Thank you for trying Sticky AMP!!

বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ৩

নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে সৈয়দপুর উপজেলার ওয়াপদা মোড় এলাকায় নীলফামারী-সৈয়দপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অটোরিকশার চালক মিন্টু হোসেন এবং অটোরিকশার দুই যাত্রী আফতাব হোসেন ও আবদুর রহিম। নিহত তিনজনের সবার বাড়ি সৈয়দপুরের উত্তরা আবাসনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা মোড় এলাকায় পেছন থেকে চলন্ত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চালক মিন্টু হোসেন নিহত এবং দুই যাত্রী আহত হন। আহত দুই যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান। এই ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। তবে এর আগেই গাড়িচালক গাড়ি নিয়ে পালিয়ে যান।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর ময়নাতদন্তের জন্য লাশ তিনটি নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।