বাজওয়ার পরিবারের শত কোটির সম্পদের তথ্য ‘নির্লজ্জ মিথ্যাচার’: পাকিস্তান সেনাবাহিনী

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া
ছবি: রয়টার্স

পাকিস্তানের বিদায়ী সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তাঁর পরিবারের বিপুল সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য নাকচ করে দিয়েছে দেশটির সামরিক বাহিনী। এ সম্পর্কিত সংবাদ ‘সম্পূর্ণ অসত্য এবং নির্লজ্জ মিথ্যাচারের’ ওপর ভিত্তি করে প্রকাশ করা হয়েছে বলেও মন্তব্য করেছে বাহিনীর গণমাধ্যম শাখা। খবর জিও নিউজের

গতকাল রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে বলা হয়, ‘সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ও তাঁর পরিবারের সম্পদ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়েছে। এসব বিভ্রান্তিকর পরিসংখ্যান অতিরঞ্জিত এবং কল্পনাপ্রসূত।’

বিবৃতিতে বলা হয়, একটি বিশেষ গোষ্ঠী খুবই ‘চতুরতা ও অসততার সঙ্গে’ জেনারেল বাজওয়ার বেয়াই ও তাঁর পরিবারের সম্পদকে সেনাপ্রধান ও তাঁর পরিবারের সম্পদ হিসেবে দেখিয়েছে।

আরও পড়ুন
আরও পড়ুন

আইএসপিআর বলেছে, ‘সেনাপ্রধান হিসেবে বাজওয়ার ছয় বছর দায়িত্ব পালনকালে তাঁর পরিবার এসব সম্পদ গড়েছে বলে একটি ভুল ধারণার সৃষ্টি করা হয়েছে। এটা সম্পূর্ণ অসত্য, যা নির্লজ্জ মিথ্যাচার ও কুৎসার ওপর ভিত্তি করে প্রচার করা হয়েছে।’

সেনাপ্রধান, তাঁর স্ত্রী ও পরিবারের সম্পদের তথ্য কেন্দ্রীয় রাজস্ব বোর্ডে (এফবিআর) দেওয়া আছে বলে জানিয়েছে সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা। বিবৃতিতে বলা হয়, ‘সেনাপ্রধান ও তাঁর পরিবার নিয়মিত ট্যাক্স রিটার্ন জমা দেয়। প্রত্যেক নাগরিকের মতো সেনাপ্রধান ও তাঁর পরিবারও তাদের সম্পদের জন্য কর কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ।’

গত সপ্তাহের শুরুর দিকে কথিত ট্যাক্স রিটার্ন ও সম্পদের তথ্যের বরাত দিয়ে নিউজ ওয়েবসাইট ফ্যাক্টফোকাসের প্রতিবেদনে দাবি করা হয়, সেনাপ্রধান জেনারেল বাজওয়ার পরিবার গত ছয় বছরে কয়েক শ কোটি রুপির সম্পদ গড়ে তুলেছে।

এ ঘটনার পরদিন বেআইনিভাবে কর নথি ফাঁসের বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্তের নির্দেশ দেন অর্থমন্ত্রী ইসহাক দার। প্রধানমন্ত্রীর রাজস্ববিষয়ক বিশেষ সহকারী তারিক মাহমুদ পাশাকে ব্যক্তিগতভাবে এ তদন্তের নেতৃত্ব দেওয়ার নির্দেশনা দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।

আরও পড়ুন

পরদিনই জিও নিউজের এক টক শোতে ইসহাক দার বলেন, নথি ফাঁস তদন্তের অন্তর্বর্তী প্রতিবেদন পেয়েছেন। এই ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে শনাক্ত করা গেছে। অর্থমন্ত্রী আরও বলেন, নথি ফাঁসের সঙ্গে জড়িত একজন লাহোরের আর আরেকজন রাওয়ালপিন্ডির।

আগামীকাল মঙ্গলবার বাজওয়ার আনুষ্ঠানিকভাবে অবসরে যাওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল আসিম মুনির।

আরও পড়ুন