Thank you for trying Sticky AMP!!

বাড়তি টাকা আদায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নুরুল ইসলাম নাহিদ। ফাইল ছবি

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় বন্ধের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায় করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি। আজ সোমবার সচিবালয়ে একটি শিক্ষক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনাকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার ফরম পূরণে কিছু কিছু প্রতিষ্ঠানে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ব্যাপারে সংবাদমাধ্যমেও খবর প্রকাশিত হয়েছে। নীতিমালা লঙ্ঘন করে যারা অতিরিক্ত টাকা আদায় করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষার্থীদের কাছ থেকে যারা অতিরিক্ত টাকা নিয়েছে, তাদের এই টাকা ফেরত দিতে হবে। একই সঙ্গে জড়িত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।