এক নজর: সারা দিনে বিশ্বে কী ঘটল আজ

গাজায় ইসরায়েলের বিমান হামলায় সৃষ্ট অগ্নিশিখা
ছবি: এএফপি

আজ সোমবার ২৩ অক্টোবর। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের আলোচিত খবর ছিল দিনভর। এর পাশাপাশি পাকিস্তান, ইরানেও ছিল উল্লেখযোগ্য কিছু ঘটনা। একনজরে দেখে নেওয়া যাক সেগুলো।

ফিলিস্তিনের গাজা উপত্যকায় গতকাল রোববার রাতভর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আগের দিনই অবশ্য হামলা জোরদারের কথা বলেছিল ইসরায়েলিরা। সেই ধারাবাহিকতায়  গাজার জাবালিয়া শরণার্থীশিবিরের আল-শুহাদা এলাকার শরণার্থীশিবিরে বিমান হামলা চালিয়ে একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল। বিধ্বস্ত ভবন থেকে ৩০ জনের মরদেহ  উদ্ধার করা হয়েছে। তাঁদের বেশির ভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকা পড়ে আছেন।

সীমান্তে হামাস যোদ্ধাদের অতর্কিত হামলার শিকার হয়েছে ইসরায়েলের একদল সেনা
ফাইল ছবি: এএফপি

এদিকে স্থলপথে ফিলিস্তিনের গাজায় অভিযান চালাতে গিয়ে প্রতিরোধ সংগঠন হামাসের ওত পেতে থাকা যোদ্ধাদের হামলার শিকার হয়েছেন ইসরায়েলের একদল সেনা।হামলায় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।

রাফাহ সীমান্ত দিয়ে মিসর থেকে গাজায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে
ছবি: রয়টার্স ফাইল ছবি

আহত হয়েছেন তিনজন। এ সময় ইসরায়েলের একটি ট্যাংক ধ্বংস করে দেওয়ারও দাবি করেছেন হামাস যোদ্ধারা। এসব হামলার মধ্যেই আবার গাজায় দ্বিতীয় ত্রাণ বহর পৌঁছেছে। গতকাল রোববার মোট ১৭টি ট্রাক মিসর থেকে গাজা উপত্যকায় ঢুকেছে। আগের দিন শনিবার প্রথম ধাপে মিসর থেকে গাজায় ২০টি ট্রাক ঢুকেছিল। এসব ট্রাকে আছে চিকিৎসা উপকরণ, খাদ্য ও পানি।

জেরুজালেমের ওল্ড সিটি
ছবি: এএফপি ফাইল ছবি

দিনের এসব গরম ঘটনার পাশাপাশি ভিন্ন একটি ঘটনা কিছুটা স্বস্তি দেয়। জেরুজালেমের হিব্রু বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর একটি হাসপাতালের মাঝামাঝি জায়গায় আধুনিক ধারার একটি ক্যাফে গড়ে উঠেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৩৪ মিটার উঁচুতে, মাউন্ট স্কপাস নামে পাহাড়ের ওপরে রয়েছে এই ক্যাফে। বিভক্ত জেরুজালেমে ২০ বছর ধরে এই ক্যাফে এক অনন্য নজির হয়ে উঠেছে। ক্যাফেতে ফিলিস্তিন ও ইসরায়েলের চিকিৎসাকর্মী ও শিক্ষার্থীদের সহাবস্থানের  জায়গা এটি।  প্রতিদিন সকালে তাঁরা একে অপরের সঙ্গে খোশগল্পে মেতে ওঠেন। রাজনীতি থেকে দূরে থাকতে তাঁরা ওই ক্যাফেতে যান।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই নেতা ইমরান খান
ছবি: রয়টার্স ফাইল ছবি

ফিলিস্তিন ইসরায়েলের এই সংঘাতের বাইরে পাকিস্তানের রাজনীতিতেও নতুন উত্তাপ দেখা দিয়েছে। লন্ডনে চার বছর স্বেচ্ছানির্বাসনে থাকার পর গত শনিকার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) দলের নেতা নওয়াজ শরিফ  দেশে ফিরেছেন। এর মধ্যেই আবার পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান ও ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশিকে রাষ্ট্রীয় গোপনীয়তা আইনে দায়ের করা সাইফার মামলায় অভিযুক্ত করা হয়েছে। আজ সোমবার বিশেষ আদালতে তাঁদের দুজনকে অভিযুক্ত করা হয়।

তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে হামলার শিকার কিশোরীর আরমিতা গারাওয়ান্দ
ছবি: মানবাধিকার সংগঠন হেনগাওয়ের এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া

এর মধ্যেই ইরানে ঘটেছে আরেক দুঃখজনক ঘটনা। ইরানে ৩ অক্টোবর তেহরানের শোহাদা মেট্রো স্টেশনে হিজাব ইস্যুতে ১৬ বছর বয়সী এক  কিশোরীকে মারধর করা হয়। হামলায় গুরুতর আহত হন আরমিতা গারাওয়ান্দ নামে ওই কিশোরী। পরে তিনি কোমায় চলে যান। সেই কিশোরীর ‘ব্রেন ডেথ’হয়েছে। দেশটির গণমাধ্যম গতকাল রোববার এ তথ্য জানিয়েছে।

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু
এএফপি ফাইল ছবি

মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু দেশটিতে অবস্থানরত ভারতীয় সেনাদের ফেরত পাঠানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি কাজ শুরু করে দেবেন।মালদ্বীপের মাটিতে কোনো বিদেশি সামরিক তৎপরতা চান না  বলে জানিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহামেদ মুইজ্জু। গত মাসে তিনি মালদ্বীপে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন । নভেম্বরের শেষের দিকে শপথ নেবেন তিনি। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে মুইজ্জু বলেন, ‘ দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তিনি তাঁর  প্রতিশ্রুতি পূরণ করা শুরু করবেন।