মালয়েশিয়ায় ৯৫ বাংলাদেশি আটক

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মালয়েশিয়ায় ৯৫ জন বাংলাদেশিসহ ২৯৭ জন অভিবাসীকে আটক করা হয়েছে।
শুক্রবার ফ্রি মালয়েশিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে মালয়েশিয়ার দক্ষিণ–পূর্বাঞ্চলীয় সেমেনিয়াহ শহরে অভিবাসী শ্রমিকদের একটি আবাসস্থলে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়ার ১১২, মিয়ানমারের ৬৬, ভিয়েতনামের ১৩ এবং ঘানার একজন নাগরিকও রয়েছেন।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক খায়রুল দাইমি দাউদ বলেছেন, বৈধ কাগজপত্র না থাকা এবং মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করায় তাঁদের আটক করা হয়। তাঁদের সেমেনিয়াহ অভিবাসী আটক কেন্দ্রে রাখা হবে।