ফুলে ফুলে বসন্তের পাখি

বসন্তের ফুলে ফুলে পাখিদের কলকাকলি দেখে মুগ্ধ হতে হয়। ছবিতে দেখুন খাগড়াছড়ির আলাধনপাড়া এলাকায় বসন্তের পাখিদের। 

টিয়া পাখিদের ওড়াউড়ি
টিয়া পাখিদের ওড়াউড়ি
দল বেঁধে উড়ে চলা
শিমুল ফুলে শালিক পাখি
ফল মুখে টিয়া পাখি
ফলেই যত আগ্রহ টিয়া পাখির
শিমুল ফুলে টিয়া পাখি
টিয়া পাখিদের ওড়াউড়ি