‘শক্তিশালীভাবে সুরক্ষিত ফোরদো পারমাণবিক স্থাপনা শেষ হয়ে গেছে।’ খবর আল জাজিরার।

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘এটি (ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা) মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও পুরো বিশ্বের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত।’

ট্রাম্প জানিয়েছেন, তিনি আজ ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশের সময় ১০ ঘণ্টা এগিয়ে। এ হিসেবে বাংলাদেশ সময় আজ রোববার সকাল ৮টায় ট্রাম্প এ ভাষণ দেবেন।

১ / ২
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনা। স্যাটেলাইট ইমেজটি ১৪ জুন, ২০২৫–এরছবি: এএফপি
০১: ০৫ , জুন ২২

স্থাপনাগুলোতে তেজস্ক্রিয় পদার্থ ছিল না: ইরান

আইআরএনএ ইংলিশ–এর লোগো
ছবি: আইআরএনএ–এর ফেসবুক পেজ থেকে

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ এক কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রে যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা বলছে, আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই।

ওই কর্মকর্তার মন্তব্য থেকে ধারণা করা হচ্ছে, ইরানি কর্তৃপক্ষ বোমা হামলার আগেই হয়তো ওই স্থাপনাগুলো থেকে সমৃদ্ধ ইউরেনিয়াম বা তেজস্ক্রিয় উপাদান সরিয়ে ফেলেছিল। খবর আল-জাজিরার।

০১: ১১ , জুন ২২

ইসরায়েল জুড়ে কঠোর সতর্কতা

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরানের পাল্টা হামলার আশঙ্কায় বড় জমায়েত, জনগণের চলাফেরায় বিধিনিষেধ আরোপ করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান, জমায়েত, কর্মক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ভবনে এসব বিধিনিষেধ থাকবে। এক বিবৃতিতে আইডিএফ এসব বিধিনিষেধের কথা জানিয়েছে।

০১: ১৮ , জুন ২২

ফোরদোর একটি অংশে হামলা হয়েছে: ইরানি কর্মকর্তা

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, কোম প্রদেশের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশে বিমান হামলা হয়েছে।

কোমের প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সদর দপ্তরের মুখপাত্র মোরতজা হায়দারিকে উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, ‘কয়েক ঘণ্টা আগে, কোমের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহিংস লক্ষ্যবস্তুগুলো শনাক্ত করেছে। ফোরদো পারমাণবিক স্থাপনার একটি অংশ শত্রুদের বিমান হামলার শিকার হয়েছে।’ খবর আল-জাজিরার।

০১: ২২ , জুন ২২

যুক্তরাষ্ট্রকে আবার হুঁশিয়ার করে দিলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির টেলিগ্রাম অ্যাকাউন্টে গত বুধবার টেলিভিশনে দেওয়া তাঁর এক বক্তব্য আবারও শেয়ার করা হয়েছে। যেখানে তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ায়, তাহলে তা হবে তাদের নিজেদের ক্ষতির জন্য।

ওই ভিডিও বার্তায় খামেনি বলেন, ‘যুক্তরাষ্ট্র যে ক্ষতির মুখে পড়বে, তা ইরানের যে কোনো ক্ষতির চেয়ে বহুগুণ বেশি হবে।’

০২: ০০ , জুন ২২

ফোরদোর পর নাতাঞ্জ ও ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলার কথা  জানাল ইরান

ইরানের ইস্পাহান শহরে পারমাণবিক প্রযুক্তি কেন্দ্রের বিভিন্ন ভবন। স্যাটেলাইট ছবিতে ধারণকৃত, ১৭ মে ২০২৫
ছবি: রয়টার্স

ইরানের পক্ষ থেকে দেশটির ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কথা আগেই নিশ্চিত করা হয়েছিল। এবার ইরান জানিয়েছে, নাতাঞ্জ ও ইস্পাহানেও পারমাণবিক স্থাপনায় হামলা হয়েছে।

ইস্পাহানের নিরাপত্তাবিষয়ক ডেপুটি গভর্নর আকবর সালেহি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আমরা এ দুটি শহরে পারমাণবিক স্থাপনার কাছে হামলা হতে দেখেছি।

এর আগে নিজ ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় ‘সফল হামলা’ চালানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একজন মার্কিন কর্মকর্তা জানান, ইরানে চালানো এ হামলায় যুক্তরাষ্ট্রের বি-২ স্টেলথ বোমারু বিমান অংশ নিয়েছে। এবার ইরানের পক্ষ থেকেও আনুষ্ঠানিকভাবে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার বিষয়টি জানানো হলো। খবর বিবিসির।

০২: ১০ , জুন ২২

ইরানে হামলা অসাধারণ সামরিক সাফল্য:  জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করছে। খবর বিবিসির।

০২: ২৭ , জুন ২২

ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে, নইলে আরও বড় হামলা: জাতির উদ্দেশে ভাষণে ট্রাম্প 

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমান হামলা চালানোর পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করছে।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, ‘এ হামলার উদ্দেশ্য ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ সক্ষমতা শেষ করে দেওয়া। সন্ত্রাসের মদদদাতা বিশ্বের এক নম্বরে থাকা দেশটির পারমাণবিক হুমকি থামিয়ে দেওয়া।’ তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

০২: ৫৫ , জুন ২২

নেতানিয়াহুর সঙ্গে দল হিসেবে কাজ করেছি, হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি:  ভাষণে ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ধন্যবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন তিনি ও ইসরায়েলি প্রধানমন্ত্রী দল হিসেবে কাজ করেছেন। খবর আল–জাজিরার।

ভাষণে ট্রাম্প বলেন, ‘আমি প্রধানমন্ত্রী বিবি নেতানিয়াহুকে ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই। আমরা এমন একটি দল হিসেবে কাজ করেছি, যা সম্ভবত আগে কখনও কোনো দল করেনি। আমরা ইসরায়েলের এই ভয়াবহ হুমকি মুছে ফেলতে অনেক দূর এগিয়েছি।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি ইসরায়েলি সেনাবাহিনীকে তাদের অসাধারণ কাজের জন্য ধন্যবাদ জানাতে চাই।

শনিবার দিবাগত রাতে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় মার্কিন বোমারু বিমান। এর পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করে।

০৩: ০৭ , জুন ২২

হয় শান্তি আসবে, নয়তো ইরানে ৮ দিনের চেয়ে বেশি ট্র্যাজেডি ঘটবে: ট্রাম্প

হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ
ছবি: রয়টার্স

ইরানকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে।’

ট্রাম্প আরও বলেন, ‘গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে।’

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দেন ট্রাম্প। ভাষণে ইরানকে সতর্ক করে দিয়ে ট্রাম্প এসব কথা বলেন। খবর আল–জাজিরার।

০৩: ১৫ , জুন ২২

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কী কথা হলো ট্রাম্প ও নেতানিয়াহুর

ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি রয়টার্স

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ।

ওই কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, ইরানে হামলার আগে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইসরায়েলকে সতর্ক করে দেওয়া হয়েছিল।

পরে এক ভিডিও বার্তায় নেতানিয়াহু ইরানে হামলার সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই হামলা ‘ইতিহাস বদলে দেবে’।

ইসরায়েলি প্রধানমন্ত্রী আরও বলেন, ‘অভিনন্দন, প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্রের অসাধারণ আর ন্যায়নিষ্ঠ শক্তি দিয়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে আপনার দৃঢ় সিদ্ধান্ত ইতিহাসকে বদলে দেবে।’

শনিবার দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—এ তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। ট্রাম্প নিজেই তাঁর ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরানে হামলার বিষয়টি নিশ্চিত করেন। ইরানের পক্ষ থেকেও তিন পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এদিকে নাম উল্লেখ না করে ইসরায়েলের একজন সামরিক কর্মকর্তার বরাতে দেশটির সংবাদমাধ্যম কান জানিয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার সময় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ‘পূর্ণ সমন্বয়’ করেছে। তথ্যসূত্র: বিবিসি ও আল–জাজিরা

০৩: ২০ , জুন ২২

ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহানে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইরান

ইরানের পারমাণবিক শক্তি সংস্থার লোগো
ছবি: অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরানের ওয়েবসাইট থেকে নেওয়া

ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার নিন্দা জানিয়েছে তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই)।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, এইওআই বলেছে, এ তিন পারমাণবিক স্থাপনায় ইরানের শত্রুরা বর্বরোচিত হামলা চালিয়েছে। এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন।

এইওআই আরও বলেছে, এমন এক সময়ে এসব হামলা হয়েছে; যখন আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) নির্লিপ্ত রয়েছে, এমনকি মদদদাতার ভূমিকা পালন করছে।

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা বলেছে, তারা ইরানি জনগণকে আশ্বস্ত করছে যে, শত্রুর সব ষড়যন্ত্র সত্ত্বেও হাজারো বিজ্ঞানী ও বিশেষজ্ঞের প্রচেষ্টায় এবং শহীদদের রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই শিল্পের অগ্রগতি থামতে দেবে না তারা।

০৩: ২৩ , জুন ২২

সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস
ফাইল ছবি: রয়টার্স

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ইরানে যুক্তরাষ্ট্রের হামলাকে ‘বিপজ্জনক উত্তেজনার বহিঃপ্রকাশ’ বলে উল্লেখ করেছেন। তিনি হুঁশিয়ার করে বলেছেন, এ হামলার কারণে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। খবর আল জাজিরার।

আন্তোনিও গুতেরেস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘আজ ইরানের ওপর মার্কিন বলপ্রয়োগের ঘটনায় আমি গভীরভাবে উদ্বিগ্ন। আগে থেকেই সংঘাতে লিপ্ত অঞ্চলটিতে এ হামলা বিপজ্জনক উত্তেজনা সৃষ্টি করেছে। এটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।’

মহাসচিব আরও বলেন, ‘এ সংঘাত দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা বাড়ছে। এর ভয়ানক পরিণতি বেসামরিক মানুষ, পুরো অঞ্চল ও বিশ্বের জন্য বিপদ ডেকে আনতে পারে। আমি সদস্য রাষ্ট্রগুলোকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানাচ্ছি। তাদের জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করার আহ্বান জানাচ্ছি।’

‘এ সংকটময় মুহূর্তে অরাজকতা বৃদ্ধির পথ এড়ানো অত্যন্ত জরুরি। এর কোনো সামরিক সমাধান নেই। একমাত্র পথ হলো কূটনীতি। একমাত্র আশা—শান্তি’, বলেন গুতেরেস।

০৪: ২৮ , জুন ২২

যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি দিলেন খামেনির উপদেষ্টা

মার্কিন যুদ্ধজাহাজ
ফাইল ছবি: রয়টার্স

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির প্রভাবশালী একজন উপদেষ্টা মার্কিন নৌবাহিনীর জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। এ প্রণালি বিশ্বজুড়ে জ্বালানি তেল পরিবহনের প্রধান রুটগুলোর একটি। খবর সিএনএনের।

ইরানের কায়হান পত্রিকার প্রধান সম্পাদক হোসেইন শরিয়তমাদারি সতর্ক করে বলেছেন, ‘ফোরদো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর, এখন আমাদের পালা।’ হোসেইন শরিয়তমাদানি ইরানের রক্ষণশীল কণ্ঠস্বর হিসেবে পরিচিত। অতীতে তিনি নিজেকে আয়াতুল্লাহ আলী খামেনির প্রতিনিধি বলে দাবি করেছেন।

সামাজিকমাধ্যম টেলিগ্রামে কায়হানের এক বার্তায় শরিয়তমাদারিকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘কোনো সংশয় বা বিলম্ব না করে প্রথম পদক্ষেপ হিসেবে আমরা অবশ্যই বাহরাইনে যুক্তরাষ্ট্রের নৌবহরে ক্ষেপণাস্ত্র হামলা চালাব এবং একযোগে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সের জাহাজ চলাচলের জন্য হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়া হবে।’

০৫: ০৬ , জুন ২২

ইরানে হামলার পর নিজেই নিজেকে ধন্যবাদ দিলেন ট্রাম্প 

ইরানে হামলার পর হোয়াইট হাউসে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

ইরানের যেকোনো প্রতিশোধমূলক কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র কড়া জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেন, ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধমূলক কাজের ক্ষেত্রে আজ রাতে যা দেখা গেছে, তার চেয়েও বেশি শক্তি প্রয়োগ করে জবাব দেওয়া হবে।’

পোস্টের শেষে ট্রাম্প আরও লিখেন, ‘ধন্যবাদ! ডোনাল্ড জে ট্রাম্প, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’ খবর আল–জাজিরার।

০৫: ৪৪ , জুন ২২

সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে  : ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ছবি: রয়টার্স

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর মধ্য দিয়ে ওয়াশিংটন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে।

শনিবার দিবাগত রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এরপর প্রকাশ্যে প্রথম প্রতিক্রিয়া জানাতে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আব্বাস আরাগচি জানান, ‘ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ যুক্তরাষ্ট্র জাতিসংঘ সনদ, আন্তর্জাতিক আইন ও এনপিটির গুরুতর লঙ্ঘন করেছে।’

আব্বাস আরাগচি আরও জানান, নিজেদের সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণকে রক্ষা করার জন্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে ইরানের ।

০৬: ০৮ , জুন ২২

নিজেদের আকাশসীমা বন্ধ করল ইসরায়েল

মধ্যপ্রাচ্যের আকাশসীমার প্রতীকী ছবি
ছবি: রয়টার্স

ইসরায়েলের বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশটির আকাশসীমা বন্ধ থাকবে।

ইরানের সঙ্গে সংঘাতের ‘সাম্প্রতিক পরিস্থিতিতে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, মিসর আর জর্ডানের সঙ্গে স্থল সীমান্ত ক্রসিংয়ে স্বাভাবিক কার্যক্রম চলবে। খবর আল–জাজিরার।

০৬: ১২ , জুন ২২

ইরানে হামলার সময় ট্রাম্প যেখানে ছিলেন

যুক্তরাষ্ট্রের বোমারু বিমানগুলো যখন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালাচ্ছিল, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন ওয়াশিংটনে। হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সসহ প্রশাসনের কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি। ওই সময়ের ছবি প্রকাশ করেছে হোয়াইট হাউস।

০৬: ৩২ , জুন ২২

ইসরায়েলের ১০ স্থানে হামলা চালিয়েছে ইরান, আহত ১১

হামলাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে এমডিএম
ছবি: এমডিএম

ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ১১ জন আহত হয়েছে। এমডিএমের বরাতে টাইমস অব ইসরায়েল এ খবর জানিয়েছে।

ইসরায়েলের জরুরি সেবা সংস্থার মুখপাত্র বলেছেন, ইসরায়েলের ১০টি স্থানে রকেট ও গোলা হামলা হয়েছে। কারমেল, হাইফা, তেল আবিব ও ইসরায়েলের উত্তরাঞ্চলে এসব হামলা হয়েছে। দেশটির বেশির ভাগ এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। খবর আল জাজিরার

আরও পড়ুন
০৬: ৪৯ , জুন ২২

ইসরায়েলে বেন গুরিয়ন বিমানবন্দরসহ কয়েকটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা: ইরানের রাষ্ট্রীয় টিভি

ইসরায়েলের আকাশে ইরানি ক্ষেপণাস্ত্র
ছবি: রয়টার্স

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, আজ রোববার ইসরায়েলের বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও রয়েছে। খবর বিবিসির।

এ ছাড়া অন্যান্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে সাহায্যকারী ঘাঁটি, কমান্ড ও কন্ট্রোল সেন্টার এবং একটি জৈব গবেষণা কেন্দ্র।

ইরানের অভিজাত সামরিক বাহিনী ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) বরাতে দেশটির রাষ্ট্রায়ত্ত্ব টেলিভিশন জানায়, দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এসব হামলা চালানো হয়েছে।

আরও পড়ুন
০৭: ০৭ , জুন ২২

ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় তেজস্ক্রিয়তা বাড়েনি: আইএইএ

জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) লোগোসংবলিত একটি পতাকা অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটির প্রধান কার্যালয়ের সামনে উড়ছে
ছবি: রয়টার্স

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আজ রোববার এক বিবৃতিতে এ কথা জানায়। এতে আরও বলা হয়, ‘ইরানের পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে আইএইএ তার পরবর্তী মূল্যায়ন জানাবে।’

গতকাল শনিবার রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে। তেহরানের পারমাণবিক শক্তি সংস্থা ‘অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশন অব ইরান’ (এইওআই) বলেছে, এ হামলা আন্তর্জাতিক আইন, বিশেষ করে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির (এনপিটি) লঙ্ঘন।

যদিও ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলেছে, যে তিনটি পারমাণবিক স্থাপনায় হামলার কথা যুক্তরাষ্ট্র বলছে, আদতে সেখানে তেজস্ক্রিয়তা সৃষ্টি করার মতো কোনো পদার্থ নেই।

আরও পড়ুন
০৭: ৪২ , জুন ২২

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

মোসাদ
প্রতীকী ছবি

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে দোষী সাব্যস্ত হওয়ার পর এক ব্যক্তিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। ইরানের বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজানের অনলাইন প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।

মিজান জানায়, আজ রোববার সকালে মাজিদ মোসায়েবি নামে ওই ব্যক্তির ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে তাঁর বিরুদ্ধে পুরো ফৌজদারি প্রক্রিয়ায় বিচার হয়। ইরানের সুপ্রিম কোর্ট মাজিদের সাজা নিশ্চিত করেন।

মাজিদের বিরুদ্ধে ইরানের ‘স্পর্শকাতর বিভিন্ন তথ্য’ মোসাদের হাতে তুলে দেওয়ার অভিযোগ ছিল। খবর আল জাজিরার।

আরও পড়ুন
০৭: ৫৯ , জুন ২২

ইরানের আলোচনার টেবিলে ফেরা উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেছেন, ইরানের পারমাণবিক হুমকি ‘প্রশমনের’ জন্যই যুক্তরাষ্ট্র দেশটিতে হামলা চালিয়েছে। খবর বিবিসির।

ইরানের তিন পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বলেন, ‘ইরানের পারমাণবিক কর্মসূচি আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। নিরাপত্তার হুমকি দূর করার জন্য যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিয়েছে।’

কিয়ার স্টারমার আরও বলেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

১০ দিনে ইরানের যেসব জায়গায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালিয়েছে 

একনজরে দেখে নিন ১৩ জুন থেকে আজ রোববার পর্যন্ত ইরানের যেসব জায়গায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে।

০৮: ৩১ , জুন ২২

ইরান পরিস্থিতি নিয়ে আগামীকাল জরুরি বৈঠকে বসবে আইএইএ

আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসি
ছবি : রয়টার্স

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক জেনারেল রাফায়েল গ্রোসি জানিয়েছেন, ইরানে জরুরি পরিস্থিতি বিবেচনায় সোমবার আইএইএ–এর বোর্ড অফ গভর্নররা জরুরি বৈঠকে বসবেন।

আজ রোববার সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে আইএইএ–এর পরিচালক এ কথা জানান। খবর আল জাজিরার।

এর আগে আইএইএ বলেছে, ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা চালানোর পরও ‘আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির’ কোনো তথ্য পাওয়া যায়নি। খবর বিবিসির।

গতকাল শনিবার রাতে ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইস্পাহান—তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।পরে ইরানও তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার বিষয় নিশ্চিত করে।

০৯: ১৯ , জুন ২২

পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলায় আইএইএ–এর তদন্ত চায় ইরান

ইসরায়েলের সামরিক বাহিনীর মুখপাত্র এই ছবি দেখিয়ে বলেছেন, ইরানের ইস্পাহানে পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হয়েছে। ইরান, ২১ জুন, ২০২৫
ছবি: সামরিক বাহিনীর মুখপাত্রের এক্স পোস্ট থেকে

পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ঘটনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থাকে (আইএইএ) তদন্ত করতে বলেছে ইরান। দেশটির এসএনএন নিউজ নেটওয়ার্কের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

এসএনএন নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আইএইএর প্রধান রাফায়েল গ্রোসিকে চিঠি লিখেছেন ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান মোহাম্মদ এসলামি। চিঠিতে তিনি গতকাল শনিবার রাতে মার্কিন হামলার তদন্তের দাবি জানিয়েছেন।

মোহাম্মদ এসলামি মার্কিন পদক্ষেপের নিন্দা জানাতে এবং কার্যকর ব্যবস্থা নিতে আইএইএর প্রধানের প্রতি আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে তিনি রাফায়েল গ্রোসির ‘নিষ্ক্রিয়তা এবং দুষ্কর্মে সহায়তার’ জন্য সমালোচনা করেন। বলেন, ইরানের পক্ষ থেকে ‘যথাযথ আইনি ব্যবস্থা’ নেওয়া হবে।

এর আগে রাফায়েল গ্রোসি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ইরানের জরুরি পরিস্থিতি বিবেচনায় আগামীকাল সোমবার আইএইএ–এর বোর্ড অব গভর্নররা জরুরি বৈঠকে বসবেন।

আরও পড়ুন
০৯: ৫৪ , জুন ২২

ছবিতে ইরানের হামলায় তেল আবিবের ক্ষতিগ্রস্ত এলাকা 

ইসরায়েলের তেল আবিবে আজ রোববার সকাল থেকে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। গতকাল শনিবার রাতে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এরপর আজ সকাল থেকে ইসরায়েলের বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইরান। ইসরায়েলের জরুরি পরিষেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডম (এমডিএম) বলেছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ১০ জায়গায় ১১ জন আহত হয়েছে। রয়টার্সের ছবিতে দেখুন তেল আবিবের ক্ষতিগ্রস্ত কয়েকটি এলাকা

১ / ৩
১০: ১৩ , জুন ২২

আলোচনা ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েল, ইরান ফিরবে কীভাবে: পররাষ্ট্রমন্ত্রী আরাগচি 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: এএফপি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তাতে তিনি ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর তাঁর দেশকে আলোচনায় ‘ফিরতে’ ইউরোপীয় কর্মকর্তাদের আহ্বানের জবাব দিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রশ্ন তুলেছেন, ‘ইরান যেটা ছেড়ে আসেনি, সেখানে ফিরবে কীভাবে?’

আব্বাস আরাগচি লিখেছেন, ‘গত সপ্তাহে, আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিচ্ছিলাম, তখন ইসরায়েল তা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়। এরপর এ সপ্তাহে এসে, আমরা ইইউর (ইউরোপীয় ইউনিয়ন) সঙ্গে বসেছিলাম। তখন যুক্তরাষ্ট্র সেই কূটনৈতিক প্রচেষ্টা ভেস্তে দেওয়ার পথ বেছে নেয়।’

আরও পড়ুন

ওই পোস্টে আরাগচি আরও লেখেন, কাজেই আপনি কী উপসংহার টানবেন? যুক্তরাজ্য এবং ইইউর উচ্চ পর্যায়ের প্রতিনিধির কাছে, ইরানকে আলোচনার টেবিলে ‘ফিরে আসতে হবে’ বলা হচ্ছে— কিন্তু ইরান কীভাবে এমন কিছুতে ফিরে যেতে পারে, যা কখনও ছেড়ে আসেনি, কিংবা ভেস্তে দেয়নি?’

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ বলেছেন, আমরা ইরানকে আলোচনার টেবিলে ফিরে আসতে এবং চলমান সংকটের অবসান ঘটাতে কূটনৈতিক সমাধানে পৌঁছানোর আহ্বান জানাচ্ছি।

১১: ১৮ , জুন ২২
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইস্তাম্বুলে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। তুরস্ক, ২২ জুন ২০২৫
ছবি: এএফপি

প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ‘গুরুত্বপূর্ণ আলোচনার’ জন্য রাশিয়া যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তিনি আজ রোববার রাশিয়া যাচ্ছেন। মস্কোয় আগামীকাল সোমবার তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। সেখানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ হবে।

আল–জাজিরার খবরে বলা হয়, তুরস্কের ইস্তাম্বুলে এক সংবাদ সম্মেলনে আরাগচি বলেন, ‘রাশিয়া ইরানের বন্ধু। আমরা একটা কৌশলগত অংশীদারত্ব উপভোগ করছি। সব সময় আমরা পরস্পরের সঙ্গে পরামর্শ করি এবং সমন্বয় করি।’

আরাগচি বলেন, ‘আমি আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।’

রাশিয়া ও ইরান গত জানুয়ারিতে একটি ‘বিস্তৃত অংশীদারত্ব চুক্তি’ স্বাক্ষর করে, যা তাদের ঘনিষ্ঠ কৌশলগত মৈত্রীকে আরও মজবুত করে। তবে এই চুক্তিতে কেউ হামলার শিকার হলে পারস্পরিক সামরিক প্রতিরক্ষার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।

আরও পড়ুন
১১: ৪৩ , জুন ২২
রাশিয়ার পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’: রাশিয়া

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে রাশিয়া।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এ মন্তব্য করেছে বলে জানিয়েছে আল-জাজিরা। বিবৃতিতে বলা হয়, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও বোমা হামলা চালানোর এই দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত। যে যুক্তিই দেওয়া হোক না কেন—আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলোর সুস্পষ্ট লঙ্ঘন এই হামলা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা আগ্রাসন বন্ধের আহ্বান জানাচ্ছি। চলমান পরিস্থিতিকে রাজনৈতিক ও কূটনৈতিক পথে ফিরিয়ে নেওয়ার উপযুক্ত পরিবেশ তৈরিতে প্রচেষ্টা বাড়ানোর ওপর জোর দিচ্ছি।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ রোববার রাশিয়া যাচ্ছে। আগামীকাল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর বৈঠক করার কথা রয়েছে।

১২: ০০ , জুন ২২
চীনের পতাকা
ফাইল ছবি

ইরানে হামলার ‘তীব্র নিন্দা’ চীনের, থামতে বলল ইসরায়েলকে

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়েছে চীন। পাশাপাশি সংঘাতের সব পক্ষকে, বিশেষ করে ইসরায়েলকে দ্রুত যুদ্ধবিরতিতে যাওয়ার আহ্বান জানিয়েছে বেইজিং।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ রোববার এক বিবৃতিতে এসব কথা জানায়। বিবৃতিতে চীন বলেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।

১২: ১১ , জুন ২২

ইরানের বুশেহর ও ইয়াজদ প্রদেশে বিস্ফোরণ

ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে আল-জাজিরা জানায়, ইয়াজদ প্রদেশে বিস্ফোরণ ঘটেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

এ ছাড়া দেশটির বুশেহর প্রদেশে ‘জোরালো বিস্ফোরণের’ শব্দ শোনা গেছে বলে পৃথকভাবে জানানো হয়েছে।

১২: ৪৬ , জুন ২২
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন সংবাদ সম্মেলনে ইরানে হামলার নানা দিক তুলে ধরেন। পেন্টাগন, যুক্তরাষ্ট্র, ২২ জুন ২০২৫
ছবি: এএফপি

অভিযানের নাম ‘অপারেশন মিডনাইট হ্যামার’, বি-২ বিমান যায় যুক্তরাষ্ট্র থেকে, ‘কোনো প্রতিরোধ করেনি ইরান’

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানিয়েছেন, ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে পরিচালিত অভিযানে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এ হামলার লক্ষ্যে যুক্তরাষ্ট্র থেকে বি-২ বোমারু বিমান স্থানীয় সময় শুক্রবার উড্ডয়ন করে। ১৮ ঘণ্টার ফ্লাইট শেষে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে হামলা চালায় বিশেষ এই বিমান।

মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে আজ রোববার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান কেইন। আল-জাজিরার খবরে বলা হয়, কেইন জানান, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একাধিক শাখা পরিকল্পিতভাবে ও সমন্বিতভাবে এই অভিযান পরিচালনা করে।

ইরানে হামলা চালানোর সময় দেশটির প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে কোনো প্রতিরোধ আসেনি বলে উল্লেখ করেন জেনারেল কেইন। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী থেকে ‘কোনো গুলি ছোড়ার ইঙ্গিত পাওয়া যায়নি।’ এই মার্কিন জেনারেল আরও বলেন বলেন, ‘ইরানের যুদ্ধবিমান আকাশে ওড়েনি, মনে হচ্ছে তাদের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের শনাক্তই করতে পারেনি।’

১৩: ১৯ , জুন ২২
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ পেন্টাগনে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। যুক্তরাষ্ট্র, ২২ জুন
ছবি: এএফপি

এই মিশনের লক্ষ্য ইরানের সরকার পরিবর্তন নয়: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

ইরানে মার্কিন হামলার লক্ষ্য দেশটির সরকারের পরিবর্তনের লক্ষ্যে নয় বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই মিশনের লক্ষ্য ছিল ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্রের হুমকি ঠেকানো।

আল–জাজিরার খবরে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে ইরানের বর্তমান সরকার পরিবর্তন যুক্তরাষ্ট্রের নীতিগত লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে হেগসেথ বলেন, ‘এই মিশন সে জন্য ছিল না, (ইরানের) সরকার পরিবর্তনের জন্য নয়।’ তিনি এই হামলাকে ‘নির্ভুল সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করে বলেন, হামলার লক্ষ্য ‘ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে আমাদের জাতীয় স্বার্থের ওপর আসা হুমকি ঠেকানো।’

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা আগেও রিপোর্ট করেছি—অনেক বিশেষজ্ঞ যুক্তরাষ্ট্রের এই দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন যে, ইরানের পারমাণবিক কর্মসূচি আসলেই হুমকি সৃষ্টি করেছিল।’ ইরান বরাবরই বলে আসছে, তাদের এই কর্মসূচি পুরোপুরি বেসামরিক।

১৪: ৩৮ , জুন ২২
‘টাওয়ার ২২’ নামে পরিচিত মার্কিন সামরিক ঘাঁটির স্যাটেলাইটে ধারণ করা দৃশ্য। জর্ডানের রওয়াইশ ডিস্ট্রিক্টের রুকবানে, ১২ অক্টোবর ২০২৩
ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো কি ইরানের হামলার  ঝুঁকিতে

ইরানে সরাসরি মার্কিন হামলার পর তেহরান কীভাবে এর জবাব দেয়, তার দিকে তাকিয়ে বিশ্ব। ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন দেশে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে ৪০ হাজারের বেশি মার্কিন সেনা রয়েছেন। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ইরানের নেতৃত্বে যে ধরনের হামলাই হোক, এসব ঘাঁটিগুলো তার মূল লক্ষ্যবস্তু হওয়ার ঝুঁকিতে রয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ঘাঁটি রয়েছে কুয়েতে—৫টি। এ ছাড়া বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ওমানে মার্কিন ঘাঁটি রয়েছে। এর বাইরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে সিরিয়া, ইরাক, জর্ডান, সৌদি আরব ও মিশরে।

আরও পড়ুন
১৫: ২১ , জুন ২২
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ পরিবহন করা হয়
ফাইল ছবি: রয়টার্স

বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার অনুমোদন দিল ইরানের পার্লামেন্ট 

বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। আজ রোববার দেশটির পার্লামেন্টে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

আজ ইরানের প্রেস টিভি জানিয়েছে, হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে ইরানের পার্লামেন্ট প্রাথমিকভাবে অনুমোদন দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদকে।

বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। তবে এই গুরুত্বপূর্ণ নৌপথ বন্ধের সিদ্ধান্ত এখনো চূড়ান্ত নয়।

পার্লামেন্ট সদস্য ও ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার এসমাইল কোসারি আজ ইয়াং জার্নালিস্ট ক্লাবকে বলেন, এই বিষয়টি এখন আলোচ্যসূচিতে রয়েছে এবং ‘প্রয়োজন হলেই কার্যকর করা হবে’।

আরও পড়ুন
১৮: ০৪ , জুন ২২
হোয়াইট হাউসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সঙ্গে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও প্রতিরক্ষামন্ত্রী পিটার হেগসেথ
ছবি: রয়টার্স

ট্রাম্প ইরানে হামলার সিদ্ধান্ত দেন শনিবার, বোমা ফেলার আগের মিনিটেও বন্ধ করতে পারতেন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার চূড়ান্ত নির্দেশ দেন শনিবার। একই দিনে তা কার্যকর করা হয়। হোয়াইট হাউসের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন। হামলা চালানোর আগে শেষ মিনিটেও ট্রাম্পের সিদ্ধান্ত পরিবর্তন করার ক্ষমতা ছিল বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।

ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যুক্ত হবে কি না তা নিয়ে গত কয়েক দিন ধরেই চিন্তাভাবনা করছিলেন ট্রাম্প। কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নিতে গত বৃহস্পতিবার দুই সপ্তাহ সময়ের কথা উল্লেখ করে এই দুই সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছিলেন। তবে অভ্যন্তরীণ আলোচনায় তিনি ইসরায়েলের সামরিক অভিযানে যুক্ত হওয়ার দিকেই ঝুঁকছিলেন।

এরপর শনিবার ট্রাম্প চূড়ান্ত সিদ্ধান্ত নেন ইরানে হামলা চালানোর। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে তিনি অভিযান এগিয়ে নিতে ‘সবুজ সংকেত’ দেন।

যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইনের দেওয়া সময় অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬ টা ৪০ মিনিটে দুটি পারমাণবিক স্থাপনায় ‘বাংকার বাস্টার’ বোমা ফেলা হয়। ইরানের স্থানীয় সময় অনুযায়ী সেটি ছিল রোববার ভোর ২টা ১০ মিনিট।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রোববার এনবিসির ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে বলেন, ‘বোমা পড়ার মাত্র কয়েক মিনিট আগে ট্রাম্প সিদ্ধান্ত নেন। ভ্যান্স বলেন, এই হামলা চালানোর আগে শেষ মিনিট পর্যন্ত তা বন্ধ করার ক্ষমতা তাঁর ছিল। এবং তিনি তা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন
১৮: ১২ , জুন ২২

ইসরায়েলি হামলায় ইরানে ৯ জন নিহত

ইরানে ইসরায়েলের হামলায় ইয়াজদ প্রদেশে ৯ জন নিহত হয়েছে। রোববার এই হামলা চালানো হয়। ইরানের ফার্স নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে ইসরায়েলি বাহিনী দুইটি সামরিক স্থাপনায় হামলা চালায়। এতে ৯ জন নিহত হন।

সরকারি কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে সাতজন ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদস্য এবং দুজন নিয়মিত সেনাসদস্য।

সূত্র: আল–জাজিরা

১৮: ৩১ , জুন ২২
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান (তির চিহ্নিত) তেহরানে বিক্ষোভে যোগ দেন। ইরান, ২২ জুন ২০২৫
ছবি: মেহের নিউজ এজেন্সির সৌজন্যে

তেহরানে বিক্ষোভে যোগ দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান দেশটিতে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে রাজধানী তেহরানে অনুষ্ঠিত বিক্ষোভে যোগ দেন। রোববার এই বিক্ষোভ হয়।

সিএনএনের খবরে বলা হয়, ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, তেহরানের ঐতিহাসিক ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান দেন। বিক্ষোভকারীদের অনেকেরই হাতে ছিল ইরানের জাতীয় পতাকা।

ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির খবরে বলা হয়, ইনকিলাব স্কয়ারে বিক্ষোভকারীদের সঙ্গে যোগ দেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। বিক্ষোভকারীদের কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড। যাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলবিরোধী স্লোগান লেখা ছিল। কোনোটিতে লেখা ছিল, ‘ইরান আমাদের মাতৃভূমি। তার মাটি আমাদের সম্মান, তার পতাকা আমাদের কাফন।’

তেহরানের ইনকিলাব স্কয়ারে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিশাল বিক্ষোভ যোগ দেন ইরানের মানুষ। ইরান, ২২ জুন ২০২৫
ছবি: এএফপি
১৯: ১৪ , জুন ২২
ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা
ফাইল ছবি: এএফপি

ইরানের ফর্দো পরমাণু স্থাপনা ‘অনেক আগেই’ খালি করা হয়, ‘প্রবেশপথে ছিল ১৬টি ট্রাক’

তিনটি পরমাণু স্থাপনায় চালানো মার্কিন হামলার কথা স্বীকার করেছে ইরান। রয়টার্সের খবরে বলা হয়, দেশটির কোম এলাকায় পার্লামেন্ট সদস্য মানান রাইসি জানিয়েছেন, হামলায় ফর্দো পারমাণবিক স্থাপনার ‘মারাত্মক কোনো’ ক্ষয়ক্ষতি হয়নি। যুক্তরাষ্ট্র এই হামলা চালাতে পারে, এমন অনুমান থেকে স্থাপনাটি ‘অনেক আগেই’ খালি করা হয়েছিল বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।

ইরানি নেতাদের এমন ভাষ্যের সত্যতার ইঙ্গিত পাওয়া গেছে। আল–জাজিরার খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি মহাকাশপ্রযুক্তি প্রতিষ্ঠান মাক্সারের ধারণ করা স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ১৯ ও ২০ জুন ফর্দো পারমাণবিক স্থাপনার প্রবেশপথে ১৬টি পণ্যবাহী ট্রাক অবস্থান করছিল। এ সময় সেখানে কিছু বুলডোজারও দেখা যায়। তবে ট্রাকগুলোতে করে কী পরিবহন করা হয়েছে, তা জানা যায়নি।

ফর্দো, নাতাঞ্জ ও ইসফাহান পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়েছে ইরানের আণবিক সংস্থা। হামলার পর তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়েনি বলেও জানিয়েছে সংস্থাটি। তেজস্ক্রিয়তার মাত্রা বাড়েনি বলে জানিয়েছে জাতিসংঘের পারমাণবিক নজরদারি সংস্থা আইএইএ। সৌদি আরব এবং কুয়েতও জানিয়েছে, তেজস্ক্রিয়তার মাত্রা বৃদ্ধির কোনো আলামত পাওয়া যায়নি।

১৯: ২৪ , জুন ২২

তেহরানে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

ইরানের রাজধানী তেহরান ও দেশটির পশ্চিমাঞ্চলে হামলা চালাচ্ছে ইসরায়েল। আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনীর জানিয়েছে, তাদের বাহিনী বর্তমানে তেহরান ও ইরানের পশ্চিমাঞ্চলে ‘সামরিক অবকাঠামো’ লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

এই ঘোষণার মধ্যে ইরানি গণমাধ্যমগুলো জানায়, ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর কেরমানশাহে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

২১: ৩২ , জুন ২২
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ট্রুথ সোশ্যালের লোগোর একটি ত্রিমাত্রিক প্রিন্টেড মিনি মডেল
ছবি: রয়টার্স

ইরানে সরকার পরিবর্তন কেন নয়: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় রোববার বিকেল ৫টার দিকে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেন, ‘সরকার পরিবর্তন (রেজিম চেঞ্জ) শব্দটি রাজনৈতিকভাবে সঠিক নয়। কিন্তু ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি দেশটিকে আবার মহান করতে না পারে, তাহলে কেনই বা সরকার পরিবর্তন হবে না??? মিগা!!!’ এখানে মিগা বলতে ‘মেক ইরান গ্রেট এগেইন’ বোঝানো হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা, সরকার পরিবর্তন নয়।

কিন্তু ট্রাম্পের সর্বশেষ মন্তব্য হেগসেথের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক।

আলাদা একটি পোস্টে ট্রাম্প আরও জানিয়েছেন, ইরানে হামলা চালানো বি-২ বোমারু বিমানগুলো মিসৌরিতে নিরাপদে ফিরে এসেছে।

২২: ০৩ , জুন ২২
ইরানের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে ইরানের রাষ্ট্রদূত আলি বাহরেইনি স্থানীয় সময় রোববার বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং তা যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপের ফল।

তিনি অভিযোগ করেন, ইসরায়েল কূটনীতির মাধ্যমে সংকট সমাধানের পথ ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছে। ইরানে তাদের হামলার (১৩ জুন ভোররাতে) মাত্র দুই দিন পরেই তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার ষষ্ঠ দফার বৈঠক হওয়ার কথা ছিল।

বাহরেইনি বলেন, ‘পশ্চিমা দেশগুলো চায় আমরা আবার আলোচনার টেবিলে ফিরি। কিন্তু আমরা সেই টেবিল থেকে কখনই সরিনি। তাই ফিরে আসার প্রশ্নই ওঠে না।’

তিনি আরও বলেন, পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি (এনপিটি) এখন একটি রাজনৈতিক অস্ত্রে রূপান্তরিত হয়েছে, যা হামলা ও বেআইনি পদক্ষেপের অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

ইরানের আহ্বানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে নিরাপত্তা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

সূত্র: আল জাজিরা

২২: ২৫ , জুন ২২
ইসরায়েলের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের কূটনীতি ‘সময় ক্ষেপণের কৌশল’: জাতিসংঘে ইসরায়েলের অভিযোগ

জাতিসংঘে ইসরায়েলের স্থায়ী প্রতিনিধি ড্যানি ড্যানন অভিযোগ করেছেন, ইরান তার পারমাণবিক কর্মসূচিকে ঘিরে কূটনীতিকে ‘সময় ক্ষেপণের কৌশল’ হিসেবে ব্যবহার করছে। তাঁর অভিযোগ, ইরান আলোচনার কথা বলে সময় ক্ষেপণের মাধ্যমে ইউরেনিয়াম সমৃদ্ধি এবং ক্ষেপণাস্ত্র নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে চলমান বৈঠকে ড্যানন দাবি করেন, ‘বারবার কূটনৈতিক চেষ্টা করা হয়েছিল। কিন্তু তেহরান অন্য পরিকল্পনা বাস্তবায়ন করেছিল। তারা আলোচনার টেবিলকে একটি ছদ্মবেশ, সময় ক্ষেপণের কৌশল হিসেবে ব্যবহার করেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘ইরান এমন সব চুক্তি নিয়ে দর–কষাকষি করছিল, যেগুলো মানার ইচ্ছা তাদের ছিল না। দেশটি প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ কখনো করেনি। নির্ধারিত সময়সীমাকে অবজ্ঞা করেছে এবং (পরমাণু স্থাপনায় জাতিসংঘের) নজরদারি বন্ধ করে দিয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড্যানন বলেন, ‘মুক্ত বিশ্বের নেতা হিসেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করে দিয়েছে। এসব স্থাপনা ছিল মুক্তি বিশ্বের জন্য অস্তিত্বের জন্য সর্বোচ্চ হুমকি।’

তবে, তেহরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি বোমার জন্য নয়, বরং শান্তিপূর্ণ ব্যবহারের জন্য।

২২: ৪৭ , জুন ২২
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য দিচ্ছেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়া
ফাইল ছবি: এএফপি

পারমাণবিক হুমকি রুখতেই ইরানে হামলা: জাতিসংঘে মার্কিন প্রতিনিধি

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ডরোথি শে বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচির হুমকি প্রতিরোধ করতেই দেশটিতে হামলা চালানো হয়েছে।

জাতিসংঘ সদর দপ্তরে ইরানের ডাকা এই জরুরি বৈঠকে ডরোথি শে অভিযোগ করেন, ‘ইরান বহুদিন ধরে তাদের পারমাণবিক কর্মসূচি গোপন ও জটিল করে তুলেছে এবং সদিচ্ছাপূর্ণ আলোচনাকে ব্যর্থ করে দিয়েছে। এই হুমকি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। তাই এমন এক উৎস নির্মূল করাই ছিল যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য দীর্ঘদিন ধরে হুমকি হয়ে আছে।’

তিনি বলেন, ‘মার্কিন নাগরিক বা ঘাঁটির ওপর ইরানের যেকোনো প্রত্যক্ষ বা পরোক্ষ হামলার ভয়াবহ জবাব দেওয়া হবে।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডরোথি শে’র মতে, নিরাপত্তা পরিষদের ইরানের প্রতি এই আহ্বান জানানো উচিত, যেন তারা ইসরায়েল ধ্বংসের প্রচেষ্টা বন্ধ করে।

তিনি বলেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা ত্যাগ করতে হবে এবং এ বিষয়ে আন্তরিকভাবে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সহযোগিতা করতে হবে। মার্কিন নাগরিক ও স্বার্থকে লক্ষ্যবস্তু বানানো বন্ধ করা উচিত ইরানের।

২৩: ১৯ , জুন ২২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার
ফাইল ছবি : এএফপি

ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না: ফোনে স্টারমার-ট্রাম্পের ঐকমত্য

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট জানিয়েছে, লন্ডনের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় হওয়া এই ফোনালাপে দুই নেতা ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য ‘গম্ভীর হুমকি’ হিসেবে উল্লেখ করেছেন।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলা নিয়েও তাঁরা আলোচনা করেছেন। স্টারমার ও ট্রাম্প মনে করেন, এই হামলা ইরান থেকে আসা হুমকি কমানোর একটি প্রচেষ্টা।

ডাউনিং স্ট্রিটের বিবৃতির বরাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না, এই বিষয়ে তাঁরা একমত।

এই দুই নেতা বলেন, আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানে পৌঁছাতে ইরানের যত দ্রুত সম্ভব আলোচনার টেবিলে ফিরে আসা প্রয়োজন। তাঁরা ভবিষ্যতেও ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখবেন বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

২৩: ৪০ , জুন ২২
জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ
ফাইল ছবি: এএফপি

ট্রাম্পকে শান্তিতে নোবেলের সুপারিশের ঘোষণার পরদিনই যুক্তরাষ্ট্রের নিন্দা পাকিস্তানের

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার একদিন পর জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমদ বলেছেন, ইসলামাবাদ এই হামলার নিন্দা জানায়।

স্থানীয় সময় রোববার নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে আহমদ বলেন, ‘ইসরায়েলের আগ্রাসন ও অবৈধ পদক্ষেপের ফলে ওই অঞ্চলে যে উত্তেজনা ও সহিংসতা ভয়াবহভাবে বেড়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এর আরও বিস্তার ঘটলে তা পুরো অঞ্চল ও বাইরের জন্যও বিপর্যয় ডেকে আনবে।’

পাকিস্তানের এই কূটনীতিক বলেন, এই কঠিন সময়ে পাকিস্তান ইরানের সরকার ও ‘ভ্রাতৃপ্রতিম জনগণের’ সঙ্গে সংহতি প্রকাশ করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, আসিম ইফতিখারের এসব মন্তব্যের মাত্র একদিন আগেই পাকিস্তান ঘোষণা দিয়েছিল, তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তির নোবেল পুরস্কারের জন্য সুপারিশ করবে।

২৩: ৫৯ , জুন ২২
ইসরায়েলের রেহোভোটে এলবিট সিস্টেমস লিমিটেডের ড্রোন কারখানায় হারমেস ৯০০ ড্রোন পরীক্ষা করছেন এক কর্মী। ২৮ জুন ২০১৮
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের হারমেস ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, দেশটির আকাশসীমায় ইসরায়েলের একটি ‘হারমেস ৯০০’ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

এই খবরের অল্প সময় আগে ইসরায়েল দাবি করেছিল, তারা ইরানে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অবস্থিত একটি ‘ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের লঞ্চার’কে নিশানা করে এসব হামলা চালানো হয়েছিল।

হারমেস ৯০০ ড্রোন ইসরায়েলের অন্যতম উচ্চক্ষমতাসম্পন্ন মানুষবিহীন বিমান, যা নজরদারি ও আক্রমণ উভয় কাজেই ব্যবহার করা হয়।

ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়ে ইসরায়েল তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানায়নি বলে উল্লেখ করা হয়েছে আল জাজিরার প্রতিবেদনে।

০০: ১৮ , জুন ২৩
যুক্তরাষ্ট্রের পতাকা
ফাইল ছবি: এএফপি

মার্কিন নাগরিকদের জন্য বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি

ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতের জেরে বিশ্বব্যাপী নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। এতে বিদেশে অবস্থানকারী মার্কিন নাগরিকদের বাড়তি সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

স্থানীয় সময় রোববার দেশটির পররাষ্ট্র দপ্তরের জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যে ভ্রমণ ব্যাহত হচ্ছে এবং অঞ্চলটির আকাশসীমা কখনো কখনো বন্ধ রাখা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থবিরোধী বিক্ষোভের আশঙ্কা রয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র দপ্তরের পরামর্শ দিয়েছে, মার্কিন নাগরিকেরা যেন ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের তথ্য ও সাম্প্রতিক নিরাপত্তা সতর্কতাগুলো মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখে নেন।

এদিকে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এরই মধ্যে নিজ দেশেও ‘উচ্চমাত্রার হুমকি পরিস্থিতি’ সম্পর্কে সতর্কতা জারি করেছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে নিম্ন মাত্রার সাইবার হামলা ও একক হামলাকারীর (লোন উলফ) আক্রমণের আশঙ্কা বৃদ্ধি পেয়েছে।

বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে নিজ নাগরিকদের সতর্ক থাকা এবং নিয়মিত তথ্য হালনাগাদ রাখা জরুরি বলে মনে করে যুক্তরাষ্ট্র।

০০: ৫২ , জুন ২৩
ফ্রান্সের ট্রিগুয়েরে ভারমিলিয়ন এনার্জি সাইটে একটি পাম্পজ্যাক। ১৪ জুন ২০২৪
ফাইল ছবি: রয়টার্স

ইরানে মার্কিন হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় হামলার পরের দিন রোববার রাতেই যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে তেলের ফিউচার দাম বেড়েছে।

যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেলের মূল্য ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি ব্যারেলের দাম দাঁড়িয়েছে ৭৬ দশমিক ৪৭ ডলার। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে হয়েছে ৭৪ দশমিক ৫৯ ডলার।

তবে, শেয়ারবাজারে সার্বিকভাবে বিপরীত চিত্র দেখা গেছে। ডাও ফিউচারস সূচক ২৫০ পয়েন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমেছে।এসঅ্যান্ডপি ৫০০ ফিউচারস এবং নাসডাক ফিউচারস— উভয় সূচকই প্রায় শূন্য দশমিক ৬ থেকে শূন্য দশমিক ৭ শতাংশ কমেছে।

এদিকে বিশ্ববাজারে এই অস্থিরতার মধ্যেই মার্কিন ডলারের মান বেড়েছে প্রায় শূন্য দশমিক ৩ শতাংশ। বৈশ্বিক সংকট ও অনিশ্চয়তার সময়ে ডলারের মান সাধারণভাবে বৃদ্ধি পায়। তবে, ট্রাম্প প্রশাসনের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির কারণে এই প্রবণতা এবার কতটা স্থায়ী হবে, তা নিয়ে সংশয় রয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, ইরান-ইসরায়েল সংঘাতে নতুন মাত্রা ও মার্কিন পদক্ষেপের প্রতিক্রিয়ায় বাজারে উদ্বেগ বাড়ছে, যার প্রভাব সরাসরি জ্বালানি ও বিনিয়োগ খাতে পড়ছে।

রোববার বিশ্ব বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি বন্ধের অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।

এই প্রণালি বন্ধ থাকলে বিশ্ববাজারে তার বড় প্রভাব পড়বে। বিশ্বের মোট জ্বালানি তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালি দিয়েই পরিবহন করা হয়। 

আরও পড়ুন
০১: ৫৯ , জুন ২৩

ইরানে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ৩

ইরানের মধ্যাঞ্চলে অ্যাম্বুলেন্সে ইসরায়েলের ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ইসনা এ খবর জানিয়েছে।

নাজাফাবাদ কাউন্টির গভর্নর হামিদরেজা মোহাম্মদি ফেসহারাকির বরাতে ইসনা বলেছে, অ্যাম্বুলেন্সে একজন রোগীকে অন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল। ড্রোন হামলায় অ্যাম্বুলেন্সটি অনেকটাই ভেঙেচুরে গেছে।

ফেসহারাকি আরও বলেন, অ্যাম্বুলেন্সে থাকা চালক, রোগী ও রোগীর সঙ্গে থাকা স্বজন নিহত হয়েছেন। ড্রোন হামলার পর অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খায়।

আরও পড়ুন
০২: ২৯ , জুন ২৩

শত্রু বড় অপরাধ করেছে, শাস্তি পেতেই হবে: খামেনি

ইরান-ইসরায়েল সংঘাতের সময় প্রচারিত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ভাষণ। তেহরানের একটি টিভি পর্দায়, ১৮ জুন ২০২৫
ছবি: রয়টার্স

ইসরায়েলকে শাস্তি দেওয়া অব্যাহত থাকবে বলে অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানে মার্কিন হামলার পর দেওয়া প্রথম বিবৃতিতে খামেনি এ অঙ্গীকার করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে খামেনির এ বিবৃতি প্রকাশ করা হয়েছে। খবর আল–জাজিরার।

এক্স পোস্টে দেওয়া খামেনির ওই বিবৃতিতে জানানো হয়, ‘জায়নবাদী শত্রু বড় ভুল করেছে, বড় অপরাধ করেছে; এর শাস্তি অবশ্যই পেতে হবে এবং তারা সেই শাস্তি পাচ্ছে; তারা এখনই শাস্তি পাচ্ছে।’

গত ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পাল্টা হামলা শুরু করে ইরানও। তখন থেকে নিরাপত্তার স্বার্থে নিজ বাসভবন ছেড়ে বাংকারে আশ্রয় নিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি সরাসরি যোগাযোগ প্রায় বন্ধ করে দিয়েছেন।

৮৬ বছর বয়সী খামেনির আশঙ্কা, ইসরায়েল বা যুক্তরাষ্ট্র তাঁকে হত্যা করতে পারে। তেমনটা ঘটলে দ্রুত সর্বোচ্চ নেতৃত্ব বাছাইয়ের নির্দেশনাও দিয়ে রেখেছেন তিনি। ইরানের আইনসভা, বিচারব্যবস্থা, নির্বাহী বিভাগ এবং সামরিক বাহিনীর সর্বময় ক্ষমতা খামেনির হাতে।

আরও পড়ুন
০৩: ৫২ , জুন ২৩

লস অ্যাঞ্জেলসে যুদ্ধবিরোধী বিক্ষোভ 

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ হয়েছে। দেখুন ছবিতে

ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার প্রতিবাদে লস অ্যাঞ্জেলসে বিক্ষোভ। উইলশায়ার ফেডারেল বিল্ডিংয়ের সামনে এই বিক্ষোভ হয়। ২২ জুন
ছবি: এএফপি
০৪: ৪১ , জুন ২৩

ইরানের পারমাণবিক স্থাপনায় একেবারে লক্ষ্যভেদ, বড় ক্ষয়ক্ষতি: ট্রাম্প 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান ক্ষয়ক্ষতি কমিয়ে দেখানোর চেষ্টা করছে অভিযোগ তুলেছেন ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের সব পারমাণবিক স্থাপনাতেই বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। এ ক্ষেত্রে ‘পুরোপুরি ধ্বংস’ কথাটিই যথাযথ হয়।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে বড় ক্ষয়ক্ষতি হয়েছে ভূগর্ভের অনেক গভীরে। একেবারে লক্ষ্যভেদ!’

এদিকে ইরান এখনো তাদের পারমাণবিক স্থাপনাগুলোর ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ করেনি। তবে স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, অত্যন্ত সুরক্ষিত ফর্দো পারমাণবিক স্থাপনার তিনটি স্থানে ক্ষয়ক্ষতির চিহ্ন রয়েছে। এর মধ্যে রয়েছে দুটি বিশাল গর্ত। বাংকার-বিধ্বংসী বোমার আঘাতে এমন গর্ত তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পারমাণবিক চুল্লিকে সুরক্ষা দেওয়ার জন্য ওই প্রতিরক্ষা ব্যবস্থাটিকে স্থাপন করা হয়েছিল।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি অধিবেশনে বলেছেন, ফর্দোতে প্রকৃত ক্ষয়ক্ষতিটা হয়েছে ভূগর্ভে। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ এখনো অজানা।

আরও পড়ুন
০৫: ৫৮ , জুন ২৩

জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বসছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ওয়াশিংটনে হোয়াইট হাউসের ওভাল অফিসে স্থানীয় সময় আজ সোমবার বিকেলে এই বৈঠক হওয়ার কথা রয়েছে। খবর আল–জাজিরার।

ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। হামলার পর জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বসছেন ট্রাম্প। তেহরানের নীতি পরিবর্তন না হলে ইরানে শাসনকাঠামো বদলে ফেলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প।

এদিকে সিনএনএন জানিয়েছে, নেদার‍ল্যান্ডসের দি হেগে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে সোমবার রওনা দেওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে তিনি যাত্রা একদিন পিছিয়েছেন।

০৬: ১২ , জুন ২৩

ইরানের কেরমানশাহে ইসরায়েলি ড্রোন হামলায় মা–ছেলে নিহত

ড্রোন
প্রতীকী ছবি

ইরানের মধ্যাঞ্চলের কেরমানশাহ প্রদেশের হামিল শহরে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানি এক মা এবং তাঁর ৬ বছরের ছেলে সন্তান নিহত হয়েছে। ইরানের প্রেস টিভি ও ফার্স সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

ফার্স নিউজ বলছে, হামলাটি হয়েছিল গত শনিবার। ওই সময় একটি ট্রাক আর একটি যাত্রীবাহী গাড়িতে হামলা চালায় ইসরায়েলি ড্রোন।

কেরমানশাহ প্রদেশের কর্মকর্তারা জানান, ইসরায়েলি হামলায় ওই নারীর স্বামী ও আরেক সন্তান আহত হয়েছে। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাঁদের নাম–পরিচয় জানানো হয়নি।

০৬: ৪০ , জুন ২৩

ইরানের ৬ বিমানবন্দরে হামলা, ১৫ উড়োজাহাজ–হেলিকপ্টার বিধ্বস্ত: ইসরায়েলি বাহিনী 

ইসরায়েলের একটি যুদ্ধবিমান
ফাইল ছবি: এএফপি

ইরানের পশ্চিমাঞ্চল, পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের অন্তত ছয়টি বিমানবন্দরে বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল–জাজিরার।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি সামরিক বাহিনীর অ্যাকাউন্টে পোস্ট করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ইসরায়েলের দূরনিয়ন্ত্রিত–মনুষ্যবাহী আকাশযান ইরানের ১৫টি উড়োজাহাজ ও হেলিকপ্টার বিধ্বস্ত করতে সক্ষম হয়েছে।

এসব হামলায় রানওয়ে, ভূগর্ভস্থ বাংকার, জ্বালানি ভরার উড়োজাহাজ এবং ইরানের শাসন কাঠামোর সঙ্গে সম্পৃক্ত এফ–১৪, এফ–৫ উড়োজাহাজ ও এএইচ ১ হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ রয়েছে।

বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের বিমান বাহিনী ইরানের এসব বিমানবন্দর থেকে উড্ডয়নের সক্ষমতা বাধাগ্রস্ত করেছে। সেই সঙ্গে এসব বিমানবন্দর ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর আকাশপথে অভিযান চালানোর সক্ষমতায় লাগাম টানা হয়েছে।

০৬: ৪৫ , জুন ২৩

ইরানে যুক্তরাষ্ট্রের ‘অপারেশন মিডনাইট হ্যামারে’ অংশ নেয় ১২৫টির বেশি উড়োজাহাজ

যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমান
ছবি: এএফপি

ইরানে হামলায় ‘অপারেশন মিডনাইট হ্যামার’ নামে যুক্তরাষ্ট্রের চালানো অভিযানে সব মিলিয়ে মার্কিন সামরিক বাহিনীর ১২৫ টির বেশি উড়োজাহাজ অংশ নেয়। খবর সিএনএনের।

ইরানের ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পারমাণবিক স্থাপনায় গত শনিবার রাতে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের এই নজিরবিহীন অভিযানে সাতটি বি-২ বোমারু বিমান অংশ নেয়। প্রতিটি বি-২ বোমারু বিমান দুটি করে বাংকার বিধ্বংসী বোমা বহনে সক্ষম। প্রতিটি বোমার ওজন ৩০ হাজার পাউন্ড।

এ ছাড়া এই অভিযানে অংশ নেয় জ্বালানি ভরার ট্যাংকার উড়োজাহাজ, নজরদারি উড়োজাহাজ ও যুদ্ধবিমান।

০৭: ১২ , জুন ২৩

ইরানি গণমাধ্যমে হার্মিস ড্রোন ভূপাতিত করার ফুটেজ

ইসরায়েলি হার্মিস ৯০০ ড্রোন ভূপাতিত করার ফুটেজ প্রকাশ করেছে ইরানের গণমাধ্যম। ইরানের সেনাবাহিনী আজ সোমবার ভোরে সেগুলো ভূপাতিত করেছে বলে জানিয়েছে।

দ্য লরেস্টান সংবাদ সংস্থা টেলিগ্রাম পোস্টে জানিয়েছে ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) অভিযানে ওই ড্রোন ভূপাতিত করা হয়েছে। লরেস্টান প্রদেশের খোররামাবাদে ওই অভিযান চালানো হয়।

০৭: ৩৬ , জুন ২৩

ইসরায়েলের হামলায় আইআরজিসির ১০ সদস্য নিহত: আল–জাজিরা

সামরিক কুচকাওয়াজে ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) সদস্যরা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের ইয়াজদ প্রদেশে গতকাল রোববারের ইসরায়েলি হামলায় দেশটির অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) ১০ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের আধা–সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে আল–জাজিরা।

তাসনিমের খবর বলছে, ইসরায়েলি হামলায় আইআরজিসির কত জন সদস্য আহত হয়েছেন, তা নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে, গত ১৩ জুন হামলা শুরুর পর থেকে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন কমান্ডার এবং পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

০৭: ৪৭ , জুন ২৩

মোসাদের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানে আরও একজনের মৃত্যুদণ্ড 

প্রতীকী ছবি

ইরানে মোহাম্মদ আমিন মাহদাভি শায়েস্তেহ নামের এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা থাকার দায়ে তাঁকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম ও ফার্সের প্রতিবেদন সূত্রে এমন তথ্য জানা গেছে। খবর আল জাজিরার।

তাসনিমের প্রতিবেদনে বলা হয়, মোসাদের সঙ্গে যুক্ত একটি সাইবার দলের প্রধান ছিলেন শায়েস্তেহ। তাঁকে ২০২৩ সালের শেষ দিকে গ্রেপ্তার করা হয়।

১৩ জুন থেকে ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এর পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলে গুপ্তচরবৃত্তির দায়ে তিনজন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানি কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ জুন প্রথমজনকে এবং ২২ জুন দ্বিতীয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আল জাজিরা।

মানবাধিকার সংস্থাগুলো প্রায়ই ইরানে মৃত্যুদণ্ড কার্যকর এবং যথাযথ বিচারপ্রক্রিয়া অনুসরণ না করার প্রবণতার কঠোর সমালোচনা করে আসছে।

০৮: ৫৩ , জুন ২৩

‘জুয়াড়ি ট্রাম্প’ যুদ্ধ শুরু করতে পারেন, শেষ করব আমরা: আইআরজিসির মুখপাত্র 

আইআরজিসির মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি
ছবি: আইআরজিসির ওয়েবসাইট থেকে

ইরানের অভিজাত ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে ঢুকে গেছে এবং ইরানের ভূমির পবিত্রতা নষ্ট করেছে।

যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে এই মুখপাত্র আরও বলেন, এখন ‘যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী আর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অভিযান চালানো হবে।’ ইব্রাহিম বলেন, যুক্তরাষ্ট্রকে ‘জোরালো, দুঃখজনক ও অপ্রত্যাশিত পরিণতি’ ভোগ করতে হবে।

ইব্রাহিম বলেন, ‘মি. ট্রাম্প, আপনি জুয়াড়ি! আপনি এ যুদ্ধ শুরু করতে পারেন, কিন্তু আমরাই এটি শেষ করব!’ খবর বিবিসির।

আরও পড়ুন
০৯: ১৯ , জুন ২৩

ইসরায়েলে ৮ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত 

ভূগর্ভস্থ গাড়ি পার্কিংয়ের জায়গায় আশ্রয় নিয়েছে ইসরায়েলিরা
ছবি: রয়টার্স

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, গত কয়েক ঘণ্টায় ইসরায়েলের বিভিন্ন জায়গায় আটটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। ইসরায়েলের ওয়াইনেট সংবাদ সংস্থার বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে বিদ্যুৎ কোম্পানির কৌশলগত স্থাপনার কাছে একটি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। এতে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়েছে।

টাইমস অফ ইসরায়েলের খবর বলছে, দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহে গোলযোগ দেখা দিয়েছে। ইসরায়েল ইলেকট্রিক করপোরেশন বলছে, বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক করার কাজ চলছে। অবকাঠামো মেরামত ও ঝুঁকিপূর্ণ সরঞ্জাম সরিয়ে নেওয়া হচ্ছে। নিরাপত্তাবাহিনীও সেখানে কাজ করে যাচ্ছে।

বিবিসির খবরে বলা হয়েছে, ইরানের হামলার সময় প্রায় ৩৫ মিনিট ধরে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে সাইরেন বেজেছে। সম্প্রচারমাধ্যম চ্যানেল থার্টিনের খবর বলছে, ১৩ জুন হামলা শুরুর পর থেকে আজ সবচেয়ে লম্বা সময় আশ্রয়কেন্দ্রে থাকতে হয়েছে ইসরায়েলিদের।

আরও পড়ুন
০৯: ৪৪ , জুন ২৩

ফর্দো পারমাণবিক স্থাপনায় আবার ইসরায়েলের হামলা

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা
ফাইল ছবি: এএফপি

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনায় আবার হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগের সদর দপ্তরের মুখপাত্র মোর্তজা হায়দারি আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। খবর আল–জাজিরার।

ফর্দো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বিমান হামলার একদিন পর আজ সোমবার সেখানে ইসরায়েলও হামলা চালাল।

গত ১৩ জুন ইরান আর ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর ফর্দো পারমাণবিক স্থাপনায় একদফা হামলা চালিয়েছিল ইসরায়েল। ইসরায়েলি হামলার কারণে ওই এলাকায় বাসিন্দাদের আপাতত কোনো বিপদ নেই বলেও তাসনিমকে জানিয়েছেন মোর্তেজা হায়দারি।

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনা ভূপৃষ্ঠ থেকে অনেক গভীরে অবস্থিত। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সেন্ট্রিফিউজ রাখা ছিল। যদিও গতকাল রোববার ইরানের এক শীর্ষ কর্মকর্তা রয়টার্সকে বলেন, অস্ত্র তৈরির উপযোগী মানের কাছাকাছি ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগই যুক্তরাষ্ট্রের হামলার আগে একটি অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলা হয়েছিল।

১০: ০৯ , জুন ২৩

দিনের আলোয় ইসরায়েলে সবচেয়ে দীর্ঘ হামলা চালাল ইরান: ইসরায়েলের সাবেক মন্ত্রী   

তেল আবিবে নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছেন ইসরায়েলিরা
ছবি: এএফপি

ইসরায়েলের সাবেক বিচারমন্ত্রী জোসি বেইলিন বলেছেন, আজ সোমবার ইসরায়েলে সবচেয়ে লম্বা সময় ধরে হামলা চালিয়েছে ইরান । খবর আল জাজিরার।

তেল আবিব থেকে আল–জাজিরাকে বেইলিন বলেন, হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ এখনো স্পষ্ট নয়।

বেইলিন আরও বলেন, ‘দিনের বেলায় হামলা হয়েছে। সাধারণত হামলাগুলো রাতে ঘটে থাকে।’

ইসরায়েলের সাবেক এই মন্ত্রী বলেন, আমাদের সামরিক বাহিনী স্পষ্টতই ড্রোনের (ইরান থেকে উড়ে আসা) একাংশ অকার্যকর করেছে। কিন্তু এরপরও এটা নিশ্চিত যে, ইরানিদের কাছে প্রতিদিন হামলা করার মতো যথেষ্ট ড্রোন আছে।খবর আল–জাজিরার।

১১: ১৩ , জুন ২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ক্রেমলিনে বৈঠক করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি (ডানে)। রাশিয়া, ২৩ জুন ২০২৫
ছবি: এএফপি

ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তাঁর দেশ ইরানের জনগণকে সহায়তা দিতে প্রস্তুত। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যে অভিযোগে আগ্রাসন চালানো হচ্ছে, তা ‘ভিত্তিহীন’।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ মস্কোয় প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন। আল-জাজিরার খবরে বলা হয়, বৈঠকের শুরুতেই পুতিন এসব কথা বলেন।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী আরাগচি ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানান। আরাগচি বলেন, রাশিয়া ‘ইতিহাসের সঠিক পক্ষে’ রয়েছে।

আরাগচি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের শুভেচ্ছা পুতিনকে পৌঁছে দেন।

১১: ৩৫ , জুন ২৩
যুক্তরাষ্ট্রের হামলার পর কৃত্রিম উপগ্রহের ছবিতে ইরানের কোম শহরের কাছে অবস্থিত ভূগর্ভস্থ ফর্দো পারমাণবিক স্থাপনা। কোম, ইরান, ২২ জুন ২০২৫
ছবি: রয়টার্স

ফর্দো পারমাণবিক স্থাপনায় যাওয়ার পথ ‘অকার্যকর করতে’  ইসরায়েলের হামলা

ইরানের ফর্দো পারমাণবিক স্থাপনার কাছে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। আল-জাজিরার খবরে বলা হয়, ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলার একদিন তারা ওই স্থাপনায় যাওয়ার সড়কগুলো ‘অকার্যকর করতে’ এই হামলা চালিয়েছে।

এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছিল, সরাসরি স্থাপনাটিতে নয়, বরং ফর্দোর দিকে যাওয়ার একটি ‘সংযোগ সড়ক’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

উত্তর-পশ্চিম ইরানের কোম শহরের উত্তর-পূর্ব দিকে প্রায় ৩০ কিলোমিটার দূরে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনাটি ভূ-গর্ভে নির্মিত। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ফর্দোসহ ইরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংয়টন। ফর্দোতে হামলায় মার্কিন বি–২ বোমারু বিমান অংশ নেয়।

১২: ১১ , জুন ২৩
যুক্তরাষ্ট্রের মার্কিনদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস
ছবি: দূতাবাসের ওয়েবসাইটের স্ক্রিনশট

মেইলে সতর্কবার্তা: কাতারে অবস্থানরত মার্কিনদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ যুক্তরাষ্ট্রের

কাতারে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মার্কিনদের সতর্কবার্তা পাঠিয়ে নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে দেশটির দোহায় অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, এক ইমেইল বার্তায় দূতাবাস জানিয়েছে, ‘সতর্কতার অংশ হিসেবে’ এই পরামর্শ দেওয়া হয়েছে। তবে এর পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

উপসাগরীয় এই দেশটিতে অবস্থিত বিশাল আল উদেইদ বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।

১২: ৪০ , জুন ২৩
ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না ইরান

ইরানের শিক্ষা ও গবেষণাবিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে জানিয়েছেন, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কীভাবে প্রতিক্রিয়া জানানো হবে, সে সিদ্ধান্ত ইরান নিজের মতো করেই নেবে।

তেহরান থেকে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাতিবজাদে বলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ইরানের হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তিনি বলেন, কখন, কীভাবে এবং কোন মাত্রায় আমেরিকানদের জবাব দেওয়া হবে, সে সিদ্ধান্ত ইরান নেবে।

ফর্দোর মতো পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও ‘ভয়াবহ ভুল’ বলে অভিহিত করেন।

১৩: ৪৮ , জুন ২৩
মন্ত্রিসভার বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস, ৩০ এপ্রিল ২০২৫
ছবি: রয়টার্স

ইরান বিষয়ে কূটনীতিতে ‘এখনো আগ্রহী’ ট্রাম্প: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনে করেন, পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় না বসলে ইরানের জনগণের উচিত সরকারকে সরিয়ে দেওয়া। তবে তিনি এ সংকট সমাধানে কূটনীতিতে ‘এখনো আগ্রহী’।

হোয়াইট হাউস আজ সোমবার এ কথা জানিয়েছে বলে এএফপির খবরে বলা হয়েছে।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট ফক্স নিউজকে বলেন, যদি ইরান সরকার শান্তিপূর্ণ কূটনৈতিক সমাধানে রাজি না হয়, তাহলে ইরানিদের কয়েক দশক ধরে দমনকারী এই (ইরান) সহিংস সরকারের ক্ষমতা কেড়ে নেওয়ার অধিকার জনগণের থাকা উচিত নয়? ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনীতিতে আগ্রহী।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে ইরানে তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ওয়াশিংটন। এই হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে ইরানে ইসরায়েলের হামলায় সরাসরি যুক্ত হয়।

যদিও মার্কিন শীর্ষ কর্মকর্তারা বারবার বলেছেন, যুক্তরাষ্ট্রের লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন নয়। তবে রোববার সামাজিক মাধ্যমে ট্রাম্প লেখেন, ‘সরকার বদল হবে না কেন???’

১৫: ০১ , জুন ২৩
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি
ফাইল ছবি: এএফপি

পুতিনকে খামেনির চিঠি, ক্রেমলিনের সহায়তা চান: রয়টার্স

যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি রাশিয়ার সহায়তা চেয়ে তাঁর পররাষ্ট্রমন্ত্রীকে মস্কো পাঠিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর গত শনিবারের মার্কিন হামলাই ছিল দেশটির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক অভিযান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল প্রকাশ্যে ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা এবং সরকার পরিবর্তনের সম্ভাবনার কথা বলেছেন—যা রাশিয়ার দৃষ্টিতে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও নাজুক করতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আজ সোমবার ক্রেমলিনে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি রুশ প্রেসিডেন্ট পুতিনের কাছে ইরানের সর্বোচ্চ নেতা খামেনির একটি চিঠি পৌঁছে দেওয়ার কথা। সেই চিঠিতে ইরানের প্রতি রাশিয়ার সমর্থন চাওয়া হয়েছে। রয়টার্সকে এমনটাই জানিয়েছে এক শীর্ষ সূত্র।

রয়টার্সকে দেওয়া বক্তব্যে ইরানের সূত্রগুলো বলছে, এখন পর্যন্ত রাশিয়ার সমর্থনে তেহরান সন্তুষ্ট নয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়ার কাছ থেকে আরও জোরালো সমর্থন প্রত্যাশা করছে ইরান।

তবে তেহরান কী ধরনের সহায়তা চায়, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি সূত্রগুলো।

১৫: ৩৯ , জুন ২৩
ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র যা করেছে, তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয়: ন্যাটো মহাসচিব

ইরানকে কোনোভাবেই পারমাণবিক বোমা তৈরি করতে দেওয়া উচিত হবে না বলে মন্তব্য করেছেন ন্যাটোর মহাসচিব মার্ক রুত্তে। দ্য হেগে অনুষ্ঠিত হতে যাওয়া ন্যাটো সম্মেলনকে সামনে রেখে ইরান-ইসরায়েল সংঘাত প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয় মার্ক রুত্তে বলেন, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ন্যাটোর অবস্থান—ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এ ব্যাপারে মিত্র দেশগুলো দীর্ঘদিন ধরেই একমত।

ন্যাটো প্রধান বলেন, তাঁর বড় ভয় হলো—ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারে, তাহলে তারা ইসরায়েল ও অবশিষ্ট বিশ্বকে চাপে রাখবে।

ইরানে বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কি না—এমন প্রশ্নের জবাবে ন্যাটো প্রধান বলেন, ‘আমার মতে, যুক্তরাষ্ট্র যা করেছে, তা আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে নয়।’

আরও পড়ুন
১৬: ০১ , জুন ২৩
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই
ফাইল ছবি: রয়টার্স

ইরানে হামলার পক্ষে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুক্তি বিশ্বকে ‘ভুল বার্তা’ দিল

ইরানের ওপর ইসরায়েলের হামলা ও পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের বোমাবর্ষণ বিশ্বকে ‘ভুল বার্তা’ দিল বলে মনে করে চীন। বেইজিং বলেছে, ‘ভবিষ্যৎ হুমকি’ উল্লেখ করে এই ধরনের হামলা বৈশ্বিকভাবে ভুল বার্তা দিচ্ছে এবং এটি একটি ‘খারাপ দৃষ্টান্ত’ স্থাপন করছে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন। বিবৃতিতে বলা হয়, তিনি সব পক্ষকে আবারও সংলাপ ও আলোচনার টেবিলে ফিরতে আহ্বান জানান।

সূত্র: আল–জাজিরা

আরও পড়ুন
১৬: ১৭ , জুন ২৩
কাতারে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি। আল উদেইদ নামের এই ঘাঁটিতে ১০ হাজার মার্কিন সেনা রয়েছে
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন সতর্কবার্তার পর সাময়িকভাবে আকাশসীমা বন্ধ করল কাতার

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। দোহা বলছে, সাম্প্রতিক ঘটনাবলির আলোকে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

আকাশসীমা বন্ধ ঘোষণা করা ছাড়াও কাতারের বেশ কিছু স্কুল আগামীকাল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা প্রতিশোধ নিতে পারে। কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে।

আল-জাজিরার খবরে বলা হয়, কাতারে অবস্থিত মার্কিন দূতাবাস এক ইমেইল বার্তায় ‘সতর্কতার অংশ হিসেবে’ দেশটিতে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

তবে এই সতর্কতার পেছনে নির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করেনি মার্কিন দূতাবাস।

যুক্তরাজ্যের দূতাবাসও দেশটিতে অবস্থানরত তাদের নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।

কাতারসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রে ঘাঁটি ও সামরিক উপস্থিতি রয়েছে। কাতারে আল উদেইদ নামের বিমানঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের ফরওয়ার্ড হেডকোয়ার্টার হিসেবে ব্যবহৃত হয়।

আরও পড়ুন
১৬: ৫৮ , জুন ২৩

মার্কিন সতর্কবার্তার পর কাতারের দোহায় একাধিক বিস্ফোরণ

কাতারের রাজধানী দোহার আকাশে ‘ক্ষেপণাস্ত্র ধরনের বস্তুর ঝলক’ দেখা গেছে। সেই সঙ্গে শহরজুড়ে একাধিক বিকট বিস্ফোরণও শোনা গেছে। আল-জাজিরা বলছে, তাৎক্ষণিকভাবে পরিষ্কার নয়, এগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ নাকি ক্ষেপণাস্ত্র।

এর আগে কাতারে অবস্থানরত মার্কিন নাগরিকদের নিরাপদ আশ্রয়ে থাকতে সতর্কবার্তা দেয় দোহার মার্কিন দূতাবাস।

১৭: ০৯ , জুন ২৩

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানায়, ইরাক ও কাতারের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান।

১৭: ১৭ , জুন ২৩
কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। কাতার, ২৩ জুন ২০২৫
ছবি: রয়টার্স

কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করল ইরানের বিপ্লবী গার্ড

কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা নিশ্চিত করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি)। তারা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

এই ঘাঁটিতেই যুক্তরাষ্ট্রের প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।

১৭: ২৬ , জুন ২৩

হামলার নিন্দা কাতারের, বলছে ‘সার্বভৌমত্ব লঙ্ঘন’

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে, এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

আনসারি দাবি করেন, কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের এই ক্ষেপণাস্ত্র হামলা ব্যর্থ করে দিয়েছে। এই হামলা সফলভাবে মোকাবিলা করেছে।

১৭: ৩৯ , জুন ২৩
কাতারে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ২৩ জুন ২০২৫
ছবি: রয়টার্স

এই হামলা ‘ভ্রাতৃপ্রতিম’ কাতারের বিরুদ্ধে নয়’: ইরান

কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইরান বলেছে, এই হামলা ভ্রাতৃপ্রতিম কাতার বা দেশটির জনগণের বিরুদ্ধে নয়। আবাসিক এলাকা থেকে দূরের মার্কিন ঘাঁটিতে এই হামলা চালানো হয়েছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলছে, এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না। ইসলামি প্রজাতন্ত্র ইরান কাতারের সঙ্গে দীর্ঘদিনের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

১৭: ৫৫ , জুন ২৩

সিরিয়ায় মার্কিন ঘাঁটি সর্বোচ্চ সতর্কতায়

সিরিয়ায় অবস্থিত যুক্তরাষ্ট্রের ঘাঁটি কাসরাককে সর্বোচ্চ সতর্কতায় রাখা হয়েছে। ইরান সরকার বা ইরানপন্থী গোষ্ঠীর হামলার আশংকায় এই সতর্কতা বলে জানিয়ে সিরিয়ার একটি নিরাপত্তা সূত্র।

কাসরাক ঘাঁটিকে ওই অঞ্চলে ওয়াশিংটনের বড় সামরিক উপস্থিতি হিসেবে বিবেচনা করা হয় বলে আল–জাজিরার খবরে বলা হয়েছে।

১৮: ০১ , জুন ২৩

আকাশসীমা বন্ধ ঘোষণা করল কুয়েত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

আল–জাজিরার খবরে বলা হয়, কিছুক্ষণ আগে এক ঘোষণায় দেশটির কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। যদিও ঠিক কত সময়ের জন্য আকাশসীমা বন্ধ থাকবে তা স্পষ্ট করা হয়নি।

১৮: ১০ , জুন ২৩

বাহরাইনে বাজল সাইরেন, জনগণকে নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে সাইরেন বাজানো হয়েছে এবং বাসিন্দাদের ‘নিকটস্থ নিরাপদ স্থানে’ সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিবিসির খবরে বলা হয়, এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিপদ কেটে না যাওয়া পর্যন্ত জনগণকে কোনো ভবন বা আচ্ছাদিত স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।

তবে এই বিপদ কী ধরনের, তা স্পষ্ট করা হয়নি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে বলেছে, তীব্র বিস্ফোরণের ঘটনা ঘটলে যেন সবাই যথাযথ সাবধানতা অবলম্বন করেন।

১৮: ২৫ , জুন ২৩
ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করে কাতার। কাতার, ২৩ জুন ২০২৫
ছবি: রয়টার্স

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার কথা স্বীকার করল যুক্তরাষ্ট্র

কাতারে আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বিবিসির খবরে বলা হয়, মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরান স্বল্প ও মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, এখন পর্যন্ত এই হামলায় যুক্তরাষ্ট্রের কোনো নাগরিকের হতাহতের খবর পাওয়া যায়নি। তিনি আরও বলেন, পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করা হচ্ছে।

এর আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) জানায়, কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি লক্ষ্য করে তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল-জাজিরার খবরে বলা হয়, হামলা চালানোর পর ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে বলছে, এই হামলা বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃপ্রতিম দেশ কাতার বা তার সম্মানিত জনগণের জন্য কোনো হুমকি তৈরি করে না।

ইরানের হামলার তীব্র নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেন, এই হামলা কাতারের সার্বভৌমত্ব, আকাশসীমা এবং জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি আরও বলেন, কাতার রাষ্ট্র হিসেবে, এই প্রকাশ্য আগ্রাসনের জবাবে আন্তর্জাতিক আইনের আওতায় সরাসরি জবাব দেওয়ার অধিকার সংরক্ষণ করে।

১৯: ০৬ , জুন ২৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে বৈঠকে ট্রাম্প ও শীর্ষ সামরিক কর্মকর্তারা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তারা হোয়াইট হাউসে সিচুয়েশন রুমে বৈঠক করছেন বলে জানিয়েছে বিবিসি।

ইরানে পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর ইরানের পাল্টা প্রতিক্রিয়া, কাতারে আল উদেইদ ঘাঁটিতে হামলা এবং আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

১৯: ২৮ , জুন ২৩
সংযুক্ত আরব আমিরাতের পতাকা
ফাইল ছবি : রয়টার্স

কাতারে ইরানি হামলার তীব্র নিন্দা সংযুক্ত আরব আমিরাতের

কাতারের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘনের অভিযোগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘কাতারের নিরাপত্তা ও স্থিতিশীলতা বিপন্ন করে এমন যেকোনো হামলার আমরা কড়া ভাষায় প্রতিবাদ জানাচ্ছি।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইউএই সরকার জানায়, তারা কাতারের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে এবং দেশটির নাগরিক ও বাসিন্দাদের সুরক্ষায় নেওয়া সব পদক্ষেপকে সমর্থন জানায়।

২১: ৩৮ , জুন ২৩
সৌদি আরবের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা ‘অযৌক্তিক’: সৌদি আরব

কাতারে আল-উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘এই হামলা আন্তর্জাতিক আইন ও সুসম্পর্কের নীতির সুস্পষ্ট লঙ্ঘন।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এটি একটি নিন্দনীয় ঘটনা, যা কোনো পরিস্থিতিতেই যৌক্তিক নয়।’ সৌদি আরব জানিয়েছে, কাতার তাদের ‘ভ্রাতৃপ্রতিম’ দেশ, এবং এই সংকটে রিয়াদ দোহার পাশে রয়েছে।

সূত্র: আল জাজিরা

২১: ৪০ , জুন ২৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ
ফাইল ছবি: রয়টার্স

মার্কিন হামলার পরও ট্রাম্পের মধ্যপ্রাচ্য দূত ইরানের সঙ্গে যোগাযোগ রাখছেন, সূত্রের দাবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ইরানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে সিএনএনের এক প্রতিবেদনে দুই মার্কিন সূত্রের বরাতে জানানো হয়েছে। ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরও এই যোগাযোগ অব্যাহত রয়েছে। কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতেই এই উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন।

তবে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছেন। ৮৬ বছর বয়সী এই সর্বোচ্চ নেতা ইরানজুড়ে উত্তেজনার মধ্যে গোপন স্থানে সরে গেছেন বলে ধারণা করা হচ্ছে। ফলে তাঁর সঙ্গে যোগাযোগ কঠিন হয়ে পড়েছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, ইরানের যেকোনো গুরুত্বপূর্ণ কূটনৈতিক সিদ্ধান্তে খামেনির সম্মতি প্রয়োজন, কিন্তু তাঁর অবস্থান ও বার্তা দেওয়া-নেওয়ার পথ এখন বেশ জটিল হয়ে পড়েছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যোগাযোগ চলছে ধীর গতিতে, কখনো সরাসরি, কখনো মধ্যস্থতাকারীদের মাধ্যমে। যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে খামেনির পক্ষ থেকে এখনো কোনো ভিডিওবার্তা বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি। মার্কিন কর্মকর্তারা ধারণা, সম্ভাব্য হামলা বা গুপ্তহত্যার আশঙ্কায় তিনি আত্মগোপনে রয়েছেন।

তবুও ট্রাম্প আশা প্রকাশ করেছেন, শনিবারের হামলার পর ইরান আবারও আলোচনার টেবিলে ফিরবে।

চলমান সংকটের মধ্যেও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পর্দার আড়ালে (ব্যাক-চ্যানেল) যোগাযোগ বজায় রয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, শনিবারের হামলার আগে যুক্তরাষ্ট্র ইরানকে এক বার্তায় জানিয়ে ছিল, তাদের পদক্ষেপ সীমিত থাকবে এবং প্রেসিডেন্ট ট্রাম্প এখনো কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

২২: ০৩ , জুন ২৩
দোহায় হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি বিমান। ১২ জুন ২০১৭
ফাইল ছবি: রয়টার্স

কাতারের আকাশসীমা খুলে দেওয়া হয়েছে

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর বন্ধ করে দেওয়া কাতারের আকাশসীমা পুনরায় খুলে দেওয়া হয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। বিবৃতিটি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে আরবি ভাষায় প্রকাশ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে বিবিসির প্রতিবেদনে।

এর আগে কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

২২: ১৪ , জুন ২৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল-ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

তিনি জানান, এই যুদ্ধবিরতি একপর্যায়ে চলমান সংঘাতের অবসানের পথে নিয়ে যাবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই ঘোষণাকে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। তবে দুই পক্ষের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তাৎক্ষণিক কোনো মন্তব্য আসেনি।

২২: ৩১ , জুন ২৩
ইরানের জাতীয় পতাকা
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পাইনি: ইরানের শীর্ষ কর্মকর্তা

ইরান এখনো যুদ্ধবিরতির কোনো প্রস্তাব পায়নি এবং তাদের কাছে এমন কোনো প্রস্তাবের প্রয়োজনও নেই—সিএনএনকে এমনটাই জানিয়েছেন তেহরানের এক শীর্ষ সরকারি কর্মকর্তা।

তিনি বলেন, ‘ইরান স্থায়ী শান্তি অর্জনের আগ পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বক্তব্য আমাদের কাছে প্রতারণার অংশ, যার মাধ্যমে তারা ইরানে হামলার যুক্তি দাঁড় করাতে চায়।’

ওই কর্মকর্তা আরও বলেন, ‘এই মুহূর্তে শত্রু পক্ষ ইরানের ওপর আগ্রাসন চালাচ্ছে। আর ইরান প্রতিশোধমূলক হামলা আরও জোরদার করার চূড়ান্ত পর্যায়ে। আমরা শত্রুর মিথ্যা কথায় কান দিচ্ছি না।’

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

২২: ৪২ , জুন ২৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল-ইরান সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বললেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল-ইরান সংঘাতকে ‘১২ দিনের যুদ্ধ’ বলে উল্লেখ করেছেন।

যুদ্ধবিরতির ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, ‘সবকিছু ঠিকভাবে চললে—যা অবশ্যই চলবে—আমি উভয় দেশকে অভিনন্দন জানাতে চাই।’

ট্রাম্প আরও বলেন, ‘এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত এবং পুরো মধ্যপ্রাচ্য ধ্বংস করে দিতে পারত। কিন্তু তা হয়নি এবং হবেও না!’

বিবিসির খবরে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, এ যুদ্ধের অবসান একটি বড় ধরনের মানবিক ও কূটনৈতিক সাফল্য।

২২: ৫৫ , জুন ২৩
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: রয়টার্স

উসকানি দিলে আবারও হামলা চালানো হবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব হিসেবেই কাতারে দেশটির আল উদেইদ বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে।

তিনি বলেন, ‘আমাদের ভূখণ্ড ও সার্বভৌমত্বে যুক্তরাষ্ট্রের হামলার প্রতিক্রিয়ায় এই পাল্টা হামলা চালানো হয়েছে। ওয়াশিংটন আবারও কোনো পদক্ষেপ নিলে তেহরান জবাব দিতে প্রস্তুত রয়েছে।’

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে আরাগচি এসব কথা বলেন।

এদিকে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) দাবি অনুযায়ী, ‘কাতারে অবস্থিত [যুক্তরাষ্ট্রের] আল উদেইদ ঘাঁটিতে ছয়টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।’

কিন্তু কাতার সরকার জানিয়েছে, ইরান থেকে মোট ১৯টি ক্ষেপণাস্ত্র ছোড়া হলেও শুধুমাত্র একটি ঘাঁটিতে গিয়ে আঘাত হেনেছে।

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়। এর জবাবে স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

২৩: ০৯ , জুন ২৩
মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন
ফাইল ছবি: এএফপি

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানালেন মার্কিন স্পিকার জনসন

যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ও শীর্ষ রিপাবলিকান নেতা মাইক জনসন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘শক্তির মাধ্যমে শান্তি।’

এই বাক্যটি ট্রাম্প প্রায়ই ব্যবহার করেন এবং এটি রিপাবলিকান দলের সামরিক সক্ষমতাভিত্তিক নীতির প্রতীক হয়ে উঠেছে।

এর আগে, কংগ্রেসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জনসন বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় ট্রাম্পের হামলা ‘প্রেসিডেন্টের এখতিয়ারেই পড়ে’ এবং তিনি এই এখতিয়ার থেকেই পদক্ষেপ নিয়েছেন। যদিও সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেস বা স্পিকারের সঙ্গে কোনো পরামর্শ করেননি ট্রাম্প।

২৩: ২৫ , জুন ২৩
কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানি
ফাইল ছবি: রয়টার্স

ট্রাম্পের অনুরোধে ইরানকে যুদ্ধবিরতিতে রাজি করিয়েছে কাতার: রয়টার্স

ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাবে তেহরানকে রাজি করাতে মধ্যস্থতা করেছেন কাতারের প্রধানমন্ত্রী। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান আল থানির সঙ্গে ইরানের কর্মকর্তাদের ফোনালাপের মাধ্যমেই তেহরানের সম্মতি আদায় হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের আমিরকে জানান, ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং তেহরানকে রাজি করাতে দোহার সহায়তা চান।

কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানোর কয়েক ঘণ্টার মাথায় এই আলোচনা এবং সমঝোতার খবরটি প্রকাশিত হলো।

২৩: ৪৩ , জুন ২৩
যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও কাতারের প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইরানি হামলা প্রতিহত

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, সোমবার কাতারের আল উদেইদ ঘাঁটিতে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্র ও কাতারের যৌথ প্রতিরক্ষা ব্যবস্থায় প্রতিহত করা হয়েছে।

সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ‘যুক্তরাষ্ট্র ও কাতারের বাহিনীর পেশাদার, দক্ষ, দ্রুত ও সমন্বিত প্রতিক্রিয়ার ফলে প্যাট্রিয়ট ব্যাটারি দিয়ে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করা হয়েছে।’

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় কোনো মার্কিন বা কাতারের সেনা সদস্য হতাহত হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ড।

০০: ০৫ , জুন ২৪
মার্কিন পররাষ্ট্র দপ্তরের লোগো
ছবি: ফেসবুক থেকে নেওয়া

প্রায় ২৫০ নাগরিককে ইসরায়েল থেকে সরিয়ে নিল যুক্তরাষ্ট্র

প্রায় ২৫০ জন মার্কিন নাগরিক, স্থায়ী বাসিন্দা ও তাঁদের পরিবারের নিকটতম সদস্যরা যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল ছেড়েছেন। গত সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

সিএনএনের সাংবাদিক জেনিফার হ্যান্সলারের প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার থেকে মোট সাতটি ফ্লাইট পরিচালনা করেছে যুক্তরাষ্ট্র। এসব ফ্লাইট গ্রিস, ইতালি ও সাইপ্রাসে অবতরণ করেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এই দেশগুলোর সঙ্গে আমাদের অংশীদারত্বের জন্য কৃতজ্ঞ, যারা ফ্লাইটগুলো গ্রহণ করেছে।’

০০: ৩৩ , জুন ২৪
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

কয়েকজন মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে নেতানিয়াহু, সূত্রের দাবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কয়েকজন গুরুত্বপূর্ণ মন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠক শুরু করেছেন বলে উল্লেখ করা হয়েছে সিএনএনের এক প্রতিবেদনে। বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাতে এই তথ্য জানানো হয়েছে।

বৈঠকে উপস্থিত রয়েছে— ইসরায়েলের কৌশলগত বিষয়-সংশ্লিষ্ট মন্ত্রী রন ডারমার, পররাষ্ট্র মন্ত্রী গিদেউন সার, প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজ, শাস পার্টির প্রধান আরিয়েহ দেরি, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ।

এর আগে নেতানিয়াহু তাঁর বিস্তৃত নিরাপত্তা পরিষদের সঙ্গেও বৈঠক করেছেন।

০০: ৫০ , জুন ২৪
ইসরায়েলের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইরানের হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল: হোয়াইট হাউস

ইসরায়েল শর্ত সাপেক্ষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। শর্ত হলো, ইরানকে ইসরায়েলে হামলা চালানো বন্ধ করতে হবে। ইসরায়েলের দেওয়া এই শর্তে ইরান সম্মত হয়েছে। হোয়াইট হাউসের একজন উচ্চপদস্থ কর্মকর্তা সিএনএনকে এই তথ্য জানিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির আলোচনা চলাকালে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন। পাশাপাশি মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স, পররাষ্ট্র ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও এবং ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সরাসরি ও পরোক্ষ চ্যানেলের মাধ্যমে ইরানি কর্মকর্তাদের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলি নিয়ে আলোচনা করেন।

ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় গত শনিবার সন্ধ্যায় ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার কারণেই এই যুদ্ধবিরতি চুক্তি সম্ভব হয়েছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

০০: ৫৯ , জুন ২৪

বাগদাদ বিমানবন্দরের কাছে ড্রোন হামলা

ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের ভিক্টরি বেস কমপ্লেক্সে ড্রোন হামলা হয়েছে। এখানেই আগে একাধিক মার্কিন সামরিক স্থাপনা ছিল।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের তাসনিম সংবাদ সংস্থা সূত্রের বরাতে এই খবর প্রকাশ করেছে।

০১: ০৮ , জুন ২৪
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি
ফাইল ছবি: এএফপি

এখনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি হয়নি: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ আগ্রাসন বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে বলেও জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

০১: ৫৬ , জুন ২৪

আকাশসীমা খুলে দিয়েছে কুয়েত ও বাহরাইন

উড়োজাহাজ
প্রতীকী ছবি: রয়টার্স

কুয়েত ও বাহরাইন আকাশসীমা খুলে দিয়েছে। দেশ দুটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আকাশসীমা খুলে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। খবর বিবিসির।

কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার কারণে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল।

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের বিমানবন্দরগুলোর কার্যক্রম পুরোপুরি চালু রয়েছে।

এর আগে কাতারের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশপথে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। কাতারে যুক্তরাষ্ট্রের আল উদেইদ সামরিক ঘাঁটিতে ইরানি হামলার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেশটির আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল।

০২: ৪৭ , জুন ২৪

ইরাকে ৩ সেনা ঘাঁটিতে হামলা: আল জাজিরা 

ইরাকে অবস্থিত তিনটি সামরিক ঘাঁটিতে হামলা হয়েছে। স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

একজন সামরিক কর্মকর্তার বরাতে ইরাকের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইএনএর খবর বলছে, রাজধানী বাগদাদের উত্তরে তাজি সামরিক ঘাঁটিতে অজ্ঞাত ড্রোনের হামলা হয়েছে। তবে সেখানে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

বাগদাদ থেকে কুর্দিস্তান ২৪ চ্যানেলের সংবাদদাতা ইরাকে বালাদ সামরিক ঘাঁটিতে হামলার খবর জানান। এই ঘাঁটিতেও হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা নেই। বাগদাদ থেকে ১০০ কিলোমিটার (প্রায় ৬২ মাইল) উত্তরে দেশটির সালাহউদ্দিন প্রদেশে এ সামরিক ঘাঁটির অবস্থান।

হামলা হয়েছে ইরাকের ইমাম আলি সামরিক ঘাঁটিতেও। বাগদাদভিত্তিক আল–সুমাইরা টিভি নেটওয়ার্কের খবর, এই সামরিক ঘাঁটির রাডার লক্ষ্য করে হামলা হয়েছে। তবে হামলার পেছনে কে জড়িত, এটা নিশ্চিত হওয়া যায়নি।

ইরাকের নাসিরিয়াহ প্রদেশের রাজধানীর দক্ষিণ–পশ্চিমাঞ্চলে ইমাম আলি সামরিক ঘাঁটির অবস্থান।

০৩: ০২ , জুন ২৪

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান: আইডিএফ

ইসরায়েলের আশকেলন শহরের আকাশে ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহতের চেষ্টা করছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ফাইল ছবি: রয়টার্স

ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। সেখানে সাইরেনের শব্দ শোনা গেছে।

আইডিএফ এক বিবৃতিতে বলেছে, ‘কিছুক্ষণ আগে, আইডিএফ ইরান থেকে ইসরায়েলের ভূখণ্ডের দিকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। এ হুমকি প্রতিহত করার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সক্রিয় রয়েছে।’

ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত হানার আশঙ্কায় ইসরায়েলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এর পরিপ্রেক্ষিতে বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আশপাশের সুরক্ষিত এলাকায় আশ্রয় নিতে বলা হয়েছে। খবর বিবিসির।

টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে, হামলার আশঙ্কায় দেশটির উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন জায়গায় সাইরেন বেজেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

০৩: ১৮ , জুন ২৪

যুদ্ধবিরতি ঘোষণার মধ্যে তেহরানে একাধিক হামলা চালাল ইসরায়েল: সিএনএন

ইসরায়েলের হামলায় বিধ্বস্ত একটি অ্যাম্বুলেন্স দেখছেন এক ইরানি নারী। ২৩ জুন ২০২৫, ইরানের রাজধানী তেহরানে
ছবি: রয়টার্স

ইরানের রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরের দিকে হামলা চালিয়েছে ইসরায়েল। ইরানের আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে সিএনএন।

হামলার বেশকিছু ছবি যাচাই করে সিএনএন বলছে, তেহরানের মধ্যাঞ্চলের আকাশে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।

তেহরানের উপকণ্ঠে মেহরান আর ডিস্ট্রিক্ট ৬ এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে নির্দেশনা দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী। এর পরই তেহরানে হামলার খবর পাওয়া গেল।

এ ছাড়া ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের ডিস্ট্রিক্ট ৭ এলাকার বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে।

০৪: ২৮ , জুন ২৪

ইসরায়েলে বিরসেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪

ইসরায়েলের উপকূলীয় নেতানিয়া শহরের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। ২৪ জুন ২০২৫
ছবি: এএফপি

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে পৌঁছেছে। ইসরায়েলের চ্যানেল ১৪ এ খবর জানিয়েছে। অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী কর্মকর্তার বরাতে চ্যানেলটি এ খবর জানিয়েছে। খবর আল জাজিরার।

এর আগে স্থানীয় সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল ও ওয়াইনেট নিউজের বরাতে তিনজন নিহত হওয়ার খবর জানায় আল–জাজিরা।

বিরসেবার অগ্নিনির্বাপক ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র লিনয় রেশাফ চ্যানেল ১৪–কে বলেছেন, যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘণ্টা আগে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি ভবনে আটকা পড়েন কয়েকজন।

বিবিসির খবর বলছে, বিরসেবায় ইরানের হামলায় ২২ জন আহত হয়েছে।

ইসরায়েলের জরুরি পরিষেবা মাগেন ডেভিড অ্যাডমের (এমডিএ) বরাত দিয়ে সিএনএনের খবরে বলা হয়েছিল নিহত তিনজনের মধ্যে দুজন পুরুষ। একজন নারী। পুরুষ দুইজনের মধ্যে একজনের বয়স প্রায় ৪০ বছর, অন্যজনের প্রায় ২০ বছর। আর ওই নারীর বয়স প্রায় ৩০ বছর। পরে এ তিনজনের মৃত্যু হয়েছে কিনা, সেটা নিশ্চিত করেনি সিএনএন। সংবাদমাধ্যমটি বলেছে, বিরসেবায় একটি আবাসিক ভবনে হামলা হয়েছে।

ইসরায়েল জানিয়েছে, বিরসেবায় আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইরান থেকে নিক্ষেপ করা হয়েছে। ইরানের পক্ষ থেকেও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

০৪: ৫৯ , জুন ২৪

তেহরানে প্রধান সড়কের পাশে ইসরায়েলের হামলায় পরমাণু বিজ্ঞানী নিহত 

ইরানের রাজধানী তেহরানের সড়কে পড়ে আছে ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত একটি অ্যাম্বুলেন্স। সেটার গায়ে ফুল আটকে দিয়েছেন স্থানীয়রা। পাশে ইরানের জাতীয় পতাকা দেখাচ্ছেন দুজন। ২৩ জুন
ছবি: এএফপি

ইরানের রাজধানী তেহরানে ইসরায়েলের হামলায় সেদিঘ সাবের নামে দেশটির আরেকজন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

সংবাদমাধ্যমটি জানায়, তেহরানের শহরতলির ফেরদৌসী ও ভালি আসর এলাকার প্রধান সড়কের পাশেই বিজ্ঞানী সাবেরের ওপর হামলা হয়েছে।

গত ১৩ জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এরপর থেকে ইসরায়েলি হামলায় ইরানের বেশ কয়েকজন শীর্ষ পরমাণুবিজ্ঞানী এবং দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন।

০৫: ১৯ , জুন ২৪

যুদ্ধবিরতি শুরু হয়েছে: ইসরায়েল ও ইরানের গণমাধ্যম

ইরানের প্রেস টিভি বলেছে, ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুই দেশের ভূখণ্ডে একাধিক হামলা ও পাল্টা হামলার পর ইরানের পক্ষ থেকে একথা জানানো হয়েছে। খবর আল জাজিরার।

এদিকে ইসরায়েলের চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট সংবাদ চ্যানেল বলেছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। খবর সিএনএনের।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল তিনি এই ঘোষণা দেন।

যদিও ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

আরও পড়ুন
০৫: ৩২ , জুন ২৪

যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ইস্ট রুমে
রয়টার্স ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ‘ যুদ্ধবিরতি (ইরান ও ইসরায়েলের মধ্যে) এখন কার্যকর হয়েছে। দয়া করে, কেউ এটা লঙ্ঘন করবেন না।’ নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ কথা লিখেন ট্রাম্প। খবর বিবিসির।

ইসরায়েল ও ইরানের গণমাধ্যমেও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে।

এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ‘ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এরপর সামাজিক মাধ্যমে জানান, এখন পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, ‘তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না।’

তবে আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন তিনজন।

আরও পড়ুন
০৭: ০৯ , জুন ২৪

ইরানে ‘অপারেশন রাইজিং লায়নে’ সব লক্ষ্যপূরণের পরই    যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল: সরকারের বিবৃতি 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ছবি: এএফপি

ইসরায়েল সরকার বলেছে, ইরানে হামলা চালানোর মধ্য দিয়ে নিজেদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জন হওয়ার পরই দেশটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি জানিয়েছে। এক বিবৃতিতে এমন দাবি জানিয়েছে ইসরায়েল সরকার।

ওই বিবৃতিতে বলা হয়, ইসরায়েল ইরানের পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ‘দ্বিমুখী হুমকি’ দূর করেছে। ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এবং দেশটির সরকারের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা ধ্বংস করেছে।

মঙ্গলবার ভোররাতে ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি লক্ষ্যবস্তুতে বড় ধরনের হামলা চালিয়েছে। এ সময় বাসিজ বাহিনীর কয়েক শ সদস্যকে নির্মূল করা হয়েছে। ইরানে বিক্ষোভ দমন করতে দেশটির সরকার প্রায়ই এ মিলিশিয়া বাহিনীকে ব্যবহার করে থাকে।

এ ছাড়া ইরানের আরও একজন জ্যেষ্ঠ পরমাণু বিজ্ঞানীকে হত্যা করারও দাবি করেছে ইসরায়েল।

বিবৃতিতে আরও বলা হয়, ‘প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি থামাতে সহযোগিতার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানাচ্ছে ইসরায়েল।’ খবর বিবিসির।

আল জাজিরার খবর বলছে, সরকারের ওই বিবৃতিতে আরও জানানো হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষামন্ত্রী ও মোসাদের প্রধানের সঙ্গে গতকাল রাতে আলোচনা করেছেন। মন্ত্রিসভার সঙ্গেও আলোচনা হয়েছে নেতানিয়াহুর। সেখানে বলা হয়েছে, ‘অপারেশন রাইজিং লায়ন’–এ সব লক্ষ্যপূরণ হয়েছে ইসরায়েলের। লক্ষ্যের চেয়ে বেশি কিছু অর্জন হয়েছে। ’

বিবৃতিতে আরও বলা হয়, ইসরায়েলি সেনাবাহিনী তেহরানের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে।

যুদ্ধবিরতি লঙ্ঘন হলে ইসরায়েল উপযুক্ত জবাব দেবে বলেও জানানো হয় ওই বিবৃতিতে।

আরও পড়ুন
০৭: ৫৪ , জুন ২৪

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে আটক ৬

প্রতীকী ছবি

ইসরায়েলের মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ছয়জনকে আটক করেছে ইরান। ইরানের পশ্চিমাঞ্চলে হামেদান প্রদেশে তাঁদের আটক করা হয়।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) স্থানীয় কর্মকর্তা আলী আকবর করিমপোর বলেছেন, হামেদান, রেজান ও নাহাভান্দ থেকে ‘বিশ্বাসঘাতকদের’ আটক করা হয়েছে।

আলী আকবর করিমপোর আরও বলেন, তাঁরা অনলাইনে বিভিন্ন জনকে লক্ষ্যবস্তু করে কাজ করতেন বলে অভিযোগ রয়েছে। জনমনে আতঙ্ক সৃষ্টি, ইরানের শাসনব্যবস্থার ভাবমূর্তি নষ্ট করার অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

১৩ জুন ইরান ও ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরান বেশ কয়েকজনকে আটক করেছে। গুপ্তচরবৃত্তির দায়ে বেশ কয়েকজনকে মৃত্যুদণ্ড দিয়েছে।

০৮: ০৬ , জুন ২৪

ইসরায়েলি গণমাধ্যমে বিরসেবায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফুটেজ

বিরসেবায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত ভবনে উদ্ধারকাজ চলছে। যুদ্ধবিরতির আগে সেখানে হামলা চালায় ইরান
ছবি: রয়টার্স

ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিরসেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র আঘাত হানার ভিডিও ফুটেজ নিজেদের এক্স হ্যান্ডলে প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। শহরটিতে হামলায় এ পর্যন্ত চারজন নিহত হওয়ার খবর দিয়েছে আল–জাজিরা।

০৮: ২৩ , জুন ২৪

যুদ্ধবিরতির পর ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে: ইসরায়েলি সেনাবাহিনী 

ইসরায়েলের উপকূলীয় নেতানিয়া শহরের আকাশে ইরানের ক্ষেপণাস্ত্র। ২৪ জুন
ছবি: এএফপি

ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে। ইসরায়েলের জনগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। তবে হামলার বিষয়ে ইরানের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

০৮: ৩৭ , জুন ২৪

যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে, এবার কাঁপবে তেহরান: হুঁশিয়ারি ইসরায়েলের দুই মন্ত্রীর  

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ
ফাইল ছবি: এএফপি

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এর জবাবে তেহরানের কেন্দ্রে ইরানের সরকারি স্থাপনায় জোরালো হামলা করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। বিভিন্ন গণমাধ্যমের বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর জানানোর পর দেশটির কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ সামাজিক মাধ্যম এক্সে হুঁশিয়ারি দিয়েছেন। এক্সে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, ‘তেহরান কাঁপবে’।

০৮: ৪৯ , জুন ২৪

যুদ্ধবিরতির পর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান

ইরানের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতিতে রাজি হওয়ার পর ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও ইসনার বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এর আগে ইরান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেন। তিনি তেহরানে জোরালো হামলার নির্দেশ দেন।

এর আগে ইসরায়েলি গণমাধ্যমে ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলি সেনাবাহিনী প্রতিহত করেছে বলে খবর প্রকাশ করা হয়।

০৯: ৫১ , জুন ২৪

কয়েক ঘণ্টার মধ্যে তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি: ইরানের সশস্ত্র বাহিনী 

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি
এএফপি ফাইল ছবি

ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ আবদুলরহিম মুসাভি দাবি করেছেন, গত কয়েক ঘণ্টার মধ্যে তেহরান ইসরায়েলের দিকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়েনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সূত্রে এ কথা জানা গেছে। খবর বিবিসির।

এর আগে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়েছিল, যুদ্ধবিরতি শুরুর পর ইরান ইসরায়েলে হামলা চালিয়েছে বলে যে খবরটি প্রকাশ হয়েছে তা মিথ্যা।

১০: ০৪ , জুন ২৪

যুদ্ধবিরতি কার্যকরের আগে ইসরায়েলি হামলায় ইরানে জ্যেষ্ঠ কর্মকর্তাসহ নিহত ১০

ইরানে ইসরায়েলের হামলা
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি কার্যকরের আগে ইরানের বিভিন্ন জায়গায় ইসরায়েলি হামলায় দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তাসহ ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৩ জন। স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ খবর জানিয়েছে আল–জাজিরা।

নিহত ওই কর্মকর্তার নাম নেদা রাফিয়ি পারসা। তিনি ইরানের বিদ্যুৎ উৎপাদক সংস্থা তাভানিরের জ্যেষ্ঠ ব্যবস্থাপক ছিলেন। তিনি দায়িত্ব পালনকালে হামলায় নিহত হন বলে এক্স পোস্টে জানিয়েছে দেশটির মেহর সংবাদমাধ্যম।

তবে সংবাদমাধ্যমটির প্রতিবেদনে নেদা রাফিয়ির নিহত হওয়ার বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।

এর আগে ইরানের আধা সরকারি তাসনিম সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটির উত্তর–পশ্চিমাঞ্চলের গিলান প্রদেশের চারটি আবাসিক এলাকায় পৃথক ইসরায়েলি বিমান হামলায় ৯ জন বেসামরিক ইরানি নিহত হয়েছেন।

হামলাস্থলের আশপাশের আবাসিক ভবনগুলোয় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আহত হয়েছেন মোট ৩৩ জন। তাঁদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাদেশিক গভর্নরের বরাতে এ তথ্য জানিয়েছে তাসনিম সংবাদমাধ্যম।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, হতাহতদের মধ্যে ১৬ জন নারী ও শিশু রয়েছেন।

১০: ২২ , জুন ২৪

ইরানকে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি আইডিএফ প্রধানের 

ইয়াল জমির
রয়টার্স ফাইল ছবি

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) চিফ অফ জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির ইরানকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ইরানের বিরুদ্ধে ‘যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘনের’ অভিযোগ তুলে এ হুঁশিয়ারি দেন তিনি। খবর বিবিসির।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইয়াল জমির লিখেছেন, ‘ইরান সরকার যুদ্ধবিরতির গুরুতর লঙ্ঘন করেছে। আমরা এর কড়া জবাব দেব।’

এর আগে ইসরায়েল দাবি করেছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে তারা। তবে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই অভিযোগ অস্বীকার করে বলেছে, যুদ্ধবিরতির পর তেহরান কোনো ক্ষেপণাস্ত্র ছোড়েনি।

১১: ১৩ , জুন ২৪
ইরানের পতাকা
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৬১০ জন নিহত: ইরান

ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরানে এখন পর্যন্ত অন্তত ৬১০ জন নিহত হয়েছে বলে জানিয়েছে তেহরান।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন কেরমানপুর আজ মঙ্গলবার এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে এ তথ্য জানান বলে এএফপির খবরে বলা হয়। তিনি জানিয়েছেন, ইসরায়েলের হামলায় আহত হয়েছেন ৪ হাজার ৭০০’র বেশি মানুষ।

হোসেইন কেরমানপুর বলেন, ‘গত ১২ দিনে আমাদের হাসপাতালগুলো অত্যন্ত মর্মান্তিক পরিস্থিতির মুখোমুখি হয়েছে।’

এর আগে ইরান সরকার জানিয়েছিল, এই যুদ্ধে ৪০০ জনের বেশি নিহত এবং ৩ হাজার ৫৬ জন আহত হয়েছেন।

১১: ২৭ , জুন ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে বোমা ফেলতে ইসরায়েলকে নিষেধ করেছেন। এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প বলেছেন, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

এএফপির খবরে এ কথা বলা হয়। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ‘ইসরায়েল, ওই বোমাগুলো ফেলো না। তুমি যদি এটা করো, তা হবে (যুদ্ধবিরতির) বড় ধরনের লঙ্ঘন। পাইলটদের এখনই ঘরে ফেরাও!’

১৩: ০২ , জুন ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে)
ফাইল ছবি: রয়টার্স

যুদ্ধবিরতি ভঙ্গ করায় নেতানিয়াহুর ওপর ‘বিরক্ত’ ট্রাম্প

ইরানে হামলা চালিয়ে ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর ‘অত্যন্ত বিরক্ত’। সম্ভবত তিনি মনে করছেন, নেতানিয়াহু ‘বিশ্বাসভঙ্গ’ করছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার যুক্তরাষ্ট্র প্রতিনিধি ফিল লাভেল এ কথা বলেছেন।

ইউরোপে ন্যাটো সম্মেলনে যোগ দিতে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, যুদ্ধবিরতির শর্ত ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করায় তিনি ইসরায়েল ও ইরান—দুই পক্ষের প্রতিই ক্ষুব্ধ।

আল-জাজিরার প্রতিনিধি লাভেল বলেন, ট্রাম্প ইসরায়েল ও ইরান—উভয়ের ওপরই ক্ষুব্ধ ছিলেন। তবে তাঁর অতিরিক্ত রাগটা যে ইসরায়েলের দিকে ছিল, তা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তিনি আরও বলেন, ‘ট্রাম্প স্পষ্টতই বেশ বিরক্ত এবং সম্ভবত নেতানিয়াহু বিশ্বাসভঙ্গ করেছেন, এমন বোধ করছেন।’

যুদ্ধবিরতির জন্য নেতানিয়াহুর সমর্থন পেতে ট্রাম্প সোমবার তাঁর সঙ্গে ফোনে কথা বলেন। এরপর ইরানের সমর্থন পেতে কাতারের সহযোগিতা নেন তিনি।

১৩: ১৯ , জুন ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে)ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ফাইল ছবি: রয়টার্স

ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নতুন হামলা থেকে বিরত নেতানিয়াহু: ইসরায়েল

ইরানের রাজধানী তেহরানে সর্বশেষ চালানো হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দপ্তর। বিবৃতিতে বলা হয়, ইরানের আগের কয়েকটি ক্ষেপণাস্ত্র হামলাকে যুদ্ধবিরতির ‘লঙ্ঘন’ হিসেবে অভিহিত করে ইসরায়েল তেহরানের কাছে একটি রাডার স্থাপনা ধ্বংস করেছে।

আল-জাজিরার খবরে বলা হয়, ওই বিবৃতি জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপের পর নেতানিয়াহু ‘নতুন করে কোনো হামলা চালানো থেকে বিরত আছেন’।

বিবৃতিতে আরও বলা হয়, ফোনালাপে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরায়েলকে গভীর কৃতজ্ঞতা জানান এবং বলেন, দেশটি (ইসরায়েল) যুদ্ধের সব লক্ষ্য পূরণ করেছে। তিনি যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়েও আত্মবিশ্বাসী।

১৩: ৪৩ , জুন ২৪
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

ইরানে ‘সরকার উৎখাতে’ আগ্রহ নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা সরকার উৎখাতে আগ্রহী নন। কারণ তা অস্থিরতা ডেকে আনবে বলে মনে করেন তিনি।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে করা ট্রাম্পের এ মন্তব্য তাঁর আগের সামাজিক মাধ্যমে করা এক পোস্টের সঙ্গে সাংঘর্ষিক।

আল–জাজিরার খবরে বলা হয়, গত রোববার ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছিলেন, ‘সরকার উৎখাত’ শব্দটি রাজনৈতিকভাবে ঠিক নয়। তবুও যদি বর্তমান ইরান সরকার ‘ইরানকে আবার মহান করে তুলতে না পারে’, তবে সরকার উৎখাত কেন নয়???

১৪: ০০ , জুন ২৪

ইরানের বাবলসার শহরের কাছে বিস্ফোরণের শব্দ

ইরানের উত্তরাঞ্চলীয় শহর বাবলসারের কাছে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইরানি সংবাদ সংস্থা ইসনার বরাত দিয়ে আল–জাজিরা এ কথা জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ওই এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়েছে।

১৪: ৫৩ , জুন ২৪
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

ইসরায়েল আগে হামলা না করলে ইরানও করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইসরায়েল যুদ্ধবিরতি মানলে ইরানও তা মেনে চলবে বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। ইরানের সংবাদমাধ্যম নুর নিউজ এ কথা জানিয়েছে।

ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ইরান যুদ্ধবিরতি মেনে চলবে যতক্ষণ ইসরায়েল তা মেনে চলে। তিনি আরও বলেন, ইরান সংলাপের জন্য প্রস্তুত। তেহরান আলোচনার টেবিলে বসেই ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে।

১৫: ৫১ , জুন ২৪
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। যুক্তরাষ্ট্র, ২৪ জুন ২০২৫
ছবি: এএফপি

ইসরায়েল ও ইরান সমানভাবে যুদ্ধ থামাতে চেয়েছিল: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে যুদ্ধবিরতি নিয়ে পোস্ট দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়, তিনি লিখেছেন, ‘ইসরায়েল ও ইরান—দুই দেশই সমানভাবে যুদ্ধ থামাতে চেয়েছিল!’

ট্রাম্প বলেন, ‘সব পারমাণবিক স্থাপনা ও সক্ষমতা ধ্বংস করা এবং তারপর যুদ্ধ থামানোটা ছিল আমার জন্য বিশাল সম্মানের বিষয়!’

এর আগে ট্রাম্প ইরান ও ইসরায়েলের সমালোচনা করে বলেছিলেন, দুই দেশই তাঁর ঘোষণা করা যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

১৭: ২২ , জুন ২৪
ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান
ফাইল ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমস্যার সমাধানে প্রস্তুত ইরান: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক কাঠামোর ভিত্তিতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সমস্যাগুলোর সমাধানে ইরান প্রস্তুত রয়েছে বলে এমন মন্তব্য করেছেন প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান।

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনালাপে এ মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ কথা জানিয়েছে।