Thank you for trying Sticky AMP!!

অনাহারে গোলাপগঞ্জের বেদেপল্লির বাসিন্দারা

গোলাপগঞ্জের বেদেপল্লি। ছবি: লেখক

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সিলেটের গোলাপগঞ্জের খেটে খাওয়া মানুষেরা কর্মহীন হয়ে পড়েছেন। বিশেষ করে খুব নাজুক অবস্থায় আছে বেদেপল্লির বাসিন্দারা। খেয়ে না–খেয়ে কোনো রকমে দিন পার করছে তারা।

করোনা পরিস্থিতিতে দুচোখে অন্ধকার দেখছে বেদেরা। রোজগারের সব পথও রয়েছে বন্ধ। কর্মহীন হয়ে বেদেদের তাঁবুতেই বন্দী থাকতে হচ্ছে। সীমানার বাইরে বের না হতে পেরে, একধরনের দমবন্ধ জীবন কাটাচ্ছে।

ফিরুজা নামের একজন জানান, ‘সরকারের সহায়তায় চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী পেয়েছিলেন কিছু দিন আগে। কিন্তু তা এখন ফুরিয়ে গেছে। সরকারের সহায়তার খাদ্যসামগ্রী ১০ দিনের বেশি নিতে পারিনি। এখন কী খাব আমরা, সেটাই চিন্তা।’

বেদেদের মধ্যে হান্নান মিয়া নামের একজন বলেন, ‘আমরা প্রতিদিন গ্রামে গ্রামে গিয়ে কাজ করে যা আয় করি, তা–ই দিয়েই বেঁচে থাকি। যেদিন থেকে গ্রামে যেতে পারি না, সেদিন আমাদের চুলার আগুন জ্বলে না।’

সরকারের নির্দেশ মেনে তারা ঘর থেকে বের হচ্ছে না উল্লেখ করে বাতাশি নামের একজন বলেন, ‘আমরা সরকারের নির্দেশের প্রতি সম্মান রেখে কেউ পল্লির বাইরে যাচ্ছি না। ফলে আমরা কয়েক দিন ধরেই খুবই কষ্টে আছি। আমাদের পাশে কেউ দাঁড়ায় না। কে দাঁড়াবে কে বুঝবে আমাদের দুঃখ–কষ্টের কথা!’