ইতিহাসের এই দিনে: মার্কিন প্রেসিডেন্ট কেনেডিকে গুলি করে হত্যা

বিশ্বে প্রতিদিন নানা ঘটনা-দুর্ঘটনা ঘটে। উদ্ভাবন-উন্মোচন ঘটে অনেক কিছুর। জন্ম ও মৃত্যু হয় অনেকের। রোজকার সব ঘটনা কি আমরা মনে রাখি? তবে কিছু বিষয় স্থায়ীভাবে দাগ কাটে মানুষের মনে, কিছু ঘটনা ইতিহাসের পাতায় উঠে যায়। তেমনই কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ২২ নভেম্বর। চলুন দেখি, বিশ্বে এদিন কী বড় বড় ঘটনা ঘটেছিল। ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি
ছবি: রয়টার্স

১৯৬৩ সালের ২২ নভেম্বর। যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে রাজনৈতিক সফরে গিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডি। শহরের রাস্তায় মোটরগাড়িতে যাওয়ার সময় এক আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ হন কেনেডি। দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়। আধা ঘণ্টা পর মারা যুক্তরাষ্ট্রের ৩৫তম প্রেসিডেন্ট।

আরও পড়ুন

রাজা প্রথম হুয়ান কার্লোসের অভিষেক

স্পেনের রাজা প্রথম হুয়ান কার্লোস। ১৯৭৫ সালের এই দিনে রাজ্যাভিষেক হয় তাঁর। সামরিক স্বৈরশাসক ফ্রান্সিকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর ক্ষমতায় আসেন রাজা কার্লোস। তাঁর হাত ধরে আধুনিক গণতান্ত্রিক শাসনব্যবস্থা চালু হয় স্পেনে। দেশটিতে এখন সাংবিধানিক রাজতন্ত্র বিদ্যমান।

আরও পড়ুন

মুক্তি পায় প্রথম অ্যানিমেটেড চলচ্চিত্র

বিশ্বের প্রথম কম্পিউটার অ্যানিমেটেড পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘টয় স্টোরি’। ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার এনিমেশন স্টুডিও যৌথভাবে এ চলচ্চিত্র মুক্তি দেয়। জয়প্রিয়তা পাওয়া চলচ্চিত্রটি মুক্তি পায় ১৯৯৫ সালের ২২ নভেম্বর।

আরও পড়ুন

ক্ষমতা নেন আঙ্গেলা ম্যার্কেল

জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল
ছবি: এএফপি

জার্মানির প্রথম নারী চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। দেশটির রাজনীতিতে বড় সময়জুড়ে ক্ষমতায় ছিলেন তিনি। ২০০৫ সালের ২২ নভেম্বর চ্যান্সেলরের দায়িত্ব নিয়েছিলেন ম্যার্কেল। পরে ২০০৯, ২০১৩ ও ২০১৮ সালের নির্বাচনে জিতে রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলেছেন তিনি। দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর ২০২১ সালে রাজনীতি থেকে বিদায় নেন প্রভাবশালী এ রাজনীতিক।

আরও পড়ুন
আরও পড়ুন