Thank you for trying Sticky AMP!!

পাটকলশ্রমিকদের অনশন প্রত্যাহার

ফাইল ছবি

দাবি বাস্তবায়নের আশ্বাসের পরিপ্রেক্ষিতে পাটকলশ্রমিকদের অনশন কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন শ্রমিকনেতারা।

আজ বৃহস্পতিবার রাতে এক বৈঠক শেষে শ্রমসচিব কে এম আলী আজম এ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার কথা বাসসকে জানান।

আজ রাতে বৈঠক শেষে আগামী ১৫ দিনের মধ্যে মজুরী কমিশন-২০১৫ অনুযায়ী পাটকল শ্রমিকদের পে-স্লিপ প্রদান করা হবে বলে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী শ্রমিকনেতাদের আশ্বাস দিলে পাটকল শ্রমিকনেতারা অনশন কর্মসূচি প্রত্যাহার করে নেন। ঢাকার জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) পাঁচ দিন ধরে অনশনরত পাটকলে কর্মরত শ্রমিক লীগ, সিবিএ/নন সিবিএ শ্রমিকদের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিল।

শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, বস্ত্র ও পাটসচিব লোকমান হোসেন মিয়া, শ্রমসচিব কে এম আলী আজম ও জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক বৈঠকে উপস্থিত ছিলেন।