একনজর: সারা দিন বিশ্বে যা ঘটল

আজ ৩১ ডিসেম্বর, রোববার। আজ বিশ্বের কিছু উল্লেখযোগ্য খবর একনজরে দেখে নেওয়া যাক।

গত ৭ অক্টোবর ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর থেকে হুতি বিদ্রোহীরা লোহিত সাগর ও আশপাশের নৌসীমায় কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছেছবি: এএফপি ফাইল ছবি

গাজায় ইসরায়েলি হামলাকে কেন্দ্র করে লোহিত সাগরে উত্তেজনা অব্যাহত আছে। শনিবার লোহিত সাগরের দক্ষিণাঞ্চলে একটি পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকা থেকে ড্রোনগুলো ছোড়া হয়েছে। সেন্টকম বলেছে, ১৯ নভেম্বর থেকে আন্তর্জাতিক জাহাজ চলাচলের এই পথে এটি হুতিদের ২৩তম হামলা।

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন
ফাইল ছবি: রয়টার্স

উত্তর কোরিয়া ২০২৪ সালে আরও তিনটি গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণের পরিকল্পনা করছে। দেশটি তার সামরিক শক্তি বাড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে এ পরিকল্পনা নিয়েছে। আজ রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়। পিয়ংইয়ং গত মাসে সফলভাবে কক্ষপথে একটি গোয়েন্দা কৃত্রিম উপগ্রহ স্থাপন করে। তখন থেকে পিয়ংইয়ং দাবি করে আসছে, কৃত্রিম উপগ্রহটি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ সামরিক স্থান-স্থাপনার ছবি তুলে পাঠাচ্ছে।

ভিনেশ ফোগাত
ছবি: এএনআই

নারী খেলোয়াড়দের যৌন হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ভারতের শীর্ষস্থানীয় এক কুস্তিগির তাঁর দুটি জাতীয় পদক ফিরিয়ে দিয়েছেন। ভিনেশ ফোগাত নামের ওই নারী গত শনিবার একটি সড়কের পাশে পদকগুলো ফেলে আসেন। ভারতে কুস্তিগিরদের আন্দোলন শুরু হয় ২০২৩ সালের জানুয়ারি থেকে। ফোগাত ও আরও কয়েক কুস্তিগির অভিযোগ করেন, রেসলিং ফেডারেশন অব ইন্ডিয়ার (ডব্লিউএফআই) সাবেক প্রধান ব্রিজ ভূষণ সিং বছরের পর বছর ধরে নারী কুস্তিগিরদের যৌন হয়রানি করেছেন।

ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে নৌকায় ভ্রমণ করছেন পর্যটকেরা
ছবি: এএফপি ফাইল ছবি

ইতালির পর্যটন নগরী ভেনিসে লাউড স্পিকারের ব্যবহার ও বড় পর্যটক দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কোনো দলে ২৫ জনের বেশি পর্যটক থাকতে পারবেন না। ভেনিসে পর্যটকের চাপ কমিয়ে নগরটিকে সুরক্ষিত রাখতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। ভেনিস নগর কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়, জুন থেকে নতুন বিধিগুলো কার্যকর হবে।

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সালি বেরিশা
ছবি: রয়টার্স

আলবেনিয়ার সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী সালি বেরিশাকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। দায়িত্বে থাকাকালে তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা মামলার তদন্ত হয়। এরপর এই রায় দেন আদালত।

১৯৮৫ সালে শেনজেন অঞ্চল প্রতিষ্ঠা করা হয়
ছবি: শেনজেন ভিসা ইনফো ফেসবুক পেজ থেকে নেওয়া

ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে ২০২৪ সালের মার্চ থেকে আংশিকভাবে যুক্ত হচ্ছে রোমানিয়া ও বুলগেরিয়া। গতকাল শনিবার ইউরোপীয় কাউন্সিল এ ঘোষণা দিয়েছে। রোমানিয়া ও বুলগেরিয়া ২০০৭ সাল থেকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। তবে দেশ দুটি এত দিন এই ভিসামুক্ত শেনজেন অঞ্চলে যুক্ত হতে পারেনি।