Thank you for trying Sticky AMP!!

ট্রাফিক পক্ষেও যত অনিয়ম

>ঢাকা মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, আইনের কঠোর প্রয়োগ, জনসচেতনতা সৃষ্টি এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলার লক্ষ্যে শুরু হয়েছে ট্রাফিক শৃঙ্খলা কার্যক্রম ট্রাফিক পক্ষ। ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া ট্রাফিক পক্ষ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ট্রাফিক পক্ষের প্রায় সপ্তাহ পেরোলেও সড়কের চিত্র বদলায়নি। যত্রতত্র গাড়ি দাঁড়ানো, কালো ধোঁয়া, লেন না মেনে ও উল্টো পথে চলা—সবই আগের মতোই আছে। রোববার, ২০ জানুয়ারি রাজধানীর বাংলামোটর এলাকার চিত্র।
ট্রাফিক আইন অমান্য করে সড়কের সব লেনে বেপরোয়াভাবে চলছে বাস।
সড়কের সব লেনে শুধু বাস। বাসচালকদের এমন নৈরাজ্যের কাছে জিম্মি অন্য যানবাহনের আরোহীরা।
ডিএমপির ‘ট্রাফিক পক্ষে’র মধ্যেই আজ বিকেলে পুলিশের সামনেই কোনো ধরনের বাধা ছাড়াই উল্টো পথে চলছে ব্যক্তিগত একটি গাড়ি।
উল্টো পথে গাড়ি চলছেই। রোববার দেখা গেল উল্টো পথে চলছে সরকারি স্টিকারযুক্ত গাড়ি।
হেলমেটছাড়া মোটরসাইকেল চালানোয় ট্রাফিক পুলিশের সদস্য চালকের কাছে গাড়ির বৈধ কাগজপত্র চাচ্ছেন।
ট্রাফিক আইন অমান্য করে জেব্রা ক্রসিংয়ে থামে আছে গাড়ি। সড়কে যানবাহনের এ রকম নৈরাজ্যের কাছে পথচারীরা যেন অসহায়।
ট্রাফিক আইন অমান্য করে ফিটনেসবিহীন গণপরিবহন রাজধানীর সড়কে চলছে হরহামেশাই।
মাথার ওপরেই পথচারী-সেতু থাকা সত্ত্বেও ব্যস্ত সড়তে আতঙ্কে পারাপার চলছেই।
রাইড শেয়ারিংয়ের জন্য মোটরসাইকেল ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে অনেক।
সড়কে রিকশার বিড়ম্বনা।
সপ্তাহের প্রথম কর্মদিবসে রাজধানীর সড়কগুলোতে ছিল যানজট।
যানবাহনের কারণে চলা দায়!