Thank you for trying Sticky AMP!!

এগিয়ে চলছে মেট্রোরেলের কাজ

মেট্রো রেলপথ চলাচলের পিলারের ওপর এক এক করে বসানো হচ্ছে স্প্যান। ৩৭৭টি পিলারের ওপর এ রকম ৩৭৬টি স্প্যান বসে বিস্তৃত হবে ২০ কিলোমিটারের মেট্রোরেল। তবে ২০১৯ সালের জুনের মধ্যে পাঁচ সেট ট্রেন নিয়ে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশের উড়ালপথ এবং স্টেশন নির্মাণের কাজ শেষ করার কথা। ১০০ কিলোমিটার গতিতে চলবে মেট্রোরেল। পুরো প্রকল্পের কাজ ২০২০ সালের মধ্যে সম্পন্ন হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন পর্যন্ত মেট্রোরেল প্রকল্পে ব্যয় হয়েছে ৫ হাজার ১০৫ কোটি টাকা। রোববার উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে ছবিগুলো ক্যামেরাবন্দী করা।
দিয়াবাড়ী এলাকায় চলছে মেট্রোরেল স্টেশন নির্মাণের কাজ।
পিলারে বসানো হয়েছে কংক্রিটের স্প্যান।
পিলারে বসেছে আরও একটি স্প্যান।
পিলারে বসানোর জন্য তৈরি আরও অনেক স্প্যান।
দিয়াবাড়ী থেকে মিরপুরের দিকে পিলারে সারি।