যত্নআত্তি

নিজের গাড়ির যত্ন নিজে করি

ব্যস্ততার মাঝেও সময় বের করে নিজেই নিন নিজের গাড়ির যত্ন। মডেল: টিপু। ছবি: অধুনা
ব্যস্ততার মাঝেও সময় বের করে নিজেই নিন নিজের গাড়ির যত্ন। মডেল: টিপু। ছবি: অধুনা

নিয়মিত নিজের গাড়ির যত্ন নেন বেসরকারি একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা রুবিনা খান। তিনি বলেন, ‘মাসে একবার নিয়মিত গাড়ির যত্ন নিই। গাড়ির ভেতরে নানা কারণে ময়লা বা আবর্জনা জমতে পারে, যা কিনা গাড়ির জন্য ক্ষতিকর। তাই নিজের গাড়ি নিজেই পরিষ্কার করি।’ যাঁদের ব্যক্তিগত গাড়ি আছে, তাঁরা জানেন গাড়ির মধ্যে কেমন ময়লা জমতে পারে। বাচ্চাদের চিপসের প্যাকেট, সিটের কোনায় বাচ্চার খেলনা, চকলেট, মাঝেমধ্যে চুইংগামও পেতে পারেন। আপনি হয়তো আপনার গাড়ির যত্ন নেন, কিন্তু আপনার পরিবার বা বন্ধুদের বেখেয়ালি আচরণে গাড়ির পরিচ্ছন্নতা নষ্ট হতেই পারে। তাই নিজের গাড়ি প্রতি মাসে অন্তত একবার সময় নিয়ে পরিষ্কার করুন।

উত্তরা মটরস লিমিটেডের ইস্কাটন শাখার জ্যেষ্ঠ নির্বাহী মামুনুল ইসলাম বলেন, নিয়মিত ব্যক্তিগত গাড়ির যত্ন নিতে হয়। গাড়ির যত্ন নেওয়ার ক্ষেত্রে গাড়ির বিভিন্ন দিক খেয়াল রাখতে হয়। ব্যাটারির সংযোগ নিয়মিত পরীক্ষা করতে হবে। প্রতিদিন সকালে গাড়ি চালানোর আগে রেডিয়েটরে পানি আছে কি না সেদিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া ব্রেক অয়েল, গিয়ার অয়েল কী পরিমাণ আছে তা নিয়মিত দেখেনিতে হবে।

রাজধানীর নাভানা টয়োটার গ্রাহকসেবার সহকারী ব্যবস্থাপক আশিকুর রহমান বলেন, ‘গাড়ির কারিগরি যত্ন নেওয়ার পাশাপাশি শারীরিক যত্ন হিসেবে টায়ার প্রেশার চেক, ড্যাশবোর্ডে যেন ময়লা না জমে, সেদিকে খেয়াল রাখতে হবে।

ধুলাবালুর খপ্পর থেকে বাঁচতে

গাড়িতে ধুলাবালু জমবে না, এটা কেমন কথা! নিয়মিত ব্রাশ কিংবা ঝাড়ু দিয়ে সিটের ধুলাবালু পরিষ্কার করুন। সিটের আশপাশে জমে থাকা ময়লা নিয়মিত পরিষ্কার করুন। নতুবা একসময় গাড়িতে দুর্গন্ধ সৃষ্টি হতে পারে। গাড়িতে কোনো কারণে দুর্গন্ধ সৃষ্টি হলে এয়ারফ্রেশনার ব্যবহার করুন। নিয়মিত গাড়ির উইন্ডশিল্ড পানি দিয়ে পরিষ্কার করুন। কীভাবে গাড়ির চাকা বদলাতে হয়, তা জেনে রাখুন। ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে সিট পরিষ্কার করুন। প্রতি সপ্তাহে নিয়মিত গাড়ির কার্পেট পরিষ্কার করুন। ব্রেক প্যাডেলের জায়গার ময়লা নিয়মিত পরিষ্কার রাখুন। নিয়মিত হালকা নরম ব্রাশ দিয়ে সাবানের সাহায্যে গাড়ির বাইরের দিক ধুয়ে দিন।

কাগজপত্র সঙ্গে আছে তো!

গাড়িতে সব সময় গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র রাখুন। ড্যাশবোর্ডের ড্রয়ারে আপনার লাইসেন্সের কাগজ, গাড়ির রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজ, ইন্স্যুরেন্সের কাগজপত্র একটি প্লাস্টিকের পরিষ্কার ব্যাগে সংরক্ষণ করুন।

বৃষ্টিবাদলের দিনে

বর্ষাকালে গাড়ির ভেতরে যাতে বৃষ্টির পানি প্রবেশ করতে না পারে, সেদিকে খেয়াল রাখুন। বৃষ্টির মধ্যে দরজা খোলা-বন্ধ করার ক্ষেত্রে মনোযোগ দিন, বৃষ্টির পানি যেন গাড়ির ভেতরে প্রবেশ করতে না পারে। বাচ্চাদের স্কুল জুতা থেকে সিটে কাদা লেগে যেতে পারে। এ সময় প্লাস্টিকের সিটকভারও ব্যবহার করতে পারেন। গাড়িতে নিজের প্রয়োজনে রেইনকোট রাখতে পারেন।

গাড়িতে আরও যা রাখতে পারেন

গাড়ির চাকা বদলানোর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি গাড়িতে ঠিকমতো আছে কি না, তা খেয়াল রাখুন। চাকা বদলের জন্য জ্যাক ও লাগ রেঞ্চ ভালোমতো কাজ করে কি না, খেয়াল রাখুন। বাড়তি চাকা গাড়িতে সতর্কতা হিসেবে রাখুন। একটি বাক্সে ফার্স্ট এইডের বিভিন্ন জিনিসপত্র রাখতে পারেন। বাড়তি ব্রেকওয়ারও রাখতে পারেন।