Thank you for trying Sticky AMP!!

ফরিদপুরে করোনায় মুক্তিযোদ্ধার মৃত্যু

ফরিদপুরে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে । ৭০ বছর বয়সী ওই মুক্তিযোদ্ধার বাড়ি ভাঙ্গা পৌর এলাকায়। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ ইউনিটে মারা যান তিনি।

২৩ মে ওই মুক্তিযোদ্ধার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর থেকে তিনি বাড়িতেই চিকিৎসা নিচ্ছিলেন। মঙ্গলবার রাতে শ্বাসকষ্ট শুরু হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া শুরু হয়। কিন্তু কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, ‘হাসপাতালে আনার পর আমরা খুব একটা সময় পাইনি। যতটুকু সময় পেয়েছি সেটা কাজে লাগিয়েছি। কিন্তু শেষ রক্ষা করতে পারিনি।’

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, ওই মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুলিশ বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করতে ইতিমধ্যে ভাঙ্গায় পৌঁছেছে।