Thank you for trying Sticky AMP!!

বাড়িতে না থেকে শ্বশুরবাড়ি বেড়াতে গেলেন প্রবাসী

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার এক প্রবাসী ১৫ মার্চ দেশে ফেরেন। সরকারি নির্দেশনা অনুযায়ী তাঁর ১৪ দিন বাড়িতে কোয়ারেন্টিনে থাকার কথা। কিন্তু তা না করে দেশে ফেরার পরের দিনই তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়িতে বেড়াতে যান। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত গতকাল শুক্রবার রাতে তাঁর শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ১৬ মার্চ স্ত্রীকে নিয়ে ওই প্রবাসী একই উপজেলায় শ্বশুরবাড়িতে বেড়াতে যান। গতকাল রাত আটটার দিকে তিনি শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বসে গল্প করছিলেন। একপর্যায়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজরাতুন নাঈমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের দল সেখানে অভিযান চালায়। পরে আদালত ওই প্রবাসীকে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজরাতুন নাঈম আজ শনিবার প্রথম আলোকে বলেন, ওই প্রবাসীকে শ্বশুরবাড়ির একটি কক্ষে একা থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে। তিনি নির্ধারিত সময় পর্যন্ত ‘হোম কোয়ারেন্টিনে’ থাকবেন বলে জানিয়েছেন। তা না হলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।