Thank you for trying Sticky AMP!!

মনভোলানো ভোলাগঞ্জ

>

সেখানে আছে নিরেট পাথররাজি। মাঝ দিয়ে বয়ে যাচ্ছে জলধারা। সে এক অপার সৌন্দর্য! সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে রয়েছে প্রকৃতির এই রূপের আধার। ওই সাদা পাথর এলাকায় পর্যটকের ঢল নেমেছে ঈদের ছুটিতে। ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ধলাই নদের বুকে স্বচ্ছ জল আর সাদা পাথরের মুগ্ধতায় মন ভরিয়ে নিচ্ছেন তাঁরা।

পেছনে পাহাড়। নদে পড়ে আছে পাথর। সেখানে বসে সেলফি তুলছেন বেড়াতে আসা এক দম্পতি
পাথরে মোড়ানো নদের দুই পাশ। কেউ পানিতে ভিজছেন, কেউবা পাথরের ওপর হাঁটছেন
জলের ধারায় গা ভাসিয়েছেন তরুণেরা
নদের উৎসমুখে পর্যটকবাহী নৌকা
সবুজ পাহাড়, নদ আর পাথরের টানে ছুটে যান দর্শনার্থীরা
প্রকৃতির কোলে আনন্দে মেতেছে শিশুরা
পর্যটকদের বেশি টানছে এই সাদা পাথর
সড়ক আগের তুলনায় অনেকটাই ভালো। এই পথে যেতে হয় ভোলাগঞ্জ
ফেরার সময় নৌকায় বসে প্রকৃতির রূপ দর্শন