আমি আর আমার ফ্রেন্ড ক্লাসে মোটেও মনোযোগী না। ক্লাসে সারাক্ষণ কথা বলি। আর স্যার-ম্যাডামদের কথার সঙ্গে হ্যাঁ-না মেলাই (যদিও জানি না তাঁরা কী বলেছেন)। একদিন আমরা কথা বলছিলাম। স্যার না জানি কী বললেন, সবাই হেসে উঠল। আমরাও সবার সঙ্গে তাল মিলিয়ে হাসলাম। তখন সবাই আরও জোরে হেসে উঠল। এরপর জানতে পারলাম আমরা কথা বলছিলাম দেখে স্যার আমাদের ‘বাচাল বান্দর’ বলেছেন। আর আমরা নিজেদের অপমানে নিজেরাই হেসেছি!
তাসমিনা ইসলাম