পাহাড়ের রানি খাগড়াছড়ি

>খাগড়াছড়িকে বলা হয় পাহাড়ের রানি। খাগড়াছড়ির বিভিন্ন দর্শনীয় স্থানে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা আসছেন প্রকৃতির সান্নিধ্য পেতে। এসব দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক, তেরাং তৈইকালাই ঝরনা, তারেং পর্যটনকেন্দ্র, আলুটিলা পর্যটনকেন্দ্র, মায়াবিনী লেক, দেবতা পুকুর প্রভৃতি। বর্তমানে জেলার সব পর্যটনকেন্দ্রে পর্যটকদের আনাগোনা বছরের অন্য মৌসুম থেকে তুলনামূলক বেশি। চলুন দেখে নেওয়া খাগড়াছড়ির কিছু দর্শনীয় স্থান:
পিকআপে চড়ে সাজেক যাচ্ছেন পর্যটকেরা
পিকআপে চড়ে সাজেক যাচ্ছেন পর্যটকেরা
আলুটিলা পর্যটনকেন্দ্রে বেড়াচ্ছেন অনেকে
চলছে মুঠোফোনে সেলফি তোলা
শুধু ঘুরে বেড়ানোই নয়, এর পাশাপাশি সেই স্মৃতি অনেকে ধরে রাখছেন ক্যামেরায়
পর্যটকদের কাছে প্রধান আকর্ষণ তেরাং তৈইকালাই ঝরনা
এটি পার্বত্য জেলা পরিষদ হর্টিকালচার পার্ক। এখানে ফোয়ারার পাশে বসে কিছু সময় কাটাচ্ছেন পর্যটকেরা