Thank you for trying Sticky AMP!!

নুরুল হকের বিরুদ্ধে চট্টগ্রামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

নুরুল হক নূর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহসভাপতি (ভিপি) নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রামের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির বাদী হয়ে মঙ্গলবার রাতে নগরের কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন।


মামলা হওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহ মো. আব্দুর রউফ।

মামলায় বলা হয়, ১৪ এপ্রিল নুরুল হক তাঁর ফেসবুক আইডি থেকে লাইভে গিয়ে কিছু বক্তব্য দেন। তাঁর ‘আক্রমণাত্মক’ ও ‘উসকানিমূলক’ বক্তব্য সারা দেশের অসংখ্য ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। এর মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভেদ সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চালানো হয়েছে।
গত সোমবার চট্টগ্রাম আদালত ভবনে এক আইনজীবীর চেম্বারে ফেসবুকে নুরুল হকের এ বক্তব্য দেখতে পান বলে মামলায় উল্লেখ করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা।