Thank you for trying Sticky AMP!!

নৌকা ৫৭৯৫০৮, লাঙ্গল ২৮০০২

ভোট দিতে অপেক্ষায় আছেন নারী ভোটাররা। পাতিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, খিলক্ষেত, ঢাকা, ২৮ ফেব্রুয়ারি। ছবি: আবদুস সালাম

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মেয়র পদে উপনির্বাচনে বেসরকারিভাবে ৯২৯ কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্থাপিত নির্বাচন কমিশনের ফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে এ তথ্য জানানো হচ্ছে।

১২৯৫ কেন্দ্রের মধ্যে ৯২৯ কেন্দ্রের মেয়র পদের ভোটের ফলাফল জানানো হয়। এতে দেখা যায়, নৌকা প্রতীকের প্রার্থী বিপুল ব্যবধানে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের থেকে এগিয়ে আছেন। প্রাপ্ত এই ফলাফল অনুযায়ী ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলামের প্রাপ্ত ভোট ৫ লাখ ৭৯ হাজার ৫০৮। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীক নিয়ে শাফিন আহমেদ পেয়েছেন ২৮ হাজার ২ ভোট। অপর প্রতীকের মধ্যে টেবিল ঘড়ির প্রাপ্ত ভোট ৭ হাজার ২০৪, আম ৫১০৬ ও বাঘ প্রতীক পেয়েছে ৫০০৪ভোট।

৯২৯ কেন্দ্রে ভোট পড়েছে ২৮ শতাংশ।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ডিএনসিসি ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সংশ্লিষ্ট পদগুলোতে এই ভোট গ্রহণ শুরু হয়। চলে বিকেল চারটা পর্যন্ত। বিভিন্ন কেন্দ্র ঘুরে ভোটারদের তেমন উপস্থিতি দেখা যায়নি। তবে নির্বাচন কমিশন সচিবের অনুমান এই নির্বাচনে ৫০ শতাংশ ভোট পড়েছে ।

আজই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচন, দুইটি ওয়ার্ডে উপনির্বাচন এবং ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) নতুন ১৮টি ওয়ার্ডের সাধারণ নির্বাচনের ভোট নেওয়া হয়। ডিএনসিসিতে মেয়র পদে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আতিকুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী শাফিন আহমেদ। যিনি লাঙ্গল প্রতীকে নির্বাচন করছেন।