Thank you for trying Sticky AMP!!

বানরের জন্য ভালোবাসা...

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় বহু বছর থেকে মানুষের পাশাপাশি বসবাস করে আসছে বন্য প্রাণী বানর। মানুষের আবাসন ও উন্নয়ন কার্যক্রম বেড়ে যাওয়ায় বানরের স্বাভাবিক খাবার ও জীবনধারণ কঠিন হয়ে পড়েছে। ফলে সেখানকার বানরের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য প্রায় ২০০ বানরকে নিয়মিত খাবার দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) কর্তৃপক্ষ। রাজধানীর তিনটি স্থানে এসব বানরকে খাবার দেওয়ার জন্য প্রতিদিনের বাজেট রয়েছে ১ হাজার ৬০০ টাকা। শসা, গাজর, কলা, বাদাম ও বিস্কুটের মতো বিভিন্ন ধরনের খাবার বানরগুলোকে প্রতিদিন দেওয়া হয়। ইট, কাঠ ও পাথরের এই নগরে বানরের জন্য নিখাদ ভালোবাসার হাত বাড়ানোয় ডিএসসিসি কর্তৃপক্ষকে অনেকে সাধুবাদ জানিয়েছেন। কেননা একমাত্র মানুষের ভালোবাসাই পারে গেন্ডারিয়া এলাকায় মানুষের সহাবস্থানে বানরের বসবাসের ঐতিহ্যকে টিকিয়ে রাখতে। ছবিগুলো বৃহস্পতিবারের-
প্রতিদিন সকাল হলেই জুরাইন কবরস্থানের কর্মী মো. হারুন বানরগুলোর জন্য খাবার কিনে নিয়ে আসেন।
হারুনকে দেখলেই সব বানর আনন্দে খাবার খেতে চলে আসে।
বানরগুলোর খুব পছন্দের খাবার বাদাম।
গাছের ডালে অসংখ্য বানর।
আছে খাবার নিয়ে কাড়াকাড়ি।
এভাবে নিয়মিত বানরগুলোকে খাবার দেওয়া হয়।
ছুটির দিনে অনেকে বানরের জন্য খাবার নিয়ে আসেন।
এসব বানর রেসাস ম্যাকাক (Macaca mulatta) প্রজাতির।
বানরের জন্য নিরাপদ পানি বড় সংকট।