Thank you for trying Sticky AMP!!

নারায়ণগঞ্জে বস্তিতে অগ্নিকাণ্ড

ইসদাইরে বস্তিতে আগুনে পুড়ে গেছে ঘর। ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জ শহরের ইসদাইর এলাকার বাজারে পাশে অবৈধভাবে গড়ে ওঠা একটি বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বস্তির প্রায় ৬০টি ঘর পুড়ে গেছে। এতে বেশির ভাগ বসতঘর ও পোশাক কারখানার পরিত্যক্ত কাটা কাপড়ের (ঝুটের) গুদাম ছিল।

গতকাল শনিবার দিবাগত রাত তিনটার দিকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে আগুনে কোনো হতাহত হওয়ার ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, রাত তিনটার দিকে ইসদাইর বাজারসংলগ্ন জলাধারের ওপর গড়ে ওঠা বস্তিতে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আগুন পুরো বস্তিতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে শহরের মণ্ডলপাড়া, হাজীগঞ্জ ও আদমজী ফায়ার স্টেশনের ১০টি ইউনিটের কর্মীরা আগুন নেভানোর কাজ শুরু করেন। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আবদুল্লাহ আরেফিন আরও জানান, আগুনে কেউ হতাহত হয়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।