Thank you for trying Sticky AMP!!

ঈদে পাঞ্জাবির ভিড়ে, মান্যবরে

নতুন পাঞ্জাবি ছাড়া ঈদের আনন্দ খানিকটা অপূর্ণ থেকে যায়। ঈদকে সামনে রেখে এবারও নানা ধরনের পাঞ্জাবি নিয়ে এসেছে মান্যবর বাংলাদেশ ফ্যাশন হাউস। কাটছাঁট, রং আর আছে বৈচিত্র্যের ছোঁয়া।

মান্যবরের ধানমন্ডির আউটলেটে গিয়ে দেখা যায়, বাহারি নকশার নানা পাঞ্জাবিতে ভরা বিপণি বিতানটি। বড়দের পাশাপাশি ছোটদের পাঞ্জাবিও বিতান জুড়ে। রমজানের এই শুরুতে, ক্রেতারাও আসতে শুরু করেছেন। এক ক্রেতা বলছিলেন, ‘আমি ঈদের আগে সব সময়ই এখানে আসি।’

কেন এত আগে কেনাকাটা? প্রশ্নের জবাবে ওই ক্রেতা বললেন, ‘ঈদ যখন আরও এগিয়ে আসবে তখন এখানে অনেক ভিড় হয়। তাই ভিড় এড়াতে আগেভাগে কেনাকাটা সারি। এতেই স্বাচ্ছন্দ্য বোধ করি।’

ঈদকে সামনে রেখে মান্যবর এনেছে নানা ডিজাইনের পাঞ্জাবি। ছবি: প্রথম আলো

ঈদের তরুণদের কাছে রঙিন আর স্টাইলিস্ট পাঞ্জাবিই বেশি পছন্দের। লম্বা ও খাটো—দুই ধরনেরই পাঞ্জাবি আছে মান্যবরে।

শিশুদের জন্যও আছে পাঞ্জাবির সম্ভার। ছবি: প্রথম আলো

মান্যবরের এক বিক্রয়কর্মী তরুণ এবং বয়স্কদের পছন্দের তারতম্যের বিষয়টি তুলে ধরেন। তিনি বলছিলেন, ‘এবার গরমের মধ্যে ঈদ পড়েছে। এখন যেসব তরুন ক্রেতা আসছেন তারা খুঁজছেন সুতির মধ্যে ঝকমকে বা গর্জিয়াস পাঞ্জাবি। তবে আমাদের ঝকমকে পাঞ্জাবি প্রধানত হয় সিনথেটিকের মধ্যে। আর বয়স্ক ক্রেতারা পুরো সূতির পাঞ্জাবিতে সাধারণত কলারে স্টোন পছন্দ করেন।’

ঈদ নিয়ে মান্যবরের প্রস্তুতি কেমন? জবাবে ধানমন্ডি শাখার এক ব্যবস্থাপক বলছিলেন, ‘নানা ধরনের সংগ্রহ আছে আমাদের। প্রতি বছরই আমাদের চেষ্টা থাকে ভিন্ন কিছু দেওয়ার। একেক ক্রেতার রুচি একেক রকম। তাই সেভাবেই পাঞ্জাবির ডিজাইন আছে। এগুলো খুব এক্সক্লুসিভ। এবার গরমের মধ্যে ঈদ পড়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই আমরা নতুন এবং অভিনব নানা সংগ্রহ এনেছি। আশা রাখি এগুলো ক্রেতাদের পছন্দ হবে।’

মান্যবরের ধানমন্ডি আউটলেটের পুরোটাই নানা ধরনের পাঞ্জাবিতে ভরা। ছবি: প্রথম আলো

পাঞ্জাবির দাম নির্ভর করে কারুকার্যর ওপর। মান্যবরে রয়েছে বিভিন্ন দামের পাঞ্জাবি।

ঈদ উপলক্ষে বিশেষ কিছু পাঞ্জাবিতে মান্যবর দিচ্ছে বিশেষ ছাড়। কর্তৃপক্ষের আশা, এসব ছাড়ের বিশেষ পাঞ্জাবি ক্রেতাদের আকৃষ্ট করবে।

কোন ধরনের পাঞ্জাবি এবার বেশি কিনছে মানুষ। খাটো নাকি লম্বা, ঢিলে নাকি আটসাট? এসব প্রশ্নের উত্তর খুঁজতে ঘুরে আসতে পারেন মান্যবরের আউটলেট থেকে। আপনার ঈদ আনন্দ আরও বাড়িয়ে দিতে মান্যবর প্রস্তুত।