প্রথম আলোর ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একটি ভালো কাজের কর্মসূচি পালন করে তরুণ পাঠকদের সংগঠন ‘প্রথম আলো বন্ধুসভা’। এতে বন্ধুসভার সদস্যরা বিভিন্ন সামাজিক–সাংস্কৃতিক কার্যক্রমের আয়োজন করেন।
নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়তে স্কুল–কলেজের ২০০ শিক্ষার্থীর হাতে বই ও প্রথম আলো পত্রিকা তুলে দেন রাউজান বন্ধুসভার সদস্যরা। নোয়াপাড়া উচ্চবিদ্যালয় মাঠ, রাউজান, চট্টগ্রাম
বিজ্ঞাপন
বিনা মূল্যে শাকসবজির চারা বিতরণ ও প্রতিটি বাড়ির আঙিনায় চারা রোপণ কার্যক্রম করে চাঁদপুর বন্ধুসভা
বিজ্ঞাপন
নাটোর রেলস্টেশনে ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্যবার্তা বিলি করেন নাটোর বন্ধুসভার সদস্যরাপঞ্চগড় জেলা শহরের বিভিন্ন সড়কে থাকা গতিরোধকগুলোতে (স্পিড ব্রেকার) সাদা রং করে দিয়েছেন পঞ্চগড় বন্ধুসভার সদস্যরা। এম আর কলেজ রোড, ডোকরোপাড়া, পঞ্চগড়‘মুক্ত যানজট, স্বাচ্ছন্দ্য চলাচল’ স্লোগানে গানে গানে প্রচারণা চালায় রংপুর বন্ধুসভা। পাবলিক লাইব্রেরি মাঠ, রংপুরখাবার পানির তৃষ্ণা মেটাতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার গড়মহাস্থান পূর্বপাড়া গ্রামের মছিনা বেওয়ার বাড়ির আঙিনায় নতুন টিউবওয়েল বসিয়ে দিয়েছেন বগুড়া বন্ধুসভার সদস্যরাশব্দদূষণ প্রতিরোধে লিফলেট বিতরণ করেন রাজশাহী বন্ধুসভার সদস্যরা। আলুপট্টি মোড়, রাজশাহীপ্রথম আলো চরে কুড়িগ্রাম বন্ধুসভার উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ করছে কুড়িগ্রাম বন্ধুসভাচট্টগ্রামের বান্ডেল রোডের সেবক কলোনির অনুষ্ঠানে পরিচ্ছন্নতাকর্মীদের ফুল দিয়ে সম্মান জানান চট্টগ্রাম বন্ধুসভার সদস্যরা