নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

আন্দোলনের দ্বিতীয় দিনেই দাবি মেনে নেওয়ার ঘোষণা

লাগাতার আন্দোলনের মুখে দ্বিতীয় দিনেই শিক্ষার্থীদের দাবি মেনে নিয়েছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গতকাল মঙ্গলবার প্রশাসনিক ভবনে তালা দিয়ে উপাচার্যসহ শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দিনভর অবরুদ্ধ করে রাখার পর বিকেলে কর্তৃপক্ষ এক মাসের মধ্যে দাবি মেনে নেওয়ার ঘোষণা দেয়।

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির পরিপ্রেক্ষিতে একই সময় পদত্যাগ করেছেন প্রক্টর জাহাঙ্গীর সরকার।

গতকাল প্রশাসনিক ভবনের সামনে অবরোধ চলাকালে প্রক্টরসহ কয়েকজন শিক্ষক ছাত্রীদের সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ করে প্রক্টরের পদত্যাগের দাবি করায় তিনি পদত্যাগ করেন বলে জানা গেছে।

জানতে চাইলে প্রক্টর পদত্যাগ করার কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘শিক্ষার্থীরা যে অভিযোগ করেছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি চলাকালে আমিসহ জ্যেষ্ঠ শিক্ষক ও বিভাগীয় প্রধানেরা তাদের সঙ্গে কথা বলতে গেলে শিক্ষার্থীরা চরম দুর্ব্যবহার করে। যা কোনো ছাত্র করতে পারে না।’

এ বিষয়ে জানার জন্য উপাচার্য এ কে এম সাঈদুল হক চৌধুরীর মুঠোফোনে ফোন করলেও তিনি ধরেননি।

পরে রেজিস্ট্রার মো. মমিনুল হক প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তবে শিক্ষার্থীদের ওপর শিক্ষক-কর্মকর্তাদের হামলার অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে রেজিস্ট্রার বলেন, হয়তো ফটকে ধস্তাধস্তি করতে গিয়ে কেউ সামান্য আহত হতে পারেন।