Thank you for trying Sticky AMP!!

ধলাই নদের কোলে

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের ধলাই নদ। ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাথুরে নদটি পর্যটকদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে। নদের উৎসমুখে স্বচ্ছ পানি আর সাদা পাথরের রাজ্যে বারবার ফিরে আসেন ভ্রমণপিপাসুরা। নদের কোলে পড়ে আছে পাথরের স্তূপ। স্বচ্ছ শীতল জলে গা ভিজিয়ে স্বস্তি পান পর্যটকেরা। মেঘালয় পাহাড়ের মাথায় ঘুরপাক খায় মেঘের ভেলা। সবুজ পাহাড়-নদ-মেঘের মিলন ঘটেছে এ এলাকায়। ছবিগুলো গত সপ্তাহে তোলা।

ধলাই নদের উভয় পাড়ে ছড়িয়ে আছে ছোট-বড় পাথর।
বিপুল জলারাশিতে ডুবে আছে অসংখ্য ছোট-বড় পাথর।
পাথর বিছানো থাকায় ধলাই নদের ওপর দিয়ে সহজেই হাঁটা যায়।
চাইলে নৌকায় করে ঘুরে দেখা যায় পুরো এলাকা।
মেঘালয়ে সবুজে মোড়া পাহাড়। পাহাড়ের গা ছুঁয়ে উড়ছে মেঘের ভেলা।
যুগ যুগ ধরে নদের পাড়ে পড়ে আছে বিশাল আকৃতির পাথর।
ভ্রমণপিপাসুরা ধলাই নদে এমন স্রোতও দেখতে পান।