Thank you for trying Sticky AMP!!

দেশে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ: গণপূর্তমন্ত্রী

রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। ছবি: বাসস

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সব ধর্ম, বর্ণ, গোত্র ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনন্য নিরাপত্তার উদাহরণ সৃষ্টি করেছে সরকার।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীতে গারো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়ানগালা উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এসব কথা বলেন।

শ ম রেজাউল করিম বলেন, শেখ হাসিনার আমলে সব ধর্ম-বর্ণের মানুষ নিরাপদ। একটি জাতি বিভিন্ন ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের সমন্বয়ে একটি বৃহত্তর পরিচয় বহন করে। সবার মত ও পথ নিয়েই বাংলাদেশ। দেশে সব ধর্মের মানুষ রাষ্ট্রের সব সুযোগ-সুবিধা পাচ্ছে এবং পাবে।

গণপূর্তমন্ত্রী বলেন, ‘একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধে গারো সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে অনেক বড় ত্যাগস্বীকার করেছিলেন। গারো সম্প্রদায়ের মানুষ স্বাধীন সার্বভৌম বাংলাদেশের ধারণায় একাত্ম থেকে বাংলাদেশের সব স্বাধিকার আন্দোলনে ভূমিকা রেখেছেন।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় গারো সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। দ্বিতীয় পরিচয় আমরা বাঙালি। এরপরের পরিচয় আমরা কে কী ধর্মের।’

গারো ঐতিহ্যবাহী ওয়ানগালা উদযাপন পরিষদের সভাপতি মুকুল চিছামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আইনজীবী আবদুল বাসেত মজুমদার, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক থিওফিল নওরেক, গারো ওয়ানগালার নকমা (সমাজপ্রধান) সাগর রিছিল প্রমুখ।