Thank you for trying Sticky AMP!!

নুসরাত হত্যার বিচার দাবিতে বন্ধুসভার মানববন্ধন

নুসরাত জাহান।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান হত্যায় জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে নাটোর বন্ধুসভা। গতকাল রোববার আয়োজিত মানববন্ধনে বিভিন্ন স্কুল–কলেজের শিক্ষার্থীরা ছাড়াও নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

গতকাল দুপুর সাড়ে ১২টায় নাটোর বন্ধুসভার সদস্যরা শহরের প্রাণকেন্দ্র কানাইখালীর রাস্তার পাশে মানববন্ধনের আয়োজন করেন। এ সময় মানববন্ধনে যোগ দেওয়ার জন্য আশপাশের সবাইকে আহ্বান জানানোর পাঁচ মিনিটের মধ্যে সাংবাদিক, ব্যবসায়ী ও মানবাধিকারকর্মীরা ছুটে আসেন। তাঁরা জোরালো দাবি তোলেন, নুসরাত হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করতে হবে। ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের বিচার করতে হবে। পাশাপাশি যারা অপরাধীদের পক্ষ নিয়ে বিচার বিঘ্নিত করেছে, তাদেরও অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার শুরু করার আহ্বান জানানো হয়।

বেলা পৌনে দুইটা পর্যন্ত চলা ওই মানববন্ধনে বক্তব্য দেন সন্ত্রাস চাঁদাবাজ প্রতিরোধ সংগ্রাম পরিষদের (লাঠি-বাঁশি সমিতি) প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ মানবাধিকার কমিশন নাটোর জেলার নির্বাহী সভাপতি আবদুস সালাম, মনীষা ভবনের অধ্যক্ষ শহিদুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাবেক সভাপতি রণেন রায়, রেজাউল করিম রেজা, সুজন সম্পাদক রওশনারা শ্যামলী, প্রান্তজন পত্রিকার সম্পাদক মো. সাজেদুর রহমান সেলিম, ডেইলি স্টারের সাংবাদিক বুলবুল আহম্মেদ, বৈশাখী টেলিভিশনের ইসহাক আলী, প্রথম আলোর নাটোর প্রতিনিধি মুক্তার হোসেন প্রমুখ।