Thank you for trying Sticky AMP!!

গয়নাগাটি-লাল শাড়ি সবই আছে, শুধু প্রাণটাই নেই

মরদেহ নিয়ে আসছেন উদ্ধারকর্মীরা। ছবি: শহীদুল হক

গায়ের গয়নাগাটি সবই আছে। লাল শাড়ি জড়ানো শরীরটাতে শুধু প্রাণটাই নেই। তিনি নববধূ সুইটি খাতুন। আজ সোমবার সকাল সাড়ে ছয়টার দিকে রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শাড়ি–গয়না পরা নববধূর লাশটি ভেসে ওঠে। গত শুক্রবার রাতে নৌকাডুবির পর থেকেই তাঁকে নিখোঁজ ঘোষণা করা হয়েছিল

রাজশাহীর নৌ-পুলিশের পবা ফাঁড়ির ইনচার্জ মেহেদী মাসুদ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত নয়জনের লাশ উদ্ধার করা হলো। দুটি নৌকার ৪১ জন যাত্রীর মধ্যে আজ নববধূর লাশ উদ্ধারের মাধ্যমে নিখোঁজ সবার লাশ পাওয়া গেল।

রাজশাহী নগরীর সাহাপুর এলাকায় শুক্রবার রাতে নৌকাডুবির পর আজ সোমবার সকালে উদ্ধার করা নববধূর মরদেহ। ছবি: শহীদুল হক

গত শুক্রবার সন্ধ্যার পর বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় শহরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটে।

রাজশাহীর পবা উপজেলার খিদিরপুরে বর রুমন আলীর বাড়িতে বউভাতের অনুষ্ঠান থেকে ফেরার সময় রাজশাহী নগরের শ্রীরামপুর এলাকায় পদ্মা নদীতে নৌকাটি ডুবে যায়।