গত এক বছরের দেশের নানা অর্জন, দুর্যোগ–দুর্বিপাক, দুর্ঘটনা। প্রথম আলোর পাতায় একটি মুহূর্তের ক্লিক, একটি ছবি। সেই ছবি আনন্দে উদ্বেলিত করেছে, আলোড়িত করেছে পুরো জাতিকে। সে রকম আলোচিত কিছু ছবি পাঠকদের জন্য
দেশের নারী ফুটবলে নতুন ইতিহাস। নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম শিরোপা জয়। বিজয়ীর বেশে দেশে ফেরা। ছাদখোলা বাসে বরণ করা হয় এই বীর কন্যাদের। সেই বাসে বিমানবন্দর থেকে মতিঝিলে ফেরার সময় পথে পথে আনন্দ–উচ্ছ্বাসে তাঁদের অভিবাদন জানান ফুটবলপ্রেমীরা। গত ২১ সেপ্টেম্বরভারী বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে সিলেট নগর। কোমরসমান পানিতে রিকশা টেনে যাচ্ছেন এক চালক। গত ১৮ জুন রেলস্টেশন এলাকা থেকে তোলা
বিজ্ঞাপন
বন্যায় চারদিক থই থই। বিদ্যুৎ নেই। ঘুটঘুটে অন্ধকারে এভাবে কলেজের এক কোণে রান্না চড়িয়েছিলেন রিনা বেগম। গত ২২ জুন সিলেটের কোম্পানীগঞ্জের আশ্রয়কেন্দ্রে
বিজ্ঞাপন
গুমের শিকার বাবা পারভেজ হোসেনের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ে আদিবা ইসলাম। গত ২০ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মায়ের ডাক’–এর মানববন্ধনেসীতাকুণ্ডের বিএম ডিপোতে বিস্ফোরণের তিন দিন পরও ছড়িয়ে–ছিটিয়ে ছিল রাসায়নিকের প্লাস্টিক জার। ধ্বংসস্তূপ থেকে মরদেহ সরিয়ে নিচ্ছিলেন উদ্ধারকর্মীরা। গত ৭ জুন তোলানবদম্পতি ও তাঁদের স্বজনেরা কাওলা থেকে আশুলিয়া যাচ্ছিলেন। এ সময় রাজধানীর উত্তরা এলাকায় তাঁদের প্রাইভেট কারের ওপর বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার ধসে পড়ে