Thank you for trying Sticky AMP!!

বগুড়ায় করোনা শনাক্ত এক হাজার ছাড়াল

বগুড়ায় কোভিড–১৯ রোগী শনাক্তের সংখ্যা হাজার ছাড়াল। গতকাল বুধবার রাত নয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে জেলায় চিকিৎসক, পুলিশসহ আরও ৮২ জনের করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে কোভিড-১৯ শনাক্ত রোগীর সংখ্যা এখন ১ হাজার ৩৭।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় ৮২ জনের করোনা পজিটিভ আসে। বগুড়ার ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান রাতে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন।

ডেপুটি সিভিল সার্জন বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে বগুড়ার ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। তাতে ৫৯ জনের করোনা পজিটিভ আসে। অন্যদিকে টিএমএসএস মেডিকেল কলেজে বগুড়ার ৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ আসে। নতুন শনাক্ত ৮২ জনের মধ্যে দুটি শিশু ও ১৭ জন নারী আছেন।

ডেপুটি সিভিল সার্জন মোস্তাফিজুর রহমান বলেন, এ পর্যন্ত করোনা পজিটিভ ১ হাজার ৩৭ জনের মধ্যে ৭৩৭ জন পুরুষ, ২৪২ জন নারী এবং ৫৮ শিশু। ১৮ থেকে ৫০ বছর বয়সী সর্বোচ্চ ৭৯৮ জন কোভিড–১৯ রোগী।

এ নিয়ে জেলার ১৫ জন কোভিড–১৯ রোগীর মৃত্যু হয়েছে।