Thank you for trying Sticky AMP!!

জাতির পিতার স্বপ্নপূরণের দায়িত্ব আমাদের: প্রধান বিচারপতি

স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক রক্তদান কর্মসূচি উদ্বোধনী করেন প্রধান বিচারপতি। ছবি: মহিউদ্দিন ফারুক

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, জাতির পিতা যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন আমাদের দায়িত্ব হবে সে লক্ষ্য নিয়ে কাজ করে জাতির পিতার স্বপ্ন পূরণ করা। তাহলেই তাঁর বিদেহী আত্মা শান্তি পাবে।

স্বাধীনতার স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতি এ কথা বলেন।

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচির সহযোগিতায় রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে প্রধান বিচারপতি উদ্বোধন করার পর আনুষ্ঠানিকভাবে রক্তদান কর্মসূচি শুরু হয়।

হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার সৈয়দা হাফছা ঝুমার সঞ্চালনায় অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন।