Thank you for trying Sticky AMP!!

বন্য প্রাণী ঠেকাতে পাতা ফাঁদে সন্তানের মৃত্যু

ছবিটি প্রতীকী

বন্য প্রাণীর উপদ্রব ঠেকানোর জন্য রিপন মিয়া (৪৫) নিজের মুরগির খামারে বৈদ্যুতিক ফাঁদ পেতেছিলেন। সেই ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর সন্তান মো. রিফাত মিয়ার (৮) মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার খানপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। রিপন খানপুর গ্রামের বাসিন্দা। রিফাত খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

ঈশ্বরগঞ্জ উপজেলার রায়েরবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবদুল মোতালিব চৌধুরী আজ সন্ধ্যায় মুঠোফোনে বলেন, রিফাতের পরিবার এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেয়নি। তারা ময়নাতদন্ত ছাড়াই দাফনের আবেদন করে রিফাতের লাশ বাড়িতে নিয়ে গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রিপন তাঁর মুরগির খামারে বন্য প্রাণীর উপদ্রব ঠেকাতে ফাঁদ তৈরি করে সেই ফাঁদে রাতের বেলা বিদ্যুতের সংযোগ দিয়ে রাখতেন। প্রতিদিন ভোরে সেই ফাঁদ থেকে বিদ্যুৎ সংযোগ খুলে ফেলতেন। আজ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার আগেই রিপনের ছেলে রিফাত মিয়া মুরগির খামারে পানি ও খাবার দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।