>পেয়ারার জন্য সুনাম রয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার জিন্দাকাঠি গ্রামসহ আশপাশের অঞ্চলের। বর্তমানে দেশের বিভিন্ন স্থান ছাড়াও দেশের বাইরে এই পেয়ারা রপ্তানি হচ্ছে। পেয়ারা নিয়ে এবারের ছবির গল্প
দুটি নৌকায় পেয়ারা বিক্রির জন্য নিয়ে যাচ্ছেন চাষিরাবাজারে উপস্থিত বিভিন্ন অঞ্চল হতে আসা ক্রেতারাবাজারে পেয়ারা নামানো হচ্ছেবাক্স ভর্তি করে রাখা হয়েছে পেয়ারাএসব পেয়ারা চলে যাবে দেশের বিভিন্ন অঞ্চলেপাকা পেয়ারা সরিয়ে রাখছেন আড়তদারেরাদূর অঞ্চলে নেওয়ার উদ্দেশ্যে ভালো করে প্যাকিং করে সাজিয়ে রাখা হয়েছে পেয়ারা