এখন ছবিও বুঝবে চ্যাটজিপিটি
প্রযুক্তি দুনিয়ায় এখন সবচেয়ে আলোচিত নাম চ্যাটজিপিটি। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ওপেনএআইয়ে তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত (এআই) তুমুল জনপ্রিয় এই চ্যাটবটের হালনাগাদ ভার্সন জিপিটি-৪ বাজারে এসেছে। গতকাল মঙ্গলবার উন্মুক্ত হওয়া এই ভার্সন ব্যবহারে চ্যাটজিপিটি হবে আরও সৃজনশীল ও সক্ষম।
২০২২ সালের নভেম্বরে চালু হয় চ্যাটজিপিটি। দ্রুত জনপ্রিয়তা পায় এটি। এর পর থেকে বিশ্বজুড়ে কোটি কোটি মানুষ চ্যাটজিপিটি ব্যবহার শুরু করেন। চ্যাটজিপিটি হচ্ছে একটা মেশিন লার্নিং মডেল। চ্যাটজিপিটিকে যেকোনো প্রশ্ন করলে লিখিত আকারে মানুষের মতো উত্তর দিতে পারে। কোনো কিছুর ব্যাখ্যা চাইলে ব্যাখ্যা দিতে পারে। কোনো কম্পিউটার প্রোগ্রাম লিখে দিতে বললে তা লিখে দেয়। কোনো একটা বিষয়ের ওপর নিবন্ধ লিখতে বললেও লিখে দেয়।
এত দিন এই চ্যাটবটে জিপিটি-৩.৫ ভার্সন ব্যবহার করা হতো। চ্যাটজিপিটির এ ভার্সনটি টেক্সটে সীমাবদ্ধ ছিল। তবে নতুন জিপিটি-৪ ভার্সন ছবির বিষয়বস্তু বুঝতেও সক্ষম, যেমন কোনো রান্নার উপকরণের ছবি দেখে এটি বলতে পারবে এসব উপকরণ দিয়ে কী কী রান্না করা সম্ভব। কোনো ছবির জন্য ক্যাপশন বা বর্ণনা (ডেসক্রিপশন) লিখতে পারবে।
চ্যাটজিপিটির হালনাগাদ জিপিটি-৪ ভার্সনে আরেকটি বড় সুবিধা যুক্ত করা হয়েছে। এ ভার্সনটি একবারে ২৫ হাজার শব্দ পর্যন্ত বুঝতে সক্ষম, যা আগের ভার্সনের চেয়ে ৮ গুণ বেশি।
ওপেনএআই বলছে, হালনাগাদ এই জিপিটি-৪ ভার্সনের কারণে চ্যাটজিপিটি এখন আরও বেশি সৃজনশীল। কর্মসম্পাদনে আরও বেশি সক্ষম।
ওপেনএআই জানিয়েছে, জিপিটি-৪-এর নিরাপত্তার বিষয়গুলো নিশ্চিত করার জন্য টানা ছয় মাস ধরে নিরলসভাবে কাজ করা হয়েছে। প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তবে জিপিটি-৪ ভার্সনের কিছু সীমাবদ্ধতা রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এটা এখনো ভুল তথ্য সরবরাহ করতে পারে।
বর্তমানে যাঁরা চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করছেন, তাঁদের জন্য হালনাগাদ জিপিটি-৪ ভার্সন উন্মুক্ত করা হয়েছে। প্রতি মাসে ২০ ডলারের বিনিময়ে এটা ব্যবহার করা যাবে।
মাইক্রোসফটের নতুন বিং সার্চ ইঞ্জিনেও চ্যাটজিপিটি সংযুক্ত করা হয়েছে। ইতিমধ্যে মাইক্রোসফট কৃত্রিম বুদ্ধিমত্তায় এক হাজার কোটি ডলার বিনিয়োগ করেছে।