আজ ১৪ ডিসেম্বর, বৃহস্পতিবার। আজও দিনভর বিশ্বে আলোচিত ছিল ফিলিস্তিন-ইসরায়েল সংঘাতের খবর। এ ছাড়া যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, কেনিয়ার আরও কিছু উল্লেখযোগ্য খবর আছে। খবরগুলো একনজরে দেখে নেওয়া যাক।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত তাঁরা যুদ্ধ চালিয়ে যাবেন। কোনো কিছুতেই ইসরায়েলকে থামানো যাবে না। গাজায় চলমান যুদ্ধের বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে বুধবার এক ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার হামলা বন্ধ হয়নি। এর সঙ্গে যুক্ত হয়েছে শীতকালীন বৃষ্টি। ভারী বৃষ্টিতে ভেসে গেছে অনেক অস্থায়ী তাঁবু। এসব তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন বাস্তুহারা গাজাবাসী। জাতিসংঘের ত্রাণ ও কর্মবিষয়ক সংস্থা বলছে, একদিকে চলছে হামলা, অন্যদিকে বৃষ্টি—দুর্দশা এতটাই চরমে পৌঁছেছে যে গাজা যেন ‘নরকে’ পরিণত হয়েছে।
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতে এ পর্যন্ত //৬৩ সাংবাদিকের প্রাণ গেছে। তাঁদের মধ্যে দায়িত্ব পালনকালে ১৭ সাংবাদিক নিহত হয়েছেন। সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) বার্ষিক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানিয়েছে।
আগের মনোভাব থেকে সরে এসে ফিলিস্তিনের গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাবে ভারত সায় দিল। গত মঙ্গলবার জাতিসংঘের সাধারণ পরিষদে জরুরি ভিত্তিতে যুদ্ধবিরতির প্রস্তাবের পক্ষে ভারতসহ পৃথিবীর ১৫৩টি দেশ ভোট দিয়েছে। গত অক্টোবরেও একই ধরনের প্রস্তাব আনা হয়েছিল, কিন্তু তখন ভারত ভোটদানে বিরত ছিল।
গাজায় যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন বিভাগের শতাধিক কর্মকর্তা। তাঁরা বিভাগের মন্ত্রী আলেহান্দ্রো মায়রকাসকে দেওয়া এক খোলাচিঠিতে এ নিন্দা জানান।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট দিয়েছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বুধবার এ ভোট হয়। বাইডেনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিশংসন তদন্ত শুরু করার পক্ষে ভোট পড়ে ২২১টি। বিপক্ষে ২১২টি।
জাপানে ফুমিও কিশিদার নেতৃত্বাধীন সরকারের চার মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার তাঁরা পদত্যাগপত্র জমা দেন। ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) অভ্যন্তরীণ দুর্নীতিকে কেন্দ্র করে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা যখন আস্থার সংকটে ভুগছেন, তখনই এমন পদত্যাগের ঘটনা ঘটল।
ভারতের মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির মোহন যাদব। শপথ নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠকে রাজ্যে প্রকাশ্যে মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ করেছেন তিনি।
আফ্রিকার দেশ কেনিয়া ভ্রমণ করতে আর ভিসা লাগবে না । আগামী জানুয়ারি মাস থেকে বিশ্বের যেকোনো দেশের নাগরিক এ সুবিধা পাবেন। গত মঙ্গলবার কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুতো এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, কেনিয়ায় যেতে অনলাইনে ভ্রমণ পাস পাওয়া যাবে।
থাইল্যান্ডের পার্লামেন্টের এক নারী সদস্যকে (এমপি) ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া দুটি পোস্টে রাজতন্ত্র ও রাজাকে অপমান করায় অধিকারকর্মী থেকে রাজনীতিক বনে যাওয়া এই আইনপ্রণেতাকে সাজা দেওয়া হয়।