Thank you for trying Sticky AMP!!

প্রকৌশলীর কারাদণ্ড, সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ

আছির উদ্দিন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিভিল অ্যাভিয়েশনের এক নির্বাহী প্রকৌশলীর ১০ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এই রায় দেন। তাঁর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত।


দণ্ডিত ওই কর্মকর্তা হলেন মো. আছির উদ্দিন। রায় ঘোষণার পর তাঁকে কারাগারে পাঠানো হয়। দুদকের পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সিভিল অ্যাভিয়েশনের কর্মকর্তা আছির উদ্দিনের ১০ বছরের কারাদণ্ডাদেশ হয়েছে। তাঁর সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। কর্মরত অবস্থায় তাঁর বিরুদ্ধে এই মামলা হয়।


মামলার কাগজপত্র এবং দুদক সূত্র বলছে, প্রায় তিন কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আছির উদ্দিনের বিরুদ্ধে ২০১৭ সালের ১৪ মে রমনা থানায় মামলা করে দুদক। ২০১৮ সালে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। আদালত দুদকের ওই অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু করেন।