Thank you for trying Sticky AMP!!

বউ মেলার বউয়েরা

>শুধু নারীদের জন্য আয়োজন করা হয় বউ মেলা। এখানে থাকে শুধু নারীদের প্রাধান্য। প্রায় ২৬ বছর ধরে বগুড়ার মহিষাবান গ্রামে বসে এই বউ মেলা। সেখানে পছন্দের গয়নাসহ নিত্যপ্রয়োজনীয় নানা পণ্য কিনতে যান গৃহবধূরা। গাবতলী উপজেলার মহিষাবান গ্রামের পালপাড়াসংলগ্ন ফাঁকা স্থানে আজ বৃহস্পতিবার সকালে শুরু হয় এই ভিন্ন ধরনের মেলার।
ঐতিহ্যবাহী পোড়াদহ মেলা উপলক্ষে আশপাশের গ্রামের বধূরা বাবার বাড়িতে নাইয়র আসেন।
মেলা উপলক্ষে ইমিটেশনের গয়নার পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সেখানে পছন্দের গয়না কেনেন বধূরা।
বগুড়ার ঐতিহাসিক পোড়াদহ মাছের মেলায় আগে নারীরা তেমন যেতে পারতেন না। তখন নারীদের কথা বিবেচনায় নিয়ে এই মেলার আয়োজন করা হয়। প্রায় ২৬ বছর ধরে মহিষাবান গ্রামে বসে এই বউ মেলা।
এলাকার যুবসমাজ এই মেলা পরিচালনা করে। মেলার অতিথিদের মধ্যে আনন্দের খোরাক জোগাতে থাকে নানা আয়োজন।
মেলায় গৃহস্থালির নানা পণ্য যেমন পাওয়া যায়, পাওয়া যায় শিশুদের নানা খেলনাও। বউয়েরা ও মায়েরা সেগুলো কিনে নেন সংসার আর সন্তানের জন্য।
মেলা ঘিরে আশপাশের বেশ কয়েকটি গ্রামের মেয়ে-বউয়েরা বউ মেলায় গিয়ে কেনাকাটা করেন।
মেলায় প্রসাধনীর পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। সেখান থেকে পছন্দের পণ্য কিনছেন নারী ক্রেতারা।