Thank you for trying Sticky AMP!!

প্রধান তথ্য কর্মকর্তা পদে প্রথমবারের মতো নারী

বেগম কামরুন নাহার।

সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বেগম কামরুন নাহার। আজ রোববার তিনি তথ্য অধিদপ্তরে যোগ দিয়েছেন। এর মাধ্যমে তিনি প্রথমবারের মতো একজন নারী প্রধান তথ্য কর্মকর্তা হলেন।
তথ্য বিবরণীতে বলা হয়, বিসিএস ১৯৮৪ নিয়মিত ব্যাচের এই কর্মকর্তা এর আগে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ছিলেন। তিনি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, ফিল্ম সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যানসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।
কর্মজীবন শেষ করায় আজ বিদায়ী সাবেক প্রধান তথ্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা ও নতুন প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহারকে বরণ করে নেন তথ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।